নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং সমসাময়িক

কবি আলমগীর গৌরিপুরী

আ‌মি নি‌জে‌কে একজন ক‌বি দাবী ক‌রি । কারন ক‌বিতা আমার প্রা‌ণের স্পন্দন , ত‌বে গল্প আমার ম‌নের খোরাক ।

কবি আলমগীর গৌরিপুরী › বিস্তারিত পোস্টঃ

নিশো লাল জামা পড়তে খুব ভালবাসে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

নিশো লাল জামা পড়তে খুব ভালবাসে, তবে কেন লাল তার পছন্দ এটা সে বলতে পারেনা।
একদিন তার বাবা বাজার থেকে একটা সবুজ জামা কিনে আনলো,
সবুজ জামা আবার নিশোর বাবার খুব পছন্দ। কিন্তু নিশোর পছন্দ লাল।
তাই সবুজ জামা সে পড়বে না, তার বাবা অনেক করে বুঝানোর পরও সে সবুজ জামা পড়বে না,সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।
ছেলের এই অবস্থা দেখে, পরের দিন বাজার থেকে আরেকটা লাল জামা কিনে আনলো।

নিশোর হাতে লাল জামা তুলে দিয়ে জিঙ্গেস করছে "তুমি খুশিতো বাবা?
তোমার জন্য আমি প্রতিদিন একটা করে লাল জামা আনবো তবুও তুমি রাগ করোনা বাবা, তুমি রাগ করলে আমার কিছুই ভাল লাগে না।
চোখের কোনে অশ্রু টলমল করছে।
কারন নিশোর বাবা জানে নিশো আর বেশিদিন বাচঁবে না। নিশোর ব্রেইন ক্যান্সার, অনেক চেষ্টা করেছে, বাংলাদেশ, ভারত সহ অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে। ডাক্তার বলে দিয়েছে। আর ২০ দিন বাঁচবে। তাই নিশোর সকল আবদার বিনা সংকোচে বাবা মেনে নেয়। ছেলেটা যেন কোন কষ্ট না পায়।
নিশো জিঙ্গেস করে "বাবা কাঁদছো কেন?
অবুঝ শিশুর এই প্রশ্নের উত্তর তার বাবা দিতে পারেনি। শুধুই চোখের জল । অনেক গুলো লাল জামার মাঝে সবুজ জামাটি এখনো আছে। শুধু নিশো নেই।
পৃথিবীর এই নিষ্ঠুর নিয়মের ভিতরে "সবুজ জামা" নিশোর বাবারও এখন অনেক অপছন্দ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.