নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং সমসাময়িক

কবি আলমগীর গৌরিপুরী

আ‌মি নি‌জে‌কে একজন ক‌বি দাবী ক‌রি । কারন ক‌বিতা আমার প্রা‌ণের স্পন্দন , ত‌বে গল্প আমার ম‌নের খোরাক ।

কবি আলমগীর গৌরিপুরী › বিস্তারিত পোস্টঃ

যে কবিতা আমার ৪১ দিন কারাবাসের কারন

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

সময়ের গান
-----------
সোনার বাংলার বীর সেনা দল
জোড়ছে টানে হাক দিয়ে বল
যত সব অত্যাচারী
বেআইনী হত্যাকারী
থামা তুই জুলুম থামা
ক্ষ্যাপিলে ক্ষ্যাপাটেরা
বাঁচাবে কোন সে রামা?

রাগে মোর নাক কাঁপে ঐ
পালানোর পথ পাবে কই?
তোদের ঐ কড়াল গ্রাসে
ভগবান রাগে হাসে
লাশে লাশ লাশানিজম
দুচোখে মৃত্যু ভাসে।

মোরা তো বাংলা সেনা
ছাড়ি নাই ন্যায়ের কণা
বিধবা মায়ের বুকে
অভিশাপ জমাট বাঁধা
ক্ষ্যাপাটে ক্ষ্যাপিছেরে
মরবি সব ধুকে ধুকে।

তোদের ঐ তন্ত্রমন্ত্র
কোথায় তোর গনতন্ত্র?
হাসিতে ঠোঁট বাকে ঐ
ক্ষমতার লোভে পরে
প্রলাপের রামায়ণ বই।

সময়ে সময় চেনে
অযথা স্বপ্ন বুনে
গাছ কেটে পানি ঢালা
জাতি সব বুঝে গেছে
পালা দেশ ছেড়ে পালা।

আমরা বীর সেনা দল
বুকেতে তারুন্যের বল
মানবতার মুক্তির গানে
রাজপথে মোরা আছি
মানুষের প্রানে প্রাণে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

এম এ কাশেম বলেছেন: প্রতিবাদী সময়কে ধারণ করে লিখা

শুভ কামনা কবি।

২| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: আপনি মন্তব্য করেছেন খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে #এমএ কাশেম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.