নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

সময়ই আর সূত্র

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৫

মানুষ এতো কষ্ট নিয়ে কীভাবে বাঁচে ,
আমি যতবার দেখি ততবারই অবাক হই,
একেকটা মুহূর্ত হয়তো সুখ থাকে পরের মুহূর্তও টা আবার দুঃখ ।

আজব পৃথিবীর সবি বুঝি, সবি অনুভব করি,
ইচ্ছা থাকলেও মানতে পারি না,
কেমন একটা সূত্র তৈরি হয়ে আছে,
বিবেক বুদ্ধি সবি আমার আছে।

কিন্তু সূত্র গুলো আমাকে ওদিকে নিতে দেয় না,
একটু চিন্তা করলে এই জীবন আর মৃতকে বুঝা যায়,
আমরা বুঝি, আমরা নাহ মানলেও সূত্র আমাদের মৃত্যুর কাছে নিয়ে যাই।
হাজার বাঁচার চেষ্টা করলেও,
সময় আমাদের ওদিকে যেতে দেয় না।

এতো কিছু চোখের সামনে আমাদের,
তবু আমরা দেখি নাহ,
আমার অবাক লাগে, আমি ভাবি কিন্তু সূত্রর সমাধান করতে পারি না।

যখন আমি পৃথিবীর ঘোরে হারাই, যখন একটা সিগারেটে টান দেই ,
তখন শুধু ধুয়া গুলোই চোখে পড়ে,
কিন্তু গভীর রাতে যখন আমার ঘুম ভেঙ্গে যায়,
তখন ওই ধুয়া গুলো আমার বুকে চাপ দেই,
আমি অন্ধকারে ছটফট করি,
মনে হই এই বুঝি সব শেষ হল।

আমি যদি সূত্র নাহ সমাধান করে যাই,
তবে কোন নাহ কোন সমস্যা তো হবেই,
অজান্তে চোখের এক কোনে এক ফোটা পানি জমে,
অথবা কাপা কাপা গলায় তার কাছে মাপ চাই,
তার কাছে যে সবাই কে ভিন্ন ভিন্ন সূত্র দিয়েছেন।

কিন্তু যখন সকাল হই, আমি আবার আগের মতো হয়ে যাই,
সেই সিগারেট আর সেই সব পাপ,
যাহ আমার সুত্রকে সর্বদা ভুল করিয়ে আসছে ।

পৃথিবী শুধু ক্ষণিকের ঘোর,
যেখানে নাহ অতীতে যাওয়া জাই,নাহ সামনের কথা জানা যাই,
শুধু সাথী হই অতীতের কিছু ভারি অমিল সূত্র।

যাহ হয়তো এভাবে চললে আর কনদিন সমাধান করা হবে নাহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.