![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।
মা যে তোর চেয়ে আছে
আসার পথটি চেয়ে,
এবার ঈদে কি আসবি নে খোকা
আমার ছোট্ট ঘরে?
সে যে খোকা চলে গেলি
তিনটি বছর আগে,
খোকন সোনা প্রবাসে তুই
দেখিনা নয়ন ভরে।
মাঝে মাঝে হয়যে কথা
মোবাইল নামের যন্ত্রটি দিয়ে,
যখন শুনি তোর কন্ঠ
চোখটি ভরে অশ্রু বিন্দু দিয়ে।
কবে খোকন আসবিরে তুই?
জড়িয়ে ধরে, দিবি একটু হাসি,
ক্ষুধা আমার লেগেছে মা-
খাবার দাও, বলবি পাশে বসি।
হয়তো তুই চিঠিটা পেয়ে
কাঁদবি একা বন্ধ ঘরে বসে।
তোর মাও কাঁদছে এখন
ঈদের পায়েস নিয়ে।
লিখা: প্রান্তিক চৌধুরী
{{উৎসর্গ: আমার প্রবাসী বন্ধুদের}}
©somewhere in net ltd.