| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর কাইজার
যুক্ত করো হে সবার সঙ্গে
তুমি হলে অন্যরকম
আমার সাথে যায়না চলা,
যায়না হাঁটা, যায়না হাসা,
যায়না আমায় ভালোবাসা।
আমি হয়তো অন্যরকম
কবিতা পেলে সব ভুলে যায়
মশার কামড় টের পাইনা
বেলা গেলেও ভাত খাইনা।
তুমি আমি ভিন্ন মানুষ
দুজন হলাম দুটি গ্রহ,
একই পথে যায়না চলা
যায়না দুজন ভালোবাসা।
© আলমগীর কাইজার
০৮.০৯.২০১৮
©somewhere in net ltd.