নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি একদিন মানুষেরা সকল বিভেদ ভুলে গিয়ে ভালোবাসার চাষ করবে, সেদিন ভালোবাসায় পৃথিবী সয়লাব হয়ে যাবে ।

আলমগীর কাইজার

যুক্ত করো হে সবার সঙ্গে

আলমগীর কাইজার › বিস্তারিত পোস্টঃ

সবুজে সবুজে ভরেছে এ শহর

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সবুজে সবুজে ভরেছে এ শহর
তার চেয়ে সবুজ এ শহরের মানুষ!
বহু মৃত মানুষ দেখার পর
যখন দেখি একটি সবুজ মানুষ,
তখন মনে হয় এ শহরের প্রতিটি মানুষই
সবুজ মানুষের মতোই সবুজ।

এ শহরের পথে প্রান্তরে এমনকি দূর্বাঘাসে
হতাশার কোনো ঠাঁই নেই,
এখানে দাঁড়িয়ে আছে রুদ্র-মনা এক কিশোর
যে চলে যাবে অপ্রয়োজনেই তার নিজস্ব কক্ষপথে,
এখানে দাঁড়িয়ে আছে কোমল-মনা এক কিশোরী
যে চলে যাবে একাকীত্বের প্রহর কেটে গেলে।

এখানেই নামে পৃথিবীর সকল সুখ দূর্বাঘাসের বুকে,
ব্যস্থতার এ শহরে কেউ খোঁজ রাখে না সুখের,
তাই শিশিরের মতো উড়ে যায় সুখ আকাশের দিকে
পড়ে থাকে সবুজ দূর্বাঘাস, আকাশের দিকে মাথা তুলে।

সবুজে সবুজে ভরেছে এ শহর
এ শহরের পথে প্রান্তরে এমনকি দূর্বাঘাসে
হতাশার কোনো ঠাঁই নেই।

© আলমগীর কাইজার
০৩.০৬.২০১৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.