![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশের ইন্সপেক্টর (ওসি) ও সাব ইন্সপেক্টদের (দারোগা) পদমর্যাদা অবশেষে উন্নীত করার গেজেট প্রকাশ হয়েছে। ৩০ জুলাই স্বরাস্ট্র মন্ত্রনালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাজানার জেসমিন স্বাক্ষরিত ঐ গেজেটে বলা হয় , বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদকে ২য় শ্রেণীর মর্যদা থেকে ১ম শ্রেণী এবং সাব -ইন্সপেক্টর /সার্জেন্ট /টিএসআই পদকে তৃতীয় শ্রেণী থেকে ২য় শ্রেণী পদমর্যাদায় উন্নিত করা হলো । রাষ্ট্রপতির সন্মতিক্রমে এই গেজেট প্রকাশ করা হলো। জানা যায়, ৩ জানুয়ারী প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উদ্বোধকালে উল্লেখিতদের পদমর্যাদা উন্নীত করার ঘোষনা দেন । বুধবার প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে সন্মতি দেন।
২| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৮
অগা বলেছেন: লক্ষ্যভেদী বলেছেন: পদমর্যাদা বাড়ালেও পুলিশের স্বভাবের জন্য ওদের সম্মান বাড়বেনা।
দারুণ বলেছেন।
৩| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১২
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: অগা বলেছেন: লক্ষ্যভেদী বলেছেন: পদমর্যাদা বাড়ালেও পুলিশের স্বভাবের জন্য ওদের সম্মান বাড়বেনা।
দারুণ বলেছেন।
৪| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৭
আমরা সোচ্চার বলেছেন: কাক কিন্তু কোকিলের মত গাইতে পারেনা। আর ওরাতো পুলিশ মানুষের মত আচরণ করতে পারবে?
৫| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪০
মেনােশদাস বলেছেন: Get along with
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১২ সকাল ১১:২৯
লক্ষ্যভেদী বলেছেন: পদমর্যাদা বাড়ালেও পুলিশের স্বভাবের জন্য ওদের সম্মান বাড়বেনা।