নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সময়ের অভিলাষ

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

বড়ো অবেলায় তুমি এলে

চেয়ে ছিলাম আরো কিছু আগে।

জীবন নৌকা যে আজ পালহীন হয়ে আছে

তোমার প্রতীক্ষায় থেকে থেকে.........

ভেবেছিলাম জ্বোনাকীর আলোয়,

বাজুবন্ধনে জড়াবো আবেশে,

ভেবেছিলাম ইন্দুকিরনে রাতি যখন আলোকিত,

বেহুলার মত তোমার নৃত্যে মেতে রবো কিছুক্ষন,

দংশিত হবো তোমার মধুর বিষে।

চেয়েছিলাম আরো কিছু আগে তোমায়

চেয়েছিলেম, সোনালী স্বপ্নের ডানায় উড়ে যাবো এক আকাশে,

মনের মাধুরীতে আলতা পায়ে চুম্বন এঁকে দেবো তোমার হৃদয়ের প্রতিটি কোনে,

শুঁষে নেবো তোমার গহীনে লুকানো মানিক রত্ন যত,

যদি অবেলায় না হয়ে হতো কিছুটা সময় আগে..

তবে কেন এলে এবেলায়, অবেলা হয়ে সময় কে পিছনে ফেলে,

আজ যে আমি গন্তব্যহীন পাখির মত ছুটছি লোকন্তরপ্রাপ্তির পথে।



লিখা: প্রান্তিক চৌধুরী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.