নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

অচেনা সাথী

২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২৭

সাম্নের রাস্তা খোলা আছে,
যেতে চাইলে যেতে পার।
সব ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে,
যাও যেখানে ইচ্ছা, স্বাদ নাও তোমার মন মতো।

তবে আইটা মেনো যে সময়ের সমাপ্তি আছে,
তখন তুমি যেখানেই থাকো,
সব শেষ করে ফিরতে হবে।

তুমি তো অচেনা এক বন্ধনে আবদ্ধিত,
কোথায় যাবা তুমি,
তুমি কি তার সাথের ওয়াদা ভুলে গেছো ।

তোমাদের সবাইকে সমাবেত করা হয়েছিল,
আমি তুমি বলেছিলাম আমরা তোমার কাজ করব।

কিন্তু তোমাদের এই সামান্য ঘোরে সব ভুলে একাকার,
তিনি তবুও অপেক্ষা করছেন।
সেই অচেনা সাথী,
যাকে চোখে দেখা যাই না।

তবু তিনি আছেন সব খানে,
তোমার ভিতর আমার ভিতর,
এক্তি ক্ষুদ্র প্রাণীর ভিতর।

প্রশ্নও জাগছে তাই নাহ...
তবে কেন আমরা এমন,
লক্ষ্য হীন আমরা সব পথিক।

আমরা তবুও ছুটি শেষ দিন প্রযন্ত,
অবশেষ আমরা হারিয়ে যাই,
আর কালও আমদের মুছে ফেলে।

আমদের অস্তিত্ব থাকে মাত্র শত বছর,
কিন্তু পৃথিবী আছে হাজার বছর ধরে।
সংজ্ঞা কোথায় ।

আমি তো মিল পাই নাহ,
তাই বার বার ভুল রাস্তায় গিয়ে ফিরে আসি।

তবে শেষ কথা আমি তোমাকে চিনি,
হাজার সবে আমি তোমাকে অনুভব করি।
যখন আমি অই নিল আকাশ দেখি,
যখন আমি আমি সেই পানির উপর আলোর খেলা দেখি,
যখন অন্ধকার হই, তখন ভাবি তুমি তো স্পষ্ট ।

আমি তোমাকে ভালোবাসি ,
আমি দেখতে চাই তুমি আমাকে কতো টুকু ভালোবাসো ,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.