নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

তুমি প্রেমিকা

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

তুমি ভরের মাঝে এক শিশির,
কি বলবো বলো.........এর চেয়ে ভালো কিছু বলতে পারলাম না,
এই যেন কাছে টেনে নিয়ে আবার দূরে ফেলে দাও।

তুমি এক কাব্যিক চরন,
যা হাজার বার পরেও বুঝা যায় না,
আসল সত্যটা কি?
তুমি এক অন্ধকারে যাওয়ার রাস্তা,
আরাম ঘুম ছেড়ে মিছে চিন্তার মাঝে তোমাকে খোজা,
তুমি চামড়ার কিছু সময়ের সুখ,
তারপর সুখের পর এক দীর্ঘ শ্বাস।

তুমি মানব পথ ভুলানো, এক তীর চিহ্ন,
তুমি ঘরের এক মায়াবী সুত্র,
তুমি মিছে সুখ খোজা এক জায়গা,
তারপর মাঝ বনের রাস্তায় ছেড়ে যাওয়া এক স্বার্থপর বন্ধু।

তুমি ভালোবাসা,
যেখানে শুরু হয় এক অশ্লীলতা,
যেখানে নগ্নতার এক মঞ্চও,
আর আমি নগ্ন নর্তকী।

তুমি এক ব্যাধি,
অদৃশ্য তোমার ধ্বংসলীলা ,
তুমি নরকের ঘটক ,
আর আমি তোমার আহবানে যাওয়া এক পাত্র।

তুমি নারী,
বিধাতার এক বিস্ময় সৃষ্টি,
তুমি চম্বুক আর আমি আকর্ষিত লোহা,
নিকটে পেলে আমি তোমার ভিতরে যেতে,
আমি এক বধির দৌড়বিদ।

আমি বধির,কেননা......
আমি দৌড়াই কারো কথা না শুনে,
তাদের কথা যারা আমার আপনজন।

তুমি সত্যি অদ্ভুত,
আমি এতো কিছু বুঝেও, তোমার পিছু ছুটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.