![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সেই লাশ থেকে আতরের ঘ্রাণ !
কাদিছে আপন যারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সবাই দাড়ালো জানাযা নামাজে,
কিছুক্ষন পর সব ফিরে যাবে কাজে ৷
কেমোনে আমি একাকী কাটাবো কবরে,
আমি যে হলাম সাথী হারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সেই লাশ থেকে আতরের ঘ্রাণ !
কাদিছে আপন যারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
আমি তো মনের ভুলেও
কখনো করি নি নামাজ-রোজা,
এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা ৷
মাথার ওপরে সূর্য আসে,পায়ের নিচে তামার জমিন
ঐ দোযখের আগুন জ্বলছে,হাটছে ফেরেস্তারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সেই লাশ থেকে আতরের ঘ্রাণ !
কাদিছে আপন যারা ৷
(সংগৃহীত)
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
নুরএমডিচৌধূরী বলেছেন: যাই হোক চেষ্টার ত্রুটি হয়নি
থ্যাংকস
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ফুয়াদ আল আবীর বলেছেন: সংগ্রহের উৎস দেওয়া উচিৎ... গানটা নওশাদ মাহফুজের গাওয়া, লেখা কার?