নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্ত করো হে সবার সঙ্গে
বাংলার আকাশ-মাটি ছেড়ে আমি কোথাও যাবো না।
যদি মরে যেতে হয় ললাটলিখন কিংবা অপঘাতে
তবে আমি এই মাটিতেই একাকার হবো,
আমি তো দুঃসাহসী বীরদের জীবন্ত উত্তরসূরী।
আমি খাল-বিল কচুরিপানার সাদাফুলে—
মন ফেলে এসে, আজীবন পথ চলি বাংলায়।
বাংলার পথেঘাটে খুঁজে পাই আমার অতীত
আমি তো বাংলায় খুঁজে চলি আমার ভবিষ্যৎ।
আমি বাংলার আকাশে-বাতাসে খুঁজে পাই মুক্তির গান
প্রিয় কন্ঠ, প্রিয় মানুষ, প্রিয় সুর– সবই এ মাটির দান।
এই মাটির সাথে আমার নাড়িপোঁতা বন্ধন,
আমি কেনো এই দেশ ছেড়ে যাবো? কখনোই যাবো না।
© আলমগীর কাইজার
১৬.১২.২০১৮
ছবিঃ গুগল
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, শুভকামনা ও বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১
ইসিয়াক বলেছেন: আপনাকে ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
আলমগীর কাইজার বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম। শুভকামনা ও বিজয় দিবসের শুভেচ্ছা।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১
চাঙ্কু বলেছেন: আমি কেনো এই দেশ ছেড়ে যাব! - তাইতো। কবিতা সুন্দর হইছে!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮
আলমগীর কাইজার বলেছেন: কবিতা ভালো হয়েছে জেনে ভালো লাগছে, শুভকামনা রইলো।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১
ল বলেছেন: তোমার যেখানে ইচ্ছা চলে যাও আমি রয়ে যাবো এই বাংলায় - প্যাজারিজম মনে হলো।
অসুবিধা নেই!! রবীন্দ্রনাথের অনেক লেখাও প্লেজারিজমের দুষে দুষ্ট।
শুভ কামনা।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০২
আলমগীর কাইজার বলেছেন: ভাই, আমি এসব ইজম-টিজম বুঝি না। দুটো মানুষের কোনো এক বিষয়ে একই ধরণের অনুভূতি হতেই পারে।
কবিতা হলো অন্তরের চাওয়া। আমি কবিতা পড়ে কবিতার অনুকরণে কবিতা লিখিনা। এই কবিতাটি আমার একান্ত অনুভূতি।
ভালো থাকবেন, শুভকামনা রইলো।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭
আলমগীর কাইজার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা রইলো, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।