নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

***তোমার মুচকি হাসির অপেক্ষা***

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯

ভোরের সূর্যটা যখন মুচকি হেসে উঠে

তখন তাকে আমি বলেছিলাম,

সারা রাত আমি তোমার অপেক্ষায় জেগে ছিলাম

একটি কবিতা লিখবো বলে।

জানি তুমি আসবে আর মুচকি হেসে

আধারের নিরব সমাজটাকে জাগিয়ে দিয়ে যাবে।

তোমার অপেক্ষায় পশুপাখি গুলো

তুমি হাসলে বের হবে তাদের খাদ্যের সন্ধানে,

আর কিচিরমিচির শব্দে পাখি গুলো জাগিয়ে দিয়ে যাবে

ক্ষনিকের মৃত দেহো গুলোকে।

তুমি হাসলেই সবুজ ধান ক্ষেত গুলো

তার দেহটাকে দুলিয়ে নাচ দেখাবে

এই পৃথিবীর মানুষ গুলোকে।

তুমি হাসলেই মাঝি গান তুলবে

তার মন মাতানো আপন সুরে।

তুমি হাসলেই রাস্তার পাশে শুয়ে থাকা শিশুটি বের হবে

এক টুকরো রুটির সন্ধানে।

সবাই তোমার হাসির অপেক্ষায় ছিলো

সবার অপেক্ষার বাধ ভেঙ্গে অবশেষে তুমি এসেছো, হেসেছো

তোমার ঐ রক্তিম হাসি

সবার মনের আশাই পূরন করেছে।



লিখাঃ প্রান্তিক চৌধুরী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৯

আহসানের ব্লগ বলেছেন: +

২| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১০

আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্‍সাহিত করুন ।
আর ভাল থাকুন । :)

৩| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:১৭

প্রান্তিক চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:২৪

আহসানের ব্লগ বলেছেন: স্বাগতম আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.