নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্ত করো হে সবার সঙ্গে
জীবনের গলিপথ পার হয়ে এসে
বেঁচে আছি এটাই বড়, স্থির জলে ভেসে
ছোটোখাটো চাওয়াগুলো বড় হয়ে যায়
পাওয়াগুলো ভেঙে ভেঙে জীবন মিলায়।
প্রশ্নগুলো বিরোধ করে প্রশ্নের সাথে
উত্তর নেই, তবুও পথচলা জীবনের পথে
যতো ভুল, যতো কথা, সব আশা নিরাশা
জীবন তবুও খুঁজে নেয় জীবনের ভাষা।
শব্দহীন আলোহীন স্বপ্নেরা করে পায়চারি
লাল-নীল আলো খুঁজে গড়ে ঘরবাড়ি,
এই পথে নেই কোনো সত্যমিথ্যা বিচার
আপোসে জীবন বাঁচে, এটাই আচার।
© আলমগীর কাইজার
২৫.০১.২০১৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪
আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫
আলমগীর কাইজার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২১
হাবিব বলেছেন: জীবনের গলিপথ ধরে মানুষ তবুও এগিয়ে চলে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
আলমগীর কাইজার বলেছেন: চলে তো। ধন্যবাদ, হাবিব স্যার।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেঁচে থাকাটাই বড় কথা, যেভাবেই হোক...
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
আলমগীর কাইজার বলেছেন: ঠিক বলেছেন ভাই। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৭
জাহিদ অনিক বলেছেন: এইভাবে আচার নিষ্ঠায় বেঁচে থাকা হোক