![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।
আজ আমি আমার জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে......
সামনে ভীষণ এক সত্যি,
যাকে আমি এড়িয়ে চলেছি,
এখনও চলছি, জানি মৃত্যুর আগ পর্যন্ত এমনি রবে।
কীসের সাহস এতো আমার,
যেখানে আমার উৎপত্তি এক ফোঁটা নোংরা জল থেকে,
আমি কার সাহসে এতো অসম্ভব সত্যির সাথে কাটাচ্ছি,
যাদের দেখলে আমি আগে ঘৃণা করতাম তারাই আমার সাহস ,
আমি এতো কিছু দেখে কেনও আজও নিরব,
কেনও আমার ভালো লাগে সব মিথ্যা কথা গুলোকে।
জানি না, তবে আমি যে হারিয়েছি......
গভীর অন্ধকারে, এক নাম না জানা অচিন রাস্তায়,
আজ যখন মৃত্যু ধ্বনি কানে বাজে,
আমি এক অচল বীর রুপে দাড়িয়ে সামনের পথের আশায়।
আমি দেখছি, আলো ছায়ার মতো সব অন্ধকার হয়ে আসছে,
আমার কেনও মনে আসে না, আমি যা সেদিন দেখেও দেখতে পারি নাই,
আমার কেনও মনে আসে না, দুইজন লোক আমার পথ চেয়ে বসে আছে,
যাদের চোখে স্বপ্ন ,
সেই গর্ব করার মতো স্বপ্ন।
হইতো আমার মৃত্যু আমার দরজায় দাড়িয়ে,
সে দরজায় আস্তে আস্তে নক করছে,
হইতো একটু পর সে দরজা ভেঙ্গে ফেলবে,
তারপর আমার শরীরটার ছিন্নভিন্ন করে দিবে,
তখন কই থাকবে আমার লিখা কোন কবিতা,
হইতো কোন পাঠকের মুখে,
আমার প্রেমিকা আমাকে ছেড়ে হইতো থাকতে পারবে নাহ,
কিছু দিন কাদবে,হইতো তারপর নতুন কার সাথে ঘর বাধবে,
আমার সম্পদ, নইত জমি যা বন্টিতও হবে ...
যুগের পর যুগ ধরে আমার মতো এক পাগল কবির হাতে,
নতুবা কোন এক বুদ্ধিমানের হাতে,
অথচ আমাকে খাবে কিছু বিচ্ছেদ কারী নোংরা পোকা,
যাকে হইতো আমি দেখে নাক ছিটকেয়েছি।
যে নেথর গুলো কে আমি ঘৃণা করি,
হইতো কোন কারনে আমার অর্ধগলিত লাশ তারাই উঠাবে।
বাস্তব সত্যটা কি,
নীল আকাশ আর বিশাল সাগরের মত,
যা আমরা সর্বদা দেখি ,
তার মাঝে এইটাই সত্য,
সর্বদা এইটাই সত্যি ছিল,
যাকে আমি সব সময় এড়িয়ে চলেছি।
©somewhere in net ltd.