![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
অনেকটা পথ পেরিয়ে ক্রংকিটের শহরে আবির্ভাব নতুন স্বপ্নের,
যদিও সকল ষড়যন্ত্রের আদিকেন্দ্র এই শহর,
এখানেই প্রথম স্বাধীনতাকে অস্বীকার করা হয়,
আবার এখানেই শুরু হয় প্রথম যুদ্ধ,
এখানে সংস্কৃতিকে নিয়ে হোলি খেলা হয়,
পাখিদের প্রাকৃতিক বাসা ভেঙ্গে কৃত্রিম খাঁচা তৈরি করা হয়।
রসালু রসগোল্লার ভিতর ফারফিউমের গন্ধ, ভুতের আড্ডায় নর্তকীর ঝুমুর ঝুমুর নাচ, তারপর-
সুঁচের ভিতর দিয়ে মনো ফিলামেন্টের ঝাকুরঝুকুর,
সে কি আনন্দ! আনন্দ অবশেষে গাইনী ডাক্তারের কেবিনে ছুটেচলে।
সে কি নির্মমতা! অবাক নির্মমতা প্রাণের অস্তিত্ব বিনাশ করে।
এখানেই নতুন স্বপ্নের শুরু হয়, শেষ হয়, কাঁদে, হাসে,
স্বপ্ন শুধুই স্বপ্ন রুপে আসে, রুপার তাবিজের ভিতর মাঝেমাঝে বন্ধী হয়ে ডেকে বলে "আমাকে ভালবাসার কেউ কি নেই? আমি কবি প্রেমিক স্বপ্ন তোমাদেরই শহরে থাকি।
তারপর এখানেই বজ্জাত বেহায়া আল্পনা আঁকা স্বপ্ন গুলো কৃত্রিম তেঁতুলগাছে ডবডব করে ঘুরে বেড়ায়, আর হাসে
হা হা হা " জিন্দেগী এপার হুয়ী, ওপার নেহী'' ফুর্তি কর যত পারো।
হায়রে শহর! অবুজ স্বপ্নের পালনকারী, মাতাল শহর।
©somewhere in net ltd.