![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্ত করো হে সবার সঙ্গে
আমার পাশে বসার মতো তুমি হলেই হবে
বাসবো ভালো মমতা ভ’রে, বুকের উপর রবে,
চাইনা আমি ডট-ডট-ডট, চাইনা কচি দেহ
বৃষ্টি জলের রং দেখেছো? অথচ কালো মেহ।
সারারাত আমি রবো বসে তোমার ঘরের পাশে
একটু যদি বুকে তুলে নাও মুচকি হাসি হেসে,
একটু যদি জল ঢেলে দাও গভীর মমতায়
আমিও তোমার তৃষ্ণা মেটাবো তুমুল বাসনায়।
© আলমগীর কাইজার
১৫.১১.২০১৮
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: ছবিটা সুন্দর, কবিতাও। +
ব্লগে সুস্বাগতম! এখানে আপনার উপস্থিতি দীর্ঘ হোক, ফলপ্রসূ হোক!
শুভকামনা---