নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি একদিন মানুষেরা সকল বিভেদ ভুলে গিয়ে ভালোবাসার চাষ করবে, সেদিন ভালোবাসায় পৃথিবী সয়লাব হয়ে যাবে ।

আলমগীর কাইজার

যুক্ত করো হে সবার সঙ্গে

আলমগীর কাইজার › বিস্তারিত পোস্টঃ

কবিতা - এসো হে সবাই

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮



এসো হে সবাই পথে নেমে, আমরা আজ মিলে যাই
সবাই মিলে ছন্দে ছন্দে, আমরা প্রেমের গান গাই,
কে যাবে দূরে, কে হবে পর, এসব কথা ভাবার নয়
তরুণ-বৃদ্ধা-নারী-পুরুষ, আমরা ঘোচাবো আঁধার-ভয়।

একসাথে মোরা গাবো গান, আমরা হবো প্রেমিক-প্রাণ
কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব, ভুলে যাবো সব অভিমান,
যতো নীতিবান, যতো ধনবান, আজকে সবাই ভাই-ভাই
কে ছোটো, কে বড়, এসব ভুলে, চলো আমরা মিশে যাই।

শত্রুরা সব জ্বালাক আগুন, আমরা ফোটাবো গোলাপ ফুল
একসাথে হবো আমরা সবাই, শুদ্ধ করবো সকল ভুল, কোথায় রাজা, কোথায় প্রজা, আজকে সবাই মিলে যাই আমরা সবাই সমান মানুষ, এখানে কোনো বিভেদ নাই।

© আলমগীর কাইজার
০৭.১২.২০১৮
ছবিঃ গুগল

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

নজসু বলেছেন:




এক হবার।
একাত্মা ঘোষণা করার সুন্দর আহ্বান।
ভালো থাকবেন কবি।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। শুভকামনা রইলো।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালোবাসা রইলো।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: আমরা ১৭ কোটি মানুষের দেশ।প্রতিজন যদি একটি করে ভুল করে তাহলে ১৭ কোটি ভুল হয়ে যায়।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

আলমগীর কাইজার বলেছেন: আর যদি ১৭ কোটি মানুষ প্রতিজন একটি করে ভালো কাজ করে তবে ভালো কাজে দেশ ভরে যাবে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ সনেট কবি।
লেখা নিয়ে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকবেন। ভালো থাকবেন দোয়া রইলো।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

নজসু বলেছেন:

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ, ন জ সুজন ভাই। এতো সুন্দর ফুল পেয়ে ভীষণ খুশী।
শুভকামনা রইলো।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

আলমগীর কাইজার বলেছেন:

গানে গানে বাঁচুক তাঁরা আপনার আমার প্রাণে
সোনার বাংলা সুন্দর হোক শহিদের সম্মানে।

ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.