![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।
যদি কখনও এমন হয়...তুমি হাঁটছও একা একা রাস্তায়
যদি মনে হয় তুমি বিষণ্ণ, সব কিছু তোমার বিপরীতে ,
কখনও ভাবিও না তুমি শুধুই একা এমন।
পৃথিবীতো সবাইকে সব দেয় না,
যাহ আছে তোমার, তা কম কোথায়,
তুমি যেমন সেও তেমন,
এমন হতে পারে ...তুমি তার চেয়ে বড় ।
তুমি এক কাঁচা হীরে ,
যার শুধু ধারের অপেক্ষা,
হইতও ধার পেলেই তা হবে এক উজ্জ্বল নক্ষত্র ,
তখন আধার রাস্তায় তোমার আলোয় তুমি চলবে।
তুমি জানো না তুমি কি?
তুমি সেই নক্ষত্র যা হাজার আলোক বর্ষ দূরের ...
যার যতিতে উজ্জ্বলিতও হয় হাজার হাজার নক্ষত্র।
বলও আজ কি তুমি চুপ রবে?
কে কি বলুক আর ভাবুক, তাতে কি যায় আসে।
তুমি তো একটাই পিছ,
খুজে দেখ তোমার মত কে আছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।