নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন ৬০০৯

আল আমিন ৬০০৯ › বিস্তারিত পোস্টঃ

কমিউনিষ্টরা কি নাস্তিক?

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

যারা বিশ্বাস করেন না কমিউনিষ্টরা নাস্তিক,ধর্মে বিশ্বাস করে না।তাদের জন্য চাক্কুস প্রমান হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশে মুসলমানদের রোজা পালন নিষিদ্ধ করেছে চীনের কমিউনিষ্ট সরকার।সেখানে প্রত্যেক ঘড়ে ঘড়ে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে যাতে কেউ রোজা না রাখে।পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধ্যান করছে কেউ রোজা রাখছে কি না দেখতে।রাখলে তাকে নির্যাতন করা হয় জেলে দেওয়া হয়।সরকারী রেডিও টিভিতে রোজা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রচার চালানো হচ্ছে।চীনের কমিউনিষ্ট সরকার ঘোষনা দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী যুবক ছাত্র শিক্ষকরা রোজা রাখতে পারবে না এবং অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১২

শফিক আলম বলেছেন: যারা জেহাদের নামে মুসলিম দেশগুলোতে অনৈসলামিক প্রানঘাতি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদের উচিত জিনজিয়াং প্রদেশের মুসলিমদের জেহাদের দীক্ষা দেওয়া এবং অংশগ্রহন করা। এই সব ক্ষেত্রে ইসলাম জেহাদকে সমর্থন করে। যেসব দেশে ইসলাম ধর্ম পালনে (নামাজ-রোজা ইত্যাদি) বাধা নেই সেখানে জেহাদ চলে না এবং ইসলাম সমর্থন করে না।

২| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমিউনিষ্টরা কি রাশিয়া ভাংগার পর বোঝা যায়নি???

কতগুলো নতুন মুসলীম রাষ্ট্রের জন্ম হল। অথচ আগে মসজিদগুলোকে পানশালা আস্তাবল বানিয়ে রাখত!!!

চীনারাও সেই জুলুমে যোগ দিল!!!! আক্ষেপ এবং দুর্ভোগ তাদের জন্য।

চীনা মুসলিম ভাইদের আল্লাহ ধৈর্য এবং সাহস দিন। তাদের বিশ্বাসকে দৃঢ় করে দিন। এভং তাদের সহায়তাকারী এমন একটি দল প্রেরণ করুন-যাতে তাদের বিশ্বাসের জণ্য তাদের নির্যাতিত হতে না হয়।

৩| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২১

শ্রীঘর বলেছেন: কমুনিস্ট মানে নাস্তিক বা নাস্তিক ভাবাপন্ন। বাংলাদেশের কিছু ভন্ড আছে, যারা ইফতার-মাহফিল করে। এ সবই লোক দেখানো।

৪| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কমিউনিস্টরা নাস্তিক, এটা আবার অবিশ্বাস করছে কে?

৫| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩

আল আমিন ৬০০৯ বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.