![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।
আধারে দেখো আর আলোতেই দেখো,
কালো তো কালোই ,
রঙ্গের বাহারে সে যেন তুচ্ছতারী পাত্র।
আর রক্তকে দেখো,
আধারে কালো তো আলোতে লাল,
রঙ্গের বাহারে সে এক মহান অংশ ।
লাল যেন ফুটে উঠে সবখানে,
তবে শুধু আলোর মাঝেই তার সম্মান,
আধারে সেই আবার কালো।
মহা জগত যেন রঙ্গের মতই,
উপরে এক রুপ তো ভিতরে আর এক,
জতই তারা আরাল করুক,
ভিতর তাদের একি।
আমি ভাবছি মৃত্যু নিয়ে ,
সবাই ভাবে ,সবাই করে
কেউ বলে আমি আমার মত,
তবে মৃত্যু এলে সবাই ভাবে।
কেনো সবাই রঙ্গের মত,
আলোতে এলে বীর ভাবে,
আর আধারে গেলে নেকা সাজে।
আমি আলো দেখেছি,
আমি আধার দেখেছি,
আমি নেকা সেজেছি
আমি বীরও সেজেছি।
আমিও দেখি রঙ্গের মতই,
জগত চলে রং দিয়ে,
আমি তাই প্রতিজ্ঞা করি,
আমি হবও কালোর মত,
কালো বলে মান গেলেও ,
নিজের মনে শান্ত রবো ।
©somewhere in net ltd.