নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং সমসাময়িক

কবি আলমগীর গৌরিপুরী

আ‌মি নি‌জে‌কে একজন ক‌বি দাবী ক‌রি । কারন ক‌বিতা আমার প্রা‌ণের স্পন্দন , ত‌বে গল্প আমার ম‌নের খোরাক ।

কবি আলমগীর গৌরিপুরী › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত সেই ছেলেটি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

অদ্ভুত সেই ছেলেটি
অকারনে হাসে,চোখের জলে ভাসে
একাকী নির্জনে, ঘুরে বনেবনে।
একা কথা বলে, নিজের মত চলে।
জীবন খুঁজে মানে, কে জানি কি জানে!
একটি ডাহুক পাখি, একায় যায় ডাকি,
রাত জাগা তারা, নিরব ঘুমের পাড়া।

নয় কোন বিরহ,তবুও কেন অহরহ?
চলছে চলার মত, নয় তা নেওয়ার মত।
তবুও সে চলে, জীবন কথা বলে।
হাজার জীবন মাঝে,একটি জীবন সাঁজে।
অন্যরকম ধারায়, আজগুবি এই পাড়ায়।
অদ্ভুত সেই ছেলেটি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

কলমের কালি শেষ বলেছেন: ছেলেটিই ভাল আছে । কবিতায় ভাল লাগা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.