| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকোপ্যাথ (Psychopaths): যাদের ইসলাম মুনাফিক বলেই সম্বোবধন করে!!
এই শ্রেণির লোকদের মধ্যে নেই কোন সহানুভূতি বা অনুশোচনা। তারা প্রায়শই ধূর্ত, মিথ্যাবাদী এবং নিজেদের স্বার্থ উদ্ধারে অন্যের দোষারোপ (গীবত) করতে ব্যস্ত যেকোনো গল্প বা ঘটনা দিয়ে তাদেরকে সঠিক প্রমাণের চেষ্টা করে। তারা নিজেদেরকে সঠিক প্রমাণ করতে বা অন্যদের নিয়ন্ত্রণ করতে চাতুর্যের আশ্রয় নেয় এবং তাদের আচরণ সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।
এই শ্রেণির লোকেরা রাসূল (সঃ) এর যুগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনি সরকারে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই অবস্থায় থেকে শেষ পর্যন্ত পালিয়ে গেছে।
গত জুলাই আন্দোলনে সহস্রাধিক মানুষ আহত ও নিহত হওয়ার পরও কেউ কেউ শুধুমাত্র সম্পদের জন্য ক্রন্দরত থাকতে দেখা গেছে। আবার কেউ দীর্ঘ সময় নির্যাতিত হওয়ার পরও দেশের মাটিকে আঁকড়ে ধরে ছিলো।
বর্তমানেও কেউ সাইকোপ্যাথের পক্ষে অবলম্বন করছেন এবং কেউ এর বিপরীতমূখে অবস্থান নিয়েছে।
সাইকোপ্যাথের সমস্যা যেমন রাষ্ট্রে ক্ষেত্রে রয়েছে তেমন ব্যক্তিগত বা পারিবারিক জীবনেও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। সাইকোপ্যাথেরা যাদের বিরুদ্ধে যাদেরকে প্রভাবিত করে বিশ্বাসহীনতা বা শত্রুতা সৃষ্টি করে, ঠিকই সাইকোপ্যাথেরা পালিয়ে যাওয়ার পরও এরা আপজন থেকে যায়। বিশ্বাসহীনতার পরিবর্তে বিশ্বাস, শত্রুতার পরিবর্তে বন্ধু হয়ে যায়।
https://www.facebook.com/alamgirite
©somewhere in net ltd.