![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।
তোমার প্রতিক্ষায় প্রতিটি ক্ষণ
যেনো এক বিষাদ সিন্ধু।
যেনো হৃদয় কাপাঁনো এক দীর্ঘ শ্বাস।
চাপা কান্নার তীব্র আর্তনাদ..
তবুও তোমার অপেক্ষায় আমার প্রতিটি প্রহরে রাতজাগা পাখি।
ভোরের আকাশে কুয়াশা মাখা চাদর,
এলোমেলো বাতাসের পরশ ভেজানো শিশির।
হয়তো তুমি আসবে...
প্রতিটি ক্ষণ তোমার প্রতিক্ষার দহনে জ্বলছে এ হৃদয়।
তবুও তোমায় পাওয়ার
প্রয়াসে হাসছি প্রতিটি সময়।
তোমার অস্বীকৃতির তীরাঘাত,
হয়তো এজীবন করবে ছিন্নবিন্ন।
তবুও ভালবাসব,এ কথাটি মনে রেখো।
তোমায় প্রাপ্তির আশা করেনি এ জীবন।
প্রতিক্ষার দহনেও হাসি কখনো,
হয়না চোখে জল টলোমলো।
আমি একা, আমি একা..
কুহকজালের অসীম মায়ায়,আবদ্ধ এ মন।
তুমি সাড়া দিবে কবে?
বল ওগো প্রিয়।
এ হৃদয়ে বইছে রক্তক্ষরণ .....
_______প্রান্তিক চৌধুরী
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
প্রান্তিক চৌধুরী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
নুর ইসলাম রফিক বলেছেন: তুমি সাড়া দিবে কবে?
বল ওগো প্রিয়।
এ হৃদয়ে বইছে রক্তক্ষরণ .....
একদিন রক্ত শূন্যতা হবে শিরায় শিরায়
তবুও আসবে জানি তুমি এই হৃদয় পাড়ায়।