নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্ত করো হে সবার সঙ্গে
সবুজে সবুজে ভরেছে এ শহর
তার চেয়ে সবুজ এ শহরের মানুষ!
বহু মৃত মানুষ দেখার পর
যখন দেখি একটি সবুজ মানুষ,
তখন মনে হয় এ শহরের প্রতিটি মানুষই
সবুজ মানুষের মতোই সবুজ।
এ শহরের পথে প্রান্তরে এমনকি দূর্বাঘাসে
হতাশার কোনো ঠাঁই নেই,
এখানে দাঁড়িয়ে আছে রুদ্র-মনা এক কিশোর
যে চলে যাবে অপ্রয়োজনেই তার নিজস্ব কক্ষপথে,
এখানে দাঁড়িয়ে আছে কোমল-মনা এক কিশোরী
যে চলে যাবে একাকীত্বের প্রহর কেটে গেলে।
এখানেই নামে পৃথিবীর সকল সুখ দূর্বাঘাসের বুকে,
ব্যস্থতার এ শহরে কেউ খোঁজ রাখে না সুখের,
তাই শিশিরের মতো উড়ে যায় সুখ আকাশের দিকে
পড়ে থাকে সবুজ দূর্বাঘাস, আকাশের দিকে মাথা তুলে।
সবুজে সবুজে ভরেছে এ শহর
এ শহরের পথে প্রান্তরে এমনকি দূর্বাঘাসে
হতাশার কোনো ঠাঁই নেই।
© আলমগীর কাইজার
০৩.০৬.২০১৮