নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মধু বিক্রেতা আলামিন। আমার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাতে। পেশাগত ভাবে আমি একজন প্যাশনেট মধু গবেষক এবং মধু বিক্রেতা || Website: https://khatimodhu.com || Number: 01869-663242 ||

আলামিন হোসেন বিডি

Founder & CEO, খাঁটি মধু ডটকম । 01869663242

আলামিন হোসেন বিডি › বিস্তারিত পোস্টঃ

একজন মধু বিক্রেতার জীবনের গল্পঃ বিক্রয় বন্ধু রাজিব আহমেদ ভাইয়ের Exceptional Review

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০

ধরুন, আপনি একজন Freelancer। সবে মাত্র Fiverr এ কাজ সুরু করেছেন। মেশিন লার্নিং এ আপনি খুবই পটু, কারণ এইটা আপনার প্যাশন। হঠাৎ America এর একজন ক্লাইন্ট আপনার কাজের কুয়ালিটি দেখে, আপনাকে বড়-সড় একটা অফার করে বসলেন !!! তখন আপনার ফিলিংস টা কেমন হবে?

আবার ধরুন, আপনি একজন Student। জীবনের পদচারনায় Success খুঁজছেন। লেখক হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। ঠিক এমন মুহূর্তে যদি পৃথিবীর বিখ্যাত লেখক "ডেল কার্নেগী" আপনাকে ফোন দিয়ে আপনার লেখার প্রশংসা করেন!!! তবে আপনার অনুভূতি কেমন হবে?

নিশ্চয় খুশিতে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠবেন। অথবা অলরাউনডার সাকিবের ছক্কা দেখে যেমন নিজের অজান্তেই আচমকা চিল্লায়ে ওঠেন, ঠিক তেমনি আপনিও চীৎকার দিয়ে উঠবেন। আলহামদুলিল্লাহ বলবেন।

ঠিক তেমনই আমার ক্ষেত্রেও এমনটিই ঘটেছে, যখন বাংলাদেশের বিখ্যাত লেখক, যিনি বিক্রয় বন্ধু নামে সুপরিচিত, প্রায় শ'খানিক বইয়ের Writer, "রাজিব আহমেদ" ভাই। তিনি যখন আমার কাছ থেকে নেওয়া মধু পেয়ে একটা অতি Exceptional Review দিলেন!!!

তখন আমি নিজেও আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আমি ভাবতেই পারছিলাম না যে, উনি এতো সুন্দর ফিডব্যাক দিবেন। যাইহোক, আলহামদুলিল্লাহ।

মধু বিক্রির বিজনেসটি আমার বিজনেস না, এইটা আমার প্যাশন। আপনারা আমার জন্য দুয়া করবেন, আমি যেন সততার সাথে হালাল ভাবে মানুষকে এই উপকারটি করে যেতে পারি।

নোটঃ রাজিব আহমেদ ভাইয়ের দেওয়া সেইইইই Exceptional Review টি দেখুন নিচের পিকচারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: কোনো দোকানেই খাটি মধু পাওয়া যায় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৫

আলামিন হোসেন বিডি বলেছেন: রাজিব নুর ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি নিজেও দেখেছি। সব দোকানেই ভেজাল মধু বেচে। তবে কিছু কিছু দোকান আছে, যারা খাঁটি মধু খাতিমধু সেল করেন।

আশার বানি হলো, বর্তমান অনেক অনলাইন শপিং সাইট আছে যারা শতভাগ খাঁটি মধু সেল করেন। আমি নিচে একটি লিঙ্ক দিচ্ছি, এই লিংক থেকে আপনি ১০ টার ও বেসি সাইট পাবেন যাদেরকে আমি খুব কাছ থেকে চিনি এবং তারা খাঁটি মধু সেল করেন।

10+ Sites to Buy PURE HONEY (খাঁটি মধু) from Bangladesh: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.