নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

*****নিশিথিনী ভ্রমণ*****

১৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪১

পূর্ণ শশীর এক রাতে

মনের মাঝে বাসনা জাগে

হাঁটবো আজ দেখবো ধরণী

রাতের আধারে করছে কি?

যারা থাকে পথি মাঁঝে।



পূর্ণ শশীর আলোয় থেকে

মন মাঝে, কার যে কতো বাসনা জাগে?

আমিও ছিলাম তাদের মাঝে

আজ যে সব ক্ষীন লাগে।



দেখেছি যেনো মানুষ গুলো যখন

পথি মাঝে শুয়ে থেকে

হঠাৎ করে ক্ষুদার জ্বালায় আঁতকে উঠে

বলে- দেবে কি কিছু?

খাইনি আমি ক্ষুধার জ্বালা

ঘুমাতে পারিনা এ কি বিধাতার অবহেলা?



রাতের পরিরা এ কি সাজে?

দাড়িয়ে আছে পথি মাঝে।

কিছু কিছু নর পশু

যৌবন ক্ষুধা মেটাতে হায়

তারই সৌন্দর্য বিকৃত করে যায়।



গন্তব্যের উদ্দ্যেশ্যে ছাড়া গাড়ি গুলি

পথি মাঝে উড়ে ধুলি

চলছে তারা আপন মনে

যাবে নিয়ে গন্তব্য স্থানে।



আরো অনেক কিছু দেখি যে হায়,

রাত্রি মাঝে পরম সুখে।

ঘুমোচ্ছে সব ঘোরের মাঝে

হয়তো কোনো সুখে স্বপ্নে বিভর হয়ে।



অবশেষে ফিরলাম বাড়ি

সেই থেকে কেন জানি হায়,

ঘুমিয়ে গেলেও ঘুম ভেঙ্গে যায়

মনে পরে তাদের কথা।



আজও যখন পরে মনে

একটি রাত কাটিয়েছিলাম তাদের সনে

তেমন কিছুই করতে পারিনি তাদের জন্য

হয়তো কখনো করবো কিছু, এই আশাতে ধন্য।



লিখাঃ প্রান্তিক চৌধুরী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.