![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।
দূরের নিল আকাশ আগের জায়গায় আছে ,
প্রতিদিন সেখানে মেঘ আসে, আবার কোথায় যেন হারিয়ে যায়।
সবাই চেয়ে থাকে,কি সব চিন্তা করে মেঘ গুলোকে দেখে
মেঘ চলে যায় আর চিন্তাও শেষ ।
আবার সময় ভেদে কালো মেঘও আসে,
আবার একা একা চলে যায় ।
হোস্টেলের খোলা জানালা আগের মতই থাকে,
শুধু প্রতি বছর মানুষ গুলো পরিবর্তন হয়।
খোলা জানালাটা শুধু তাদেরি সাথী হয়,
কতো স্বপ্ন দেখার সাথী।
সেই স্বপ্নে আবার কালো মেঘ এসে বৃষ্টি ঝরায়,
সাথী হয় সেই খোলা জানালা,
আবার বৃষ্টি থামে, রোদ উঠে
সুখ আসে, আবার কান্নাও আসে,
জানালা খোলাই থাকে।
হয়তো যখন রাত হয়,
জানালার পাশে শুয়ে আলোকবর্ষ দূরের সেই তারা দেখে,
বিজ্ঞানী হবার স্বপ্ন দেখে,
হয়তো ভাবে সবাই পারলে কেন আমি পারব নাহ।
অনেকে আছে সেই জানালা বন্ধও করে দেয়,
বাস্তবতা থেকে মুক্তি পেতে চায়,
জানালা বন্ধ করে তারা দম বন্ধ করে মরে যায়,
একি বিছানায় থেকে তারা আকাশ নাহ দেখে শুধু খনিকের দুঃখের কথা ভাবে।
জানালা বন্ধ করে কালের স্রতে নিজেকে বিলীন করেয়া দেয়,
আর বধ্য জানালায় কালও তাঁকে মাফ করে নাহ।
আর বধ্য সেই নিরবতা তাঁকে আত্তহত্তা করায়।
আমার জানালা খোলাই আছে,
আমি স্বপ্ন দেখছি,স্বপ্ন আকছি
আবার আমি কাঁদছি , সাথী আমার খোলা জানালা
আর আমার খোলা জানালা আমাকে বাঁচার জন্য প্রতি মুহূর্তে স্বপ্নও দেখায় ।
©somewhere in net ltd.