![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
পৃথিবীর সফল ব্যক্তিগুলো তাদের জীবনে অনেক কষ্ট সহ্য করে জীবনের কাঙ্খিত লক্ষে পৌঁছেছে। যদিও তারা বেশির ভাগই শারিরীক ভাবে পরিপূর্ণ মানুষ ছিল।
কিন্তু পৃথিবীতে কিছু ব্যতিক্রম মানুষও ছিল এবং আছে যারা শারিরীক ভাবে অসম্পুর্ন থাকার পরও তারা জীবনে সফল হয়েছে। পা ছাড়া মানুষ সেরা দৌড়বিদ, চোখ ছাড়া মানুষ বিজ্ঞানী, বধির বিজ্ঞানীও ছিল, এছাড়া জীবন্ত কিংবদন্তী স্টিফেন হকিং এর কথা সবাই জানি।
তারা সফল হয়েছে কারন তারা নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল।
বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিলাম
গাড়িতে ক্লাস সেভেনে পড়ুয়া একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল। টাংগাইল শহরের একটা স্কুলে পড়ে সে। এই সেশনে সে অষ্টম শ্রেণীর ছাত্র। আমাকে ফোন দিয়ে বললো সে ক্লাসের ৩য় হয়েছে। আপনি শুনে অবাক হবেন সেই ছেলেটি অন্ধ। নাম আসাদ। আমি নিজে ওর স্কুলেও গিয়েছি। অনেক আত্মবিশ্বাসী ছেলে।
এই ছেলেটির চোখ দুইটা রিফ্লেস করা যাবে কিন্তু এই জন্য লাগবে ২ লক্ষ টাকা। ছেলেটির বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করে। কিন্তু আসাদের স্বপ্ন সে পড়ালেখা শেষ করে চাকরি করে চোখ রিফ্লেস করবে।
আমার খুব ইচ্ছা ছেলেটিকে সহযোগীতা করে পৃথিবীর আলো দেখাতে একটু অবদান রাখি। কিন্তু আমার একার দ্বারা তা সম্ভব না।
তাই আমি চিন্তা করেছি সবার সাথে বিষয়টা শেয়ার করি। কারন ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ, এখান থেকে ২ হাজার মানুষ ১০০ টাকা করে দিলেও ২ লক্ষ টাকা হয়।
তাই সকলকে আহবান জানাই।
আশা করি সবাই পাশে থেকে আসাদের দুটি চোখে আলো দেখাতে সহযোগীতা করবেন।
যারা টাকা দিতে ইচ্ছুক তারা 01725709754 নাম্বার এ বিকাশ করে দিবেন।
সবাইকে আহবান অন্ধকার থেকে আলোর দেখানোর মিছিলে।
-আলমগীর গৌরিপুরী
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১০
ব্লগার পথিক বলেছেন: ফেসবুকে শেয়ার করে সাহায্য পেতে পারেন।