নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান না করলে আর

মোহাম্মদ আলমগীর

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮ ) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমুহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান না করলে আরো বেশি কইরা ঢুকব, নিজে তো গুতাগুতি করবই; এর পর আবার সাঙ্গ-পাঙ্গ সব নিয়া আইবো।

মোহাম্মদ আলমগীর › বিস্তারিত পোস্টঃ

X( আবারো একটি আন্দোলনের আভাস পাচ্ছি (এইবার এইচএসসি ২০১৩)!!! X(

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্যে বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (সূক্ষ ও স্থুল কারচুপি করছি এইডা কমু ক্য???) ;)



গণভবনে শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে ফলাফল জেনে তিনি বলেন, “এই দায় তাদের (পরীক্ষার্থীদের) নয়, এই দায় বিএনপি-জামায়াত-শিবিরের। আমি জানতে চাই, তারা এতে কী পেল?” (সব কিছুতেই রাজনীতি না করলে কি চলে, সামনে ভোট আইতাছে এই সুযগে পুলাপান গুলারে ফেল করায় যদি অভিভাবকদের ক্ষেপায় দেওয়া যায় তাইলে অন্তত বাক্সে কিছু ভোট পড়ব; কি কও নাহিদ মিয়া???) B-)



***********************



ফাইজলামির একটা সীমা থাকা উচিৎ কিন্তু এক্ষেত্রে তিনি অতীতের সকল ফাইলামির সীমা অতিক্রম করার মাধ্যমে আবারো প্রমান করলেন দেশের জনগন আস্তা ভোদাই। সেই সাথে উদীয়মান মেধাগুলো যে ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থার অত্যাচারের শিকার এই কথাটাও মুখ খুইল্লা কওয়ার মতন অবস্থা পুলাপাইন গুলার নাই। কারন আন্দোলন করার মতন শক্তি বা সামর্থ এই গুলার এখনো হয় নাই। আর আন্দোলন করতে গিয়া যদি ফুটেজে চইল্লা আসে তাইলে তো কোনো কথাই নাই, তখন আবার ফুটেজ দেইক্ষা-দেইক্ষা সকল পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির অযোগ্য ঘোষণা আসতে পারে।



এ+ পাওয়ার দাবীদার ছাত্র-ছাত্রীগুলা সব ৪.৫ পাইতেই নাকি টানাটানি লাগায় দিসে এমন রেজাল্ট করছে। আর যেগুলা ফেল মারার কথা না সেগুলা ফেল মারছে নাকি মারাইছে???



যা যা আন্দোলন কর, এই দেশে আন্দোলন ছাড়া কেউ কিছুই পায় নাই। স্বাধীনতাটা পর্যন্ত আন্দোলন কইরা আনতে হইছে আর এইটা তো তোদের পরীক্ষার রেজাল্ট। তোরা তো ছোট মানুষ কিন্তু রাজনীতির সবচেয়ে বড় নোংড়া খেলাটা কিন্তু তোদের নিয়াই হইল। আরো কত কি যে দেখতে হইবে আল্লাহই জানেন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাইজলামির একটা সীমা থাকা উচিৎ কিন্তু এক্ষেত্রে তিনি অতীতের সকল ফাইলামির সীমা অতিক্রম করার মাধ্যমে আবারো প্রমান করলেন দেশের জনগন আস্তা ভোদাই। সেই সাথে উদীয়মান মেধাগুলো যে ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থার অত্যাচারের শিকার এই কথাটাও মুখ খুইল্লা কওয়ার মতন অবস্থা পুলাপাইন গুলার নাই। কারন আন্দোলন করার মতন শক্তি বা সামর্থ এই গুলার এখনো হয় নাই। আর আন্দোলন করতে গিয়া যদি ফুটেজে চইল্লা আসে তাইলে তো কোনো কথাই নাই, তখন আবার ফুটেজ দেইক্ষা-দেইক্ষা সকল পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির অযোগ্য ঘোষণা আসতে পারে।

কমেডি অব দা সেঞ্চুরি!!!!!!!

কি অদ্ভুত অবস্থা চলছে দেশে ভাবা যায়??????

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০

মোহাম্মদ আলমগীর বলেছেন: ভাবেন --- ভাবেন --- আপনি ভাবতে থাকেন আর আমরা ভুগতে থাকি......

২| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
বেশী পাইলেও কয় - বালানা

কম পাইলেও কয় - বালানা

:( :( :| :|

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

রুপম হাছান বলেছেন: এটা রাজনীতি না রে ভাই, একদিকে ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিচ্ছে অন্যদিকে পোলাপাইন গুলারে ফেল করাইয়া ভারসাম্য রক্ষা করতেছে। কারণ ভার্সিটির শিক্ষকদের ভরন-পোষন সামাল দিতে গিয়ে সরকারের তলা ভিজে গেছে। সব যে লুটেপুটে খেয়ে শেষ করে ফেলেছে তাদের সোনার পোলাপাইনরা। আর সেই ঝাল মিটালো ছোট পোলাপানদের উপর দিয়ে।

এটা রাজনীতি না, এটা মুশকিল আহসান।

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

খাটাস বলেছেন: হাসিনা অসংখ্য ভাঁড় নিয়া নানা সময়ে এত হাস্য রসের খোঁড়াক জগাইছে যে সব কথাই এখন হাসির মনে হয়।
তবে এই কথার সাথে আংশিক এক মত। হরতালের কারনে কিছুটা হলে ও পরীক্ষার্থীদের মানসিক অবস্থা বিপরজস্থ হয়েছে। তবে তা কখনই বড় প্রভাবক হতে পারে না। রাজিনিতির ইস্যু বানানোর মত তো নয়ই। মতামত বেক্তিগত।
ভাল থাকবেন।

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ব্যাপক বিনুদোন!!!!!!!!

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ঢাকাবাসী বলেছেন: ..আবারো প্রমান করলেন দেশের জনগন আস্তা ভোদাই' কথাটি কি ঠিক লিখলেন? উনি ভাড় নিয়ে ভাড়ামী করেন সেটা অনেক পুরোনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.