নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি একদিন মানুষেরা সকল বিভেদ ভুলে গিয়ে ভালোবাসার চাষ করবে, সেদিন ভালোবাসায় পৃথিবী সয়লাব হয়ে যাবে ।

আলমগীর কাইজার

যুক্ত করো হে সবার সঙ্গে

আলমগীর কাইজার › বিস্তারিত পোস্টঃ

কবিতা - আমি তোমাকে ফিরে পেতে চাই

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮



রূপজায়া, আমি তোমাকে ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই তোমার ভেজা চুল, ভেজা ঠোঁট।

আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করো
আমি চাই তুমি আমাকে আলতো ছুঁয়ে বলো–
‘আমি চুইংগাম খাই না, তোমার জন্যেই রাখি।’

আমি চাই তুমি ভালোবাসায় ডুবে থাকো সবসময়
আমি চাই তুমি আমাকে আদর করে বলো–
‘আমি কি একাই ভালোবাসি, নাকি তুমিও বাসো!’

আমি চাই প্রতিদিন গোলাপ ফুটুক তোমার ঠোঁটে
আমি চাই তুমি লাল লিপিস্টিক মুছে ফেলে বলো–
‘তোমার জন্যই দিয়েছিলাম, এইতো মুছে দিলাম।’

রূপজায়া, আমি তোমাকে ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই বহু প্রতীক্ষার পর একটি সকাল।

© আলমগীর কাইজার
২৫.১২.২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

যোখার সারনায়েভ বলেছেন: ফিরে আসুক রুপজায়া !

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ, আমি চাই সারাজীবন রূপজায়া আমার সাথেই থাকুক। শুভকামনা রইলো।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: 'রুপজায়া' বলতে আমি আপনার কবিতা থেকে যেটা বুঝেছি, সে অনুযায়ী বানানটি ঠিক হয়নি।

কবিতার কিছু সেন্টিমেন্ট ভাল লাগেনি।
এভাবে লিখলে হয়তো আপনি অনেক লিখতে পারবেন কিন্তু কবিতার মৃত্যু হবে।

আমার মনে হয় তাড়াহুড়া না করে লেখা ভাল।

শুভকামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ বিজন দাদা, রূপজায়া বানান ঠিক করেছি। রূপজায়া একটি কাল্পনিক নাম, আমি নামটা দিয়ে সুন্দরী স্ত্রী কে বুঝিয়েছি।
মন খুলে মতামত জানানোর জন্য আবারও ধন্যবাদ।
ভালোবাসা রইলো।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, আপনার লেখা খুব ভালো লাগে, বিশেষ করে পারিবারিক গল্পগুলো।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই ফিরে আসুক কবিতা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার। শুভকামনা রইলো।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
বেশী আবেগ নিয়ে লিখে ফেলেছেন! থীমটা ভালো লেগেছে। প্রণয়ের রসে টইটুম্বুর!
চুইংগাম বানান ঠিক করুন। আর ' ' এই গুলি কিছু লাইনের সামনে আর পিছন থেকে সরিয়ে ফেলুন। কবিতার ছন্দ পতন হচ্ছে এখানে...আপনি কথোপকথন লিখছেন না লিখছেন কবিতা...
শুভ রাত্রী।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ নীল আকাশ, বানান ঠিক করেছি। আমি নিজের মতো লেখার চেষ্টা করি, নিয়ম মেনে কবিতা লিখতে গেলে হয়তো কবিতা লেখা যাবে কিন্তু আমার কথা-আবেগগুলো হারিয়ে যাবে।
শুভকামনা রইলো।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৮

বলেছেন:
চলুক প্রচেষ্টা।


শুভ কামনা

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ রইলো ভাই। আপনার জন্যও রইলো শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.