নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন ৬০০৯

আল আমিন ৬০০৯ › বিস্তারিত পোস্টঃ

বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো সালাহ উদ্দিন

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৭

ফিলিস্তিনী মুসলিমদের ইসরাইলের গণহত্যার বিষয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মাইজভান্ডার আটরশি রাজারবাগী দেওয়ানবাগী পীরদের সমর্থক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো সালাহ উদ্দিন।তিনি দ্য রিপোর্টকে বলেন এ ব্যাপারে আমি কিছু বলবো না।এরপরই ফোন রেখে দেন তিনি।(তথ্যসূত্র দ্য রিপোর্ট)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

ইউরো-বাংলা বলেছেন: আমরা সকলে জানি, উনি আওয়ামী লীগের দালালী করে বায়তুল মোকারমে খতিব হয়েছেন। সূতরাং উনি কখনো চাইবে না তার অভিভাবকরা বেকায়দায় পড়ুক।

২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

এসব চলবে না..... বলেছেন: জনাব ইউরো বাংলা, আপনি রোজার দিনে ও এইসব ছাই পাশ খাওয়া ছাড়তে পারলেন না !!

সালাউদ্দিন সাহেব মুসলমান হিসাবে হয়ত প্রতিবাদ জানাতে পারতেন। তাছাড়া সরকারের মন্ত্রী সভায় পর্যন্ত ইসরায়লী হামলার নিন্দা জানানো হয়েছে। তাহলে তিনি আওয়ামিলীগের দালাল হয়ে যদি ইসরায়লের নিন্দা আর ধিক্কার জানালে কিভাবে ওনার অভিভাবক বা সরকার বেকায়দায় পড়ত??

নাকি যারে দেখতে না রি, তার চলন বাঁকা?

৩| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩

দিপ্২৪ বলেছেন: ধিক ধিক ধিক এমন মুসলমানদের।

৪| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

শেখ মফিজ বলেছেন: নাকি যারে দেখতে না রি, তার চলন বাঁকা?

আমাদের সব রাজনীতিকদের ও তাদের সাপোটারদের দর্শন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.