![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
নির্মম কবি
নির্মম ছবি
নির্মম হাতের লেখা,
নির্মম দেশে
নির্মম বেশে
সুখের ক্যানভাস আঁকা।
নির্মম যুগে
নির্মম রোগে
ভোগে দেশের মাথা,
নির্মম বেশে
ফালানী হাসে
কাঁদে জন্মদাতা ।
©somewhere in net ltd.