নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্ত করো হে সবার সঙ্গে
ভেঙেচুরে সব শেষ হয়ে যায়
তবুও কিছু স্মৃতি থেকে যায় সকলের অলক্ষ্যে,
প্রকট দাগ রয়ে যায় মনের গভীরে প্রচ্ছন্ন হয়ে
রক্তের দাগ মোছে না কখনো যতই হোক বিজয় উল্লাস।
একটি ভালো সংগ্রাম জরুরী এবং ভালো
কিন্তু রক্তপাত নয়, নয় নিরীহ মানুষের আর্তনাদ
লোকেরা এখন খুব শান্তিপ্রিয়
কেউ আঘাত দেখতে চাই না কিংবা কান্না।
শেষ কখনো শেষ হয় না, ঘুরে ফিরে আসে সব
যাকে তুমি আঘাত করো সেও তোমার মতো
তারও তোমার মত অনুভূতি পৃথিবীর জন্য
তারও সব আছে কিন্তু ভুল পথে ভেঙে গেছে সব।
ভেঙেচুরে শেষ করে লাভ নেই
রক্তপাত চায় না কেউ, চায় না কেউ চোখের জল,
এসো একটুকরো দেশ নিয়ে মিলেমিশে থাকি
বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই আমরা সবাই।
© আলমগীর কাইজার
২১.১১.২০১৮
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
আলমগীর কাইজার বলেছেন: নাজমুল হক সাগর ভাই ধন্যবাদ। ভালো থাকবেন সাথে থাকবেন। শুভকামনা রইলো।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
আলমগীর কাইজার বলেছেন: রাজীব নুর ভাই আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী, সাথে থাকবেন। ভালোবাসা রইলো।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
নজসু বলেছেন:
সংঘাত নয়, হিংসা নয়
আসুন মিলেমিশে রই সবাই।
ধন্যবাদ কবি।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
আলমগীর কাইজার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে থাকবো। সংঘাত, হিংসা নয়। ভালো থাকবেন সবসময়।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সাইন বোর্ড বলেছেন: অাশাবাদি কথা, ভাল লাগল ।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
আলমগীর কাইজার বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ভালো থাকবেন, শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
নাজমুল হক সাগর বলেছেন: সুন্দর লিখেছেন।ভালো লাগলো