নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এখন রাত সাড়ে তিনটা

৩১ শে মে, ২০১৫ সকাল ১১:৪৭

চারিদিকে অন্ধকার, নিস্তব্ধ সময়..
মাঝে মাঝে শো... করে চলা গাড়ির শব্দ খানিকক্ষণ পর পর।

ব্যস্ত রাস্তা টাও যেনো নীরব.
দুই একটা গাড়ি খানিকক্ষণ পর পর এমন দ্রুত পালায় যেনো বাড়ি ফেরার তাড়া অনেক....

আলোকসজ্জায় প্রজ্বলিত দালানগুলোও যেনো অন্ধকার কবরের ন্যায়...
দুই একটা বাতি দেখা যাচ্ছে অনেক দূরে দূরে,
যেনো নদীর মাঝে পথহারা মাঝিদের গতিপথ দেখানোর চেষ্টা।
দূরে বড় রাস্তার মাঝে সারিবদ্ধ ভাবে সোডিয়াম লাইটগুলোও খুব ছোটো আকারে চোখে বাধছে,
যেনো পৃথিবীর বড় মানচিত্রের মাঝে দুটি দেশের সীমানার দাগকাটা।

আকাশটাও যেনো নীরব শূন্য একা আমারই মতো।
বারান্দায় বসে চারিদিকে তাকাচ্ছি বারেবার যেনো কোনোকিছুই এই চোখের অগোচরে পালাতে পারছেনা।
এক গভীর মগ্নতায় ডুবে আমি..
হঠাৎ হাসনাহেনা আর বেলীর তীব্র ঘ্রাণে আমার মগ্নতার সাঙ্গ ভঙ্গ করিয়ে মনে করিয়ে দিলো এখন অনেক রাত।
অন্ধকারে দেয়াল ঘড়িটার রেডিয়েন্ট লাইটটা দেখে বুঝলাম এখন রাত সাড়ে তিনটা।

____প্রান্তিক চৌধুরী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.