![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
পাখির চোখে দেখি তোমায়
পুকুর জলে ভাসো,
কলমি লতার ফাঁকে তুমি
চুপটি করে হাসো (২)
বাংলাদেশ আমার বাংলাদেশ
তুমি শঙ্খডানার চিল
বাংলাদেশ আমার বাংলাদেশ
তুমি মায়ের মুখের ছোট্ট কালো তিল।
প্রজাপতির রঙিন ডানায় মানচিত্র তোমার আকা,
লজ্জাবতী ফুলের মাঝে
কোমল সৌরভ মাখা (২)
বাংলাদেশ আমার বাংলাদেশ
তুমি শঙ্খডানার চিল
বাংলাদেশ আমার বাংলাদেশ
তুমি মায়ের মুখের ছোট্ট কালো তিল।
আমার চিলেকোটায় তুমি
চড়ুঁই পাখির বাসা,
তোমার দুঃখেই কাঁদি আবার
তোমার সুখেই হাসা (২)
বাংলাদেশ আমার বাংলাদেশ
তুমি আনন্দ অনাবিল
বাংলাদেশ আমার বাংলাদেশ
তুমি রাজপথে বিজয়ের মিছিল।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!