![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
পঙ্গু হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা পেস
বলার মাশরাফি বিন মোর্তুজা।
শুধু মাত্র দেশকে ভালবেসে নিজের পঙ্গুত্ব কে রবণ করে
নিয়েছেন ম্যাশ।
যার পায়ে চার বার অস্ত্রপাচার করা হয়েছে।
প্রতিটা ম্যাচ খেলার পর তার পায়ের হাটুতে পানি জমে যায়, সেই পানি তিনি নিজেই সিরিঞ্জ দিয়ে বের করেন।
তিনি নরমালি পা ভাজ করতে পারেন না, প্রতিবার পা ভাজ করার জন্য তার স্ত্রীকে পা মালিশ করতে হয়।
ডাক্তার পরামর্শ দিয়েছে ক্রিকেট ছেড়ে দেওয়ার জন্য।
তাকে প্রশ্ন করা হয়েছিল: আপনি পঙ্গু হতে চলেছেন খেলা ছেড়ে দিলেই তো পারেন? তার জবাবে তিনি বলেছিলেন : মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছে, আমি না হয় দেশের জন্য আমার একটা পা'-ই দিলাম।
তথ্যসুত্র : রেডিও স্বাধীন
যতদিন দেশে ক্রিকেট থাকবে ততদিন ম্যাশ থাকবে সবার অন্তরে।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০২
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য যতেষ্ট ত্যাগ করেছেন,
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
অবস্হা এমন হলে উনার কমপক্ষে সাময়িকভাবে সরে গিয়ে সঠিক চিকিৎসা নেয়া।
মুক্তিযোদ্ধাদের কথা বলার জন্য উনি স্মরণে থাকবেন।