![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।
আমি একা,
সময়ের থেকে অনেক পিছিয়ে,
ভোতা অনুভূতির এক নিরুপায় সঙ্গী হয়ে,
অচেনা কোন বদ্ধ গুহা থেকে,
কয়লাকে কালি বানিয়ে,
দেয়ালকে খাতায় রুপ দিয়ে,
আমি কবিতা লিখছি।
বদ্ধ পাগল ভেবে আমাকে,
আমার লিখা নিয়ে সবাই তিরস্কার করবে।
হয়ত আমি হারিয়ে যাব,
হারিয়ে যাবে তিরস্কার কারী সেই দল।
হাজার বছর পর,
এই গুহায় মানুষ আসবে,
আমার লিখা কবিতা তারা, জাদুঘরে রাখবে,
বিস্তর গবেষণা করবে,
আবিস্কার করবে এক নতুন সুত্র,
আমি রবো না,তবে আমার নামে তারা নাম দিবে ,
আবিস্কার করবে আমার সুত্রের নতুন রুপ,
আমি রবো কোন প্রাচিন গহ্বরে।
কবিতা রবে পাঠ্য বইয়ের এক রঙ্গিন পাতায়,
সেদিন কেউ তিরস্কার করবে না,
তারা পড়বে,তারা পড়াবে,
হইত আমি রবো মাটির সার হয়ে,
কিন্তু রবে আমার লিখা কবিতা।
সার হবে তিরস্কারিরাও,
বলার কিছুই নাই।
আমি অহংকারী নই,
উদ্দেশ্যহীন কোন কিছুই না,
আবুল কালাম বলো আর ইরানী প্রেসিডেন্ট,
এমন কি তোমার কথাই বলো,
আজ তোমার মুখের সঠিক কথা,
আগামী দিনের এক বানী।
তুমি উদ্দেশ্য সাধনের জন্য আসছো।
বলে তো সবাই অনেক কিছু,
ভাবো তো তুমি যা করতে পারো,
তারা কি করতে পারে।
সুকান্ত দুনিয়া ছেড়েছে ২১বছরে,
কে জানত সে শত বছর বাঁচবে বাঙ্গালীর মনে।
তোমাকে কথা শুনানো একটা উদ্দেশ্য,
যদি তারা না শুনায়,তবে আসল সত্যি আসবে কোথা থেকে।
তুমি ভাব,তারা বলুক,
তুমি জ্ঞানী ,
তুমি সত্যি জ্ঞানী।
কে বলবে সে স্বপ্নও দেখে না,
তাই তুমিও পারবা।
২| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮
মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম অংঃশটুকু দারুণ লাগলো ।