নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

কুলিদের দেখা যাবেনা স্টেশনে : এমনটা কবে হবে বাংলাদেশে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭


কুলিদের আর দেখা যাবে না স্টেশনে, এ বার থেকে ‘সহায়ক’
( ভারতীয় দৈনিক আনন্দ বাজার )
সংবাদ সংস্থা
২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১৭:৪০:০৮

ইতিহাসে চলে যাচ্ছেন ‘কুলি’রা। ভারতের যে কোনও বড় রেলওয়ে স্টেশনে পা রাখলেই তাঁদের দেখা পাওয়া যায়। দূরপাল্লার ট্রেন প্ল্যাটফর্মে ঢোকা মাত্র যাত্রীদের লাগেজ নিজেদের মাথায় তুলে নিতে ছোটাছুটি শুরু করে দেন ওঁরা। কিন্তু আর তাঁদের দেখতে পাওয়া যাবে না। রেলমন্ত্রী সুরেশ প্রভুর ঘোষণা ‘কুলি’ আর নয়, রেলওয়ে স্টেশনে এ বার থেকে পাওয়া যাবে ‘সহায়ক’দের। বদলে যাচ্ছে কুলিদের চিরপরিচিত লাল পোশাক। যাত্রীদের লাগেজও আর মাথায় করে বইবেন না তাঁরা। আসছে ট্রলি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: বাহ! খুবই চমৎকার সিদ্ধান্ত। এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং বাংলাদেশেও এমনটি দেখতে চাই।

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩

ডঃ এম এ আলী বলেছেন: সামুর নোটিফিকেশনের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে সময়মত এটি সম্ভবত আমার গোচরীভুত হয়নি । এমন সুন্দর একটি মন্তব্য কেন যে আমার নজরে অাসেনি সে জন্য আমার নীজের উপরই খুব রাগ হচ্ছে । সময়মত উত্তর দিতে না পারার জন্য ক্ষমা প্রার্থী ।
একটু উদ্যোগ নিলেই কিন্তু সরকার রেল স্টেশনে ট্রলীর ব্যবন্থা করতে পারে । সরকার নীজে থেকে না পারলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ওপেন টেনডারে বেসরকারী পর্যায়ে ট্রলীর ব্যবস্থা করতে পারে। আমার ধারনা বেসরকারী সেকটর এক্ষেত্রে এগিয়ে আসবে রাস্ট্রিয় নিরাপত্তার গেরান্টি পেলে । এটা তাদের জন্য লাভজনক ব্যবসা হতে পারে । বিস্তারিত কর্মপন্থা বিশেযজ্ঞরা ঠিক করে নিতে পারেন । আশা ছিল এ পোস্টের বিষয় বস্তুর উপর পাঠকের প্রতিক্রিয়া দেখে এর উপর বিস্তারিত করনীয় বিষয় নিয়ে একটি পোষ্ট দিব । কিন্তু দুর্ভাগ্য লিখাটির উপর ( আপনার এটা ব্যতিত) একটিও মন্তব্য আসেনি আমিও ভেবে নিলাম লোকজন মনে হয় চায় স্টেশনে কুলীই থাকুক , উচ্চবিত্তের জন্য কুলীই মনে হয়েছিল একমাত্র বাহন ।
আপনার কাছে অনুরোধ থাকল আপনার পর্যায়ে সংণ্লিষ্ট উচ্চ পর্যায়ের কারো সাথে বিষয়টি নিয়ে একটু কথা বলে দেখতে পারেন হয়ত কাজ হয়েও যেতে পারে । অামার দৃঢ় বিশ্বাস সরকারের উচ্চ পর্যায়ের অনেকের সাথেই আপনার ঘনিষ্ট বন্ধুত্বের সম্পর্ক আছে । এছাড়াও সামুর পাতায় এ সম্পর্কে আমরা একটি বড় সড় ক্যাম্পেইন চালাতে পারি ।
ভাল খাকুন এ শুভ কামনা খাকল ।

২| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর প্রস্তাবনা। বিষয়টি মাথায় থাকলো।

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: শ্রদ্ধেয় ভাইকে অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে চিন্তার অবকাশ থাকায়।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল খবর।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইল ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

মিরোরডডল বলেছেন: প্রায় চার বছর চলে গেল এ লেখার পরে ।
কিছু কি করা গিয়েছিল না ওটা ওখানেই থেমে গেছে ।
খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:০৭

ডঃ এম এ আলী বলেছেন:




প্রায় চার বছর আগের একটি পুরাতন পোষ্ট দেখতে আসায় খুবই খুশী হয়েছি্।
বিষয়টি নিয়ে আমি বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের একজন উচ্চ পদস্থ
কর্মকর্তার সাথে ফোনে কথা বলেছি । বিষয়টির গুরুত্ব তিনি অনুধবান
করেছেন , এরকম ব্যবস্থা করতে পারলে ভাল হয় সেটাও বুজেছেন ।
বলেছেন বিষযটি উনারা ভেবে দেখবন । তবে এই ব্যবস্থায় অনেকে
বিশেষ করে কুলীকুল ও তাদের সাথে সম্পুক্ত সুবিধা ভোগী গুষ্ঠির
কাছ হতে কত টুকু সহযোগীতা ও ট্রলীগুলির নিরাপত্তা বিধান
করা যাবে সেটাও ভাবনার বিষয় । বিবিধ কারণে নিগেটিভ
দিকটিই প্রবল । তবে বিষয়টি নিয়ে জনমত গড়তে
পারলে ভাল হয় ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.