নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মধু বিক্রেতা আলামিন। আমার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাতে। পেশাগত ভাবে আমি একজন প্যাশনেট মধু গবেষক এবং মধু বিক্রেতা || Website: https://khatimodhu.com || Number: 01869-663242 ||

আলামিন হোসেন বিডি

Founder & CEO, খাঁটি মধু ডটকম । 01869663242

আলামিন হোসেন বিডি › বিস্তারিত পোস্টঃ

সকালে ১ গ্লাস মধু পানি পানের ৭টি উপকারিতা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬



আলহামদুলিল্লাহ্‌। আপনারা আজকের এই পোষ্ট থেকে জানতে পারবেন "সকালে ১ গ্লাস মধু পানি পানের ৭টি উপকারিতা" সম্পর্কে। কিন্তু তার আগে আমি আরও তিনটি লিংক দিচ্ছি। যেগুলো থেকে আপনি মধুর গুনাগুণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। ফলে আপনি আরও বেশি উপকৃত হবেন বলে আশা করছি ইনশাআল্লাহ্‌।

মধু সেবনের ১২ টি আশ্চর্য উপকারিতা
ওজন কমাতে লেবু-মধু পানীয় খান
মধুর অসাধারণ ঔষধি গুন

আলহামদুলিল্লাহ্‌। আমি একজন মধু বিক্রেতা। মধু বিক্রির পাশাপাশি চেষ্টা করছি মধুর উপকারিতা সম্পর্কেও মানুষকে সঠিক তথ্যটি জানাতে। তাই আজকের এই পোষ্ট। ধন্যবাদ।

বহুকাল আগে থেকেই ওষুধ হিসেবে মধু ব্যবহার করা হয়। নানা রোগের নিরাময় এবং কাটাছেঁড়া দ্রুত সারিয়ে তোলার কাজেও এটি ব্যবহার হতো। তাই প্রতিদিন অল্প মধু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। রোজ সকালে এক গ্লাস মধু পানি পান করলে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে।

জেনে নিন মধু পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে

১। ওজন কমাতে সাহায্য করে

প্রতিদিন সকালে ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ মধু মিশিয়ে পান করলে দ্রুত ওজন কমে। মধু হচ্ছে প্রাকৃতিক চিনি যা আমাদের দেহে এনার্জির সরবরাহ করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। এতে করে মুটিয়ে যাওয়ার ভয় কম থাকে। এছাড়াও মধু পানি জমে থাকা চর্বি দূর করতেও সহায়তা করে থাকে।

২। অ্যাসিডিটির হাত থেকে রক্ষা করে

প্রতিদিন ১ গ্লাস মধু পানি পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মধুর অ্যান্টিসেপ্টিক গুণ পাকস্থলীর মিউকাসের নিঃসরণ ঘটায় যা জ্বালাপোড়া মুক্ত করে। এছাড়াও মধু পানি কোলন ও ইনফিউসকে হাইড্রেট রাখতে সহায়তা করে।

৩। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

মধু পানি খাওয়ার অভ্যাস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহকে ভেতর থেকে সবল করে তোলে এবং যেকোন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করে।

৪। অ্যালার্জিমুক্ত থাকতে সহায়তা করে

রোজ ১ গ্লাস মধু পানি অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি দিতে পারে। প্রতিদিন সকাল বেলা এক গ্লাস মধু পানি পানের ফলে দেহের পোলেন অংশগুলো- যেসকল স্থানে অ্যালার্জির সংক্রমণ বেশি হয় সেসকল স্থানে এক ধরণের প্রতিরক্ষা পর্দার সৃষ্টি হয়, যা সংবেদনশীলতা কমায় ও অ্যালার্জির যন্ত্রণা থেকে মুক্তি দেয়।

৫। পেটে গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে

গ্যাসের সমস্যা হলে এক ধরণের অস্বস্তি কাজ করতে থাকে যা দূর করতে মধু পানিই যথেষ্ট। গ্যাসের সমস্যা শুরু হলে ১ চামচ মধু ১ গ্লাস পানিতে মিশিয়ে পান করে ফেলুন। এটি পেট ঠাণ্ডা করবে এবং গ্যাসের সমস্যা দূর করবে।

৬। দুর্বলতা কাটিয়ে দেহে তাৎক্ষণিক এনার্জি সরবরাহ করে

সাধারণত দেহে সুগারের মাত্রা কমে গেলে দুর্বলতা অনুভূত হয়। এ সময় এনার্জি ড্রিংক পান না করে ১ গ্লাস মধু পানি পান করুন। এতে দেহে তাৎক্ষণিকভাবে এনার্জি পাবেন, দুর্বলতা কেটে যাবে এবং দেহ ভালো থাকবে।

৭। হৃৎপিণ্ড সুস্থ রাখে

এক গ্লাস কুসুম গরম পানিতে মধু মিশিয়ে পান করলে এটি দেহে ভালো কলেস্টোরলের মাত্রা বাড়িয়ে তোলে এবং কার্ডিওভাস্কুলার সমস্যা থেকে দূরে থাকতে সহায়তা করে।

রেফারেন্সঃ বিডিমর্নিং

জাঝাকাল্লাহু খয়রন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:


রক্তে সুগার বাড়ে কিনা?

আপনি কি মধু তৈরি করেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

আলামিন হোসেন বিডি বলেছেন: *রক্তে সুগার বাড়ে কিনা? / এইটা আমার জানা নাই।
*আপনি কি মধু তৈরি করেন? / না ভাই, আমি ক্যামনে মধু বানাব? আমি গ্রহণযোগ্য চাষিদের থেকে মধু কালেকশন করি অ্যান্ড সেইটা সেল করি। আলহামদুলিল্লাহ্‌।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

জাহিদ অনিক বলেছেন: মধু বেশ ভাল। যৌবনশক্তিও বাড়ায়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

আলামিন হোসেন বিডি বলেছেন: জাহিদ ভাই, আলহামদুলিল্লাহ্‌। আপনি ঠিকই বলেছেন তবে আপনি আমার পোষ্ট থেকে হইত জেনেছেন যে মধু আমাদের দেহের কত উপকারি একটা খাবার!!!
ধন্যবাদ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

মেমননীয় বলেছেন:
"সকালে ১ গ্লাস মধুপানি পানের ৭টি উপকারিতা"

মধুপানি জিনিসটা কি?

মধুচন্দ্রিমা জানতাম, কিন্তু মধুপানি?

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

আলামিন হোসেন বিডি বলেছেন: মধুপানি মানে, মধুর সাথে পানি মিশ্রিত কে মধুপানি বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.