![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
অদ্ভুত সেই ছেলেটি
অকারনে হাসে,চোখের জলে ভাসে
একাকী নির্জনে, ঘুরে বনেবনে।
একা কথা বলে, নিজের মত চলে।
জীবন খুঁজে মানে, কে জানি কি জানে!
একটি ডাহুক পাখি, একায় যায় ডাকি,
রাত জাগা তারা, নিরব ঘুমের পাড়া।
নয় কোন বিরহ,তবুও কেন অহরহ?
চলছে চলার মত, নয় তা নেওয়ার মত।
তবুও সে চলে, জীবন কথা বলে।
হাজার জীবন মাঝে,একটি জীবন সাঁজে।
অন্যরকম ধারায়, আজগুবি এই পাড়ায়।
অদ্ভুত সেই ছেলেটি।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
কলমের কালি শেষ বলেছেন: ছেলেটিই ভাল আছে । কবিতায় ভাল লাগা ।