নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তারপরও বেঁচে থাকা

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০১

মাঝে মাঝে থমকে যায় আমার চারিপাশটা,
স্তব্ধ হয়ে হয়ে যায় সকল কোলাহল,
নিস্তেজ হয়ে যাই আমি.
চোখটা যেনো ডুবে যায় নিকষ কলো অন্ধকারে,
নিশ্বাস গুলো খুব দ্রুত চলতে থাকে,
স্থির হয়ে যায় মস্তিষ্কের প্রতিটি কোষ,
মনে হয় এই যেনো জীবনের শেষ নিশ্বাস
টুকু নিচ্ছি.

বাঁচার আকুতি জেগে উঠে শরীরের প্রতিটি রক্তবিন্দুতে,
যখন ভাবি কিছু লোক তো আমার জন্য এখনও মনের গভীরে প্রচন্ড ভালোবাসা নিয়ে অপেক্ষায় আছে,
আমি পরের সকালে জাগবো বলে তাদের হাসি মুখ দেখবো বলে.

তাইতো আজও বেচেঁ আছি হয়তো তাদের জন্যইই বেচেঁ আছি,
হয়তো আরো কিছুটা সময় বাঁচবো তাদের জন্যই.

----শাহরিয়ার কবির (প্রান্তিক)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.