নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তুই কি ভাবিস!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

তুই কি ভাবিস!
একটুও চিন্তা আমার হয়না!!
তোকে হারানোর ভয় আমার মনে জাগেনা!!
তোকে হারানো ভবিষ্যৎ দিনের কথা ভেবে আমার হৃদয় আত্মচিৎকার করে উঠেনা!!
তোকে ছাড়া প্রতিটি বিষাদময় মৃত্যু কামনার দিনের আকাঙ্খার ভয়ংকর সময়গুলোর কথা ভাবতে আমার চোখের জল আসেনা! !!
সকল কষ্ট কি তোরই!!

শোন,
আমিও মানুষ।
আমার মাঝে ভালোবাসা, অনুভূতি, কষ্ট, ভয় সবই আছে.
শুধু তা প্রকাশ করার জন্য সাহসটুকু নাই ।
সে সাহসটুকু তোর ভালোবাসার কাছে বন্দী।
আমার আত্মপ্রকাশে তোর অনুভূতিকে তীক্ষ্ণ তীরের ন্যায় হয়ে আঘাত করবে মনে,
বাড়বে মনের রক্তক্ষরণ, বাড়বে সে অসহনীয় যন্ত্রণা।

থাকুক না তা আমার কাছে,
ক্ষতবিক্ষত করে দিক আমার হৃদয়কে,
জ্বালিয়ে পুড়িয়ে দিক আমার ভিতরের সব কিছু।

শুধু এ টুকু জেনে রাখ,
ভালোবাসি তোকে, বাসবো সারাটি জীবন।
পৃথিবী তোলপাড় করে দিবো, তোকে পাবার জন্য আজীবন।
যদি ব্যর্থতাই হয় আমার জয় তবে না হয় হাসি মুখেই মৃত্যুকে করবো বরণ।

-----শাহরিয়ার কবির (প্রান্তিক)
তারিখ : ১৬ ভাদ্র ১৪২২

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫

ক্ষুদে লেখক বলেছেন: সুন্দর লিখেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.