নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

একুশের চিরায়ত স্লোগান

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

একুশের চিরায়ত স্লোগান
-ড: এম এ আলী

আট চল্লিশে গর্জে উঠা
ভাষা আন্দোলনের পথ মারিয়ে
বায়ান্নের একুশে ফেব্রোয়ারীতে এসে
রফিক, শফিক, জব্বার, বরকতদের
রক্তে রচিত ভাষার স্লোগান ।

মায়ের ভাষার দাবী নিয়ে
গর্জে উঠা একুশের স্লোগান
বাংলার আঙ্গিনা পেরিয়ে
আছরে পরছে বিশ্বজনিন
মিলন মেলায় ।

একুশের ঊষালগ্নে
প্রান্তর থেকে প্রান্তরে
আজ গেয়ে উঠে
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি তোমায় ভুলিতে পারি।

এ গানের শেষ নেই
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গাইবে
বাংলার আকাশ, নদী, খাল-বিল,
গাছ-গাছালি, বনের পাখি, কাঠ-বিড়ালী।

এ গানের মুর্ছনায়
বাংলার কিষান-কিষানির কন্ঠে
ভাসে মুক্তির অভিধান
ছাত্র-শিক্ষক , কবি ও শিল্পীর
রচনায় আসে নতুন নতুন গান
শিল্পীরা আঁকলেন
নাট্যজনেরা লিখলেন
পেশাজীবিগন নেমে এলেন
কৃষক-শ্রমিকের আঙ্গিনায়
ঘরে ঘরে জম্ম নিল
গণঅভ্যুত্থান।

এভাবেই বায়ান্নর পথ বেয়ে
একুশের শহিদের
রক্ত দিয়ে লেখা হলো
অমর সব স্লোগান ।

তোমার ভাষা আমার ভাষা
বাংলা ভাষা বাংলা ভাষা
রাষ্ট্রভাষা বাংলা চাই,
দিতে হবে, দিতে হবে ।

আমার ভাইয়ের বুকে গুলি কেন,
জবাব চাই, জবাব চাই
আমার বোনের বুকে গুলি কেন,
জবাব চাই, জবাব চাই ।

গণআন্দোলনের পথ বেয়ে
শ্লোগান এলো
সোনার বাংলা শ্মশান কেন
জবাব চাই, জবাব চাই
তুমি কে আমি কে
বাঙালী বাঙালী ।

পদ্মা-মেঘনা-যমুনা
তোমার আমার ঠিকানা
পিন্ডি না ঢাকা- ঢাকা ঢাকা
জিন্নাহ মিয়ার পাকিস্তান
আজিমপুরের গোরস্তান ।

বীর বাঙালী অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর
বীর বাঙালী অস্ত্র ধর
সোনার বাংলা মুক্ত কর ।

লাখো শহীদের রক্তে আর্জিত
মহান মোদের স্বাধীনতা
আমার প্রিয় মাতৃভূমি
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি ।

ভাষার জন্য ৫২এর
পথ পরিক্রমায়
৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায়
সংগ্রামী জনতার
ক্লান্তিহীন পথচলায়
সমৃদ্ধ আজ বাংলার পথ-ঘাট
কিষান কিষানির আঙ্গিনা ।

একুশের বুক চিরে জেগে উঠা
বাংগালীর শাশ্বত স্লোগান
দিচ্ছে যোগান
বাংলাকে দাবায়া রাখার শক্তি
আজ আর কারও নেই
ঘরে বাইরে কোথাও না ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম।
+++++

ব্লগে স্বাগতম।
ভাল থাকুন। শুভব্লগিং।

২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বিজন রয় । আমার লিখাটি কবিতা কিনা তা নিজেও বুজতে পারছিনা । আমি কবি না, কখনো ছিলামো না , লিখার ধরণটা হয়তা ঘটনাচক্রে কবিতার মত হয়ে গেছে । বুজতে পারছি এটা কবিতার কোন ফরমেটেই পরেনা । না বৃত্তাবদ্ব, না মুক্ত, না হয়েছে সনেট,না হয়েছে সেসটিনা কিংবা লিমেরিক । না আছে ভাষা ও ছন্দের মিল । অমর একুশে নিয়ে লিখতে গিয়ে এর থেকে উদ্ধুদ স্লোগান গুলিই কেবল মগজে গুরপাক খাচ্ছিল । কেন যেন মনে হচ্ছিল আমাদের চিয়ায়ীত স্লোগান গুলি নিয়ে একটি সুন্দর ভাবগম্ভীর কবিতা হলে ভাল হয় । কবিতাটি মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে সন্নিবেশিত হলে আমাদের নতুন প্রজম্মের কাছে আমাদের মহান মুক্তযুদ্বের ইতিহাসের কালানুক্রমিক বিবরণ ও বর্ণনা ভেষে আসবে । এ কবিতার প্রতিটি লা্‌ইনের প্রতিটি স্লোগানের পিছনে থাকবে মুক্তযুদ্বের গৌরবময় রক্তাক্ত ইতিহাস, থাকবে ব্যখা ও ভাবসম্প্রসারনের খোরাক । সমসাময়ীক খ্যাতিমান আমার জনাশুনা অনেক কবিকে টেলিফোনে ( যাদেরকে সম্ভব হয়েছে) ও ইমেইলে অনুরোধ করেছি একুশ থেকে জম্ম নেয়া স্লোগানগুলিকে নিয়ে ভাষা ও ছন্দের অপুর্ব সংমিশ্রনে একটি আকর্ষনীয় অর্থাবহ সুন্দর কবিতা অামাদের নব প্রজম্মের জন্য রচনা করতে । কিন্তু ফল কিছুই হলনা । প্রস্তাবটি মনে হয় কারো মনে ধরেনি । এটাও জানি যে কবিতা কোন ফরমায়েসি বিষয় নয় , কেও বলে দিবে আর কবিতা লিখা হবে তাতো নয় । তাই কবি গুরুর বচনই শীরোধার্য করতে হলো, তোর ডাক শুনে কেও যদি না আসে তবে একলা চলরে - নীতি ধরলাম । সানুর ভাই বোনদের প্রতি অনুরোধ থাকল কেও যদি আমার অসাধ্য, অসম্পুর্ণ বাসনাটিকে তাদের অসাধারণ কাব্য প্রতিভায় মুর্ত করে তোলেন আমাদের ভবিষ্যত প্রজম্মের জন্য । আমি শুধু পতাকাটি তুলে ধরলাম । হাল ছেড়ে দিলাম সামহয়ার ব্লগের অসাধারণ গুনী কবি সবের জন্য ।

৩| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় হোক!
কবিতাটা ততটা গোছালো হয়নি, তবে আপনার ভাবনা ও উদ্যোগটা নিঃসন্দেহে সাধুবাদ পেতে পারে। আশাকরি, আপনার ইচ্ছে অনুযায়ী আসরের অন্যান্য কবিগণ এ ব্যাপারে এগিয়ে আসবেন।
কিছু বানান ভুলঃ চিরায়ীত< চিরায়ত, আট চল্লীশে< আটচল্লিশে, স্বাসত<শাশ্বত, উষালগ্নে<ঊষালগ্নে, শিল্পির<শিল্পীর, ইত্যাদি।

০৫ ই মে, ২০১৬ রাত ৯:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ মুল্যবান মন্তব্য ও পরামর্শের জন্য । দীর্ঘদিন দেশের বাইরে থাকায় টাইপের অক্ষরে বাংলা লিখা হয়ে উঠেনি । দীর্ঘদিন বিরতির পর এ কবিতাটি দিয়ে বাংলা টাইপের কাজ শুরু । বাংলা ফন্ট নিয়ে বহুবিধ সমস্যায় ভোগী । একটি শব্দ লিখতে বেশ অনেক সময় লেগে যায় , এক অক্ষর লিখলে আর এক অক্ষর চলে আসে, হাল প্রায় ছেড়েই দিয়েছিলাম । যাহোক অনেক চেষ্টা করে কোন মতে লিখা একটা দাঁড় করাই । দৃষ্টিকটু বানান প্রমাদের জন্য দু:খিত । সংশোধন করে নিচ্ছি । ভবিষ্মতে সচেতন হবো।
কোন একটি লিখা পড়তে গিয়ে আপনার ব্লগের সন্ধান পাই । বিষ্ময়ে অভিভুত হয়ে যাই । একটানে বেশ কয়েটটি লিখা পড়ে ফেলি, দেখতে পাই এ এক অমুল্য রত্ন সম্ভার , লিখাগুলি যেমন উচ্চমার্গের তেমনি গভীর ভাবের । এখন থেকে নিয়তই যাব ফিরে সেখানে দেখা হবে বারে বারে দিবস ও রজনীতে ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রথম পোস্ট

অনেক ভালো হয়েছে বলব না তবে আপনার স্বকীয়তা এবং থিমের গভীরতা আমার ভাল লেগেছে!:)

অনেক অনেক শুভকামনা!:)

হ্যাপি ব্লগিং!:)

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই । নোটিশ পাইনি বলে উত্তর দিতে দেরী হল বলে দু:খিত । টা্ইপে বাংলা লিখা হতে প্রায় এক যুগ দুরে থেকে এবং এটা আমার লিখা কবিতার মত কিছু একটা প্রথম লিখা হওয়াতে এটা না হয়েছে একটি কবিতা না হয়েছে একটি ভাল লিখা , তবে এর আবেদনটা কিন্তু রয়ে গেছে । যদি দয়া করে একুশের শ্লোগান নিয়ে কবিতা লিখেন একটা তবে কতই না ভাল হবে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: +++++

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাই ।
আমার এই পুরানো লিখাটি দেখতে আসায় কৃতজ্ঞতা জানবেন ।
অনেক শুভেচ্ছা রইল ।

৬| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: তাহলে আপনার ব্লগে আমিই কি প্রথম মন্তব্যকারী?? দারুন তো??

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন: জ্বী দাদা , সে জন্যইতো বলি আপনি আমার মাথার তাজ, এ কথাটি মনে বাজে সব সময় । প্রথম পোস্টে প্রথম মন্তব্যের উত্তর দিতেও করেছি ভুল , রিপ্লাই বাটনে চাপ দিয়ে যে উত্তর লিখতে হবে তা জানা ছিলনা । তাই অাপনি আমার উত্তরের কোন নোটিশ পাননি । সেকারণে আমার সে উত্তরটা নীচে তুলে দিলাম আবার ।

ধন্যবাদ বিজন রয় । আমার লিখাটি কবিতা কিনা তা নিজেও বুজতে পারছিনা । আমি কবি না, কখনো ছিলামও না , লিখার ধরণটা হয়তা ঘটনাচক্রে কবিতার মত হয়ে গেছে । বুজতে পারছি এটা কবিতার কোন ফরমেটেই পরেনা । না বৃত্তাবদ্ব, না মুক্ত, না হয়েছে সনেট,না হয়েছে সেসটিনা কিংবা লিমেরিক । না আছে ভাষা ও ছন্দের মিল । অমর একুশে নিয়ে লিখতে গিয়ে এর থেকে উদ্ধুদ স্লোগান গুলিই কেবল মগজে গুরপাক খাচ্ছিল । কেন যেন মনে হচ্ছিল আমাদের চিয়ায়ীত স্লোগান গুলি নিয়ে একটি সুন্দর ভাবগম্ভীর কবিতা হলে ভাল হয় । কবিতাটি মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে সন্নিবেশিত হলে আমাদের নতুন প্রজম্মের কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের কালানুক্রমিক বিবরণ ও বর্ণনা ভেসে আসবে । এ কবিতার প্রতিটি লা্‌ইনের প্রতিটি স্লোগানের পিছনে থাকবে মুক্তিযুদ্ধের গৌরবময় রক্তাক্ত ইতিহাস, থাকবে ব্যখ্যা ও ভাবসম্প্রসারনের খোরাক । সমসাময়ীক খ্যাতিমান আমার জনাশুনা অনেক কবিকে টেলিফোনে ( যাদেরকে সম্ভব হয়েছে) ও ইমেইলে অনুরোধ করেছি একুশ থেকে জম্ম নেয়া স্লোগানগুলিকে নিয়ে ভাষা ও ছন্দের অপুর্ব সংমিশ্রনে একটি আকর্ষনীয় অর্থাবহ সুন্দর কবিতা অামাদের নব প্রজম্মের জন্য রচনা করতে । কিন্তু ফল কিছুই হলনা । প্রস্তাবটি মনে হয় কারো মনে ধরেনি । এটাও জানি যে কবিতা কোন ফরমায়েসি বিষয় নয় , কেও বলে দিবে আর কবিতা লিখা হবে তাতো নয় । তাই কবি গুরুর বচনই শীরোধার্য করতে হলো, তোর ডাক শুনে কেও যদি না আসে তবে একলা চলরে - নীতি ধরলাম । সামুর ভাই বোনদের প্রতি অনুরোধ থাকল কেও যদি আমার অসাধ্য, অসম্পুর্ণ বাসনাটিকে তাঁদের অসাধারণ কাব্য প্রতিভায় মুর্ত করে তোলেন আমাদের ভবিষ্যত প্রজম্মের জন্য । আমি শুধু পতাকাটি তুলে ধরলাম । হাল ছেড়ে দিলাম সামহয়ারইন ব্লগের অসাধারণ গুনী কবি সবের জন্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১

স্রাঞ্জি সে বলেছেন: আপনার প্রথম পোস্টটি দেখতে আসলাম আর দেখতে আসাতো পড়তে আসা। B-) প্রথম পোস্ট সবারও একটা স্মৃতি। এখানে হাজারো ভুল থাকে। হরেকরকমের উন্মাদনা মানস্পটে জড়িয়ে থাকে। আর একে তো মাটি করা যায় না। তাই প্রথম পোস্ট যেভাবেই পোস্ট করা হইছিল, সেভাবেই যদি থাকে। তাহলে প্রথম পোস্টের স্মৃতির মজাটা আলাদা। তাই আমি বলবো না এখানে অনেক টাইপো আছে। :-0 কিংবা এডিটিং করতে হবে। :-B

কবিতাটার গভীরতা আমাকেও ভাবিয়ে তুলেছে। হ্যাঁ বর্তমানের প্রজন্মের জন্য এই উদ্যোগটা নিতে হবে। তা কারো না কারো থেকে। আজ আমাদের তারুণ্যের প্রজন্মরা যুগের সাথে তাল মিলতে গিয়ে নিজ মাতৃভাষাটাকে বিকৃত করে পেলতেছে। (আমি আবার বলতেছিনা অন্য ভাষা চর্চা না করতে। বরং কথাটা হচ্ছে অন্য ভাষা রপ্ত করতে গিয়ে যেন মাতৃভাষাটাকে পিছনে না রাখতে হয়)। তাই আমাদের সবার উচিত বাংলা ভাষা যে ঠিকে আছে রক্তের বিনিময়ে। তা বর্তমান প্রজন্মকে মনে দেওয়া।


অনেক কথায় বলে পেলেছি আলী ভাইয়া। ভুল হলে কিন্তু কিছু মনে করবেন না। যেহেতু আমি কিন্তু আপনার অনেক ছোট। :>

হা হা হা বিলম্বিত সুস্বাগতম।

২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



কোন রকম নোটিশ পাইনি বলে
বিলম্বিত উত্তরের জন্য দু:খিত ।

মুল্যবান দিকনির্দেশনা মুলক মন্তব্য রেখে
যাওয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.