| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর কাইজার
যুক্ত করো হে সবার সঙ্গে
চলো স্বপ্নকে করি অনুসরণ
নিজের ছায়ার সঙ্গী হই নিজে।
অন্যের মতো হয়ে লাভ কি বলো?
পদতলে দলে দিই নিষ্ঠুরতা।
সব মানুষ কিন্তু মানুষ নয়
কিছু মানুষ স্পষ্টত নরাধম,
বিভক্তির আনন্দে যারা প্রফুল্ল
তারা তো কখনোই মানুষ নয়।
চলো নিরাশার ঘর ভেঙে দিই
স্বপ্ন-আশার আলো জ্বালি অন্তরে,
চূড়ান্ত প্রেমের পথে হেঁটে যাই
ভেঙে দিই প্রতারকের কৌশল।
© আলমগীর কাইজার
০৪.১২.২০১৮
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
আলমগীর কাইজার বলেছেন: আমি মুগ্ধ আপনার ভালোবাসা। ভালোবাসা রইলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।