নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

প্রেরণাদায়ী ছন্দময়ীর জন্যে ..........

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪


যদিও থাক অনেক দুরে
বাজে প্রাণ ভালবাসার সুরে
এই মেঘ এই রোদ্দুর
টানল সে পথ ধরে ।

ডাকিছে মেঘ হাকিছে রোদ
সময় গেলে হবেনা যাওয়া
তোমায় পেলে আপন ভুলে
পরান দিয়ে জ্বালাবো প্রেমশীখা ।

জানি তোমার কঠিন হৃদয়
চরণ রাখার যোগ্য সে-নয়
আমার হাওয়া লাগলে সেথায়
তবুই কি পুড়ামন গলবেনা ।

জ্বলে পুড়ে ছাই হয়ে
মরণবিনায় কি সুর বাজে
জানবে তুমি কেমন করে
পুড়া মনেই আনন্দিত সে ।

পাগল করা ছন্দ গানে
চায়না ফিরে পিছন পানে
রোদে পুড়ে জ্বলে জ্বলে
সোনার আলোয় আপন ভুলে ।

জগত জুড়ে উদাস সুরে
তোমার সুরের ছন্দ বাজে
ছন্দ গুলি গভীর রবে
সদায় বাজে হৃদয় মাঝে ।

মনের রংধনুতে রোদকে ধরে
খেলব আজ লোকোচুরী খেলা
সাদা মেঘের ভেলায় চরে
অধরা রোদেই চড়াব নীলঘুড়া ।

রৌদ্র ছুইয়ে উড়ব নারে
যাবনা ছেড়ে মৃদুল আলো
আকাশ ভেঙ্গে তাকে আজ
ভালবাসায় নেবরে লুঠ করে ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

কালনী নদী বলেছেন: ভাই ভাবি এইটা পড়লে কবিতাকেই হিংসে করে জ্বলে পূড়ে ছাই না হয়ে যায়। আমি দড়তে পারছি! আপনি রুমান্টিক কবি

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: বাঁচা গেল কবিকে নয় শুধু কবিতার উপর দিয়েই গেছে । রুমান্টিক আর হলাম কই , এত আপনার কাছেই শিখা , যা ভাবা তাই নিয়ে কিছু লিখে ফেলা । এ যে পথের পাচালী ( থুক্কু এ যে বিভুতি ভুষনের মনোপলী) বরং জীবনের পাচালী । যখন তখন দু একটা তো বেড়িয়ে আসতেই পারে , যেমনটি কিছুক্ষন আগে দেখলাম আপনার ম্যাজিক ।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৮

কালনী নদী বলেছেন: আসসালামু আলাইকুম ভাই, এখন মধ্য রাতের এমন একটা সময় আপনাকে প্রতিউত্তর লেখা যখন চা খাবার জন্য মাত্র মনটা স্থির করেছি! আমার মনে হয় কয়েকদিন দরে সামুতে সমস্যা হচ্ছে, দুটি নোটিফিকেশন আসছে কিন্তু দেখতে পারছি না।
আসলেই আপনারা যখন এত সুন্দর করে আমার লেখার প্রশংসা করে তখন সত্যিই লজ্জায় পড়ে যাই! আমি বাস্তবে মানুষটা একটু উল্টা-পাল্টা কিসিমের। আর সত্যি বলতে কি লেখক সেটা বহুত বড় ব্যাপার- আমি কখনও নিজেকে সেইভাবে ভেবে দেখি নি। তবে জীবনে সবকিছুতেই অভিজ্ঞতা রাখতে চেষ্ঠা করেছি আর আলহামদুলিল্লাহ সেক্ষেত্রেও খোদা আমাকে যথেষ্ঠ সাহায্য করেছেন। ঈদানিং আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে সত্যি লিখতে ইচ্ছে করে আবার নিজেকে গুড ফর নাথিং হিসেবেই দেখতে বেশি পছন্দ করছি। আপনাদের সাথে এই কয়েকদিনের আলাপ আলোচনাতে যেন নিজের মানুষকেই খোজে পেয়েছি। এর আগের পোস্টে আপনি খুব সুন্দর একটি কবিতা আমাকে উৎসর্গ করেছেন আর এটাই আমার জীবনে প্রথম কেই কবিতাকে আমার জন্য উপহার করেন। ডঃ এম এ আলী নামটা তাই আমার জীবনে অবিস্মরনীয় হয়ে থাকবে।
একান্নবর্তী পরীবারে একসাথে চলতে গেলে অনেক সময় মতের বিরোধ হয়, মনোমালিন্য হয় আবার কিছুদিন পর সব ঠিক হয়ে যায়! মধ্যখানের এইসব বিরম্ভনাতে সম্পর্ক আর মজবুত হয়। আপনাদের লেখা এতটা সুন্দর ও মার্জিত যে এখন যারা ব্লগারদের বাজে ভাষায় গালি দেয় তাদের প্রতি সত্যি রাগ হয়। এই যে আমাদের একটি সম্পর্ক এটা টাকা পয়সা বা যে কোন চাহিদার উর্দ্ধে, আমরা ধর্মের ভাই হিসেবে যাস্ট একটু আরেকজনের খবর নিচ্ছি। আমার কাছে ব্যাপারটা অনেক ভাল লাগছে।
নিজেকে লেখক হিসেবে না ভাবলেও আপনাদের মন্তব্যে প্রতিউত্তরে যখন 'লেখক বলেছেন' লেখাটা দেখি তখন সামুর প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে ওঠে। সত্যি সামু যদি আমাদের এই সূযোগটা না দিত তাহলে কালনী কখনও লেখকের নাম পেত না।

আমি অন্তর থেকে বলছি ভাই আসলেই আমার লেখার কথা বাদই দেই- সেটাত একটি নদীর কথন- দিনে দিনে আপনাদের লেখার ভক্ত হয়ে পড়ছি আমি। আর সত্যি বলতে কি এই কবিতারও প্রেমে পড়েছি!
বাংলা ছবির পরিচালক হলে আমার এই অবস্থা দেখে একটি ছবির নামই ঠিক করে ফেলতেন ( কবিতার প্রেমে মাস্তান) হা হা হা!

অনেক ভাল থেক ভাইটি, শুভ রাত্রি!

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৮

ডঃ এম এ আলী বলেছেন: সুপ্রভাত, মন্তব্যের জবাবে মন্তব্য যে এত মধুর হয় জানা ছিলনা । মনে কেবল বাজছে :
কত অজানারে জানালে তুমি,
কত জনকে দিলে ঠাঁই
দূরকে করিলে নিকট তুমি
পরকে করিলে ভাই।

৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৫১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, ক্যাপশনের ছবিটাও সুন্দর।ঘোড়ার ছুটে চলাতেও একটা ছন্দ আছে। কবিতায় তো আছেই।
আপনি কবিতা লিখা বন্ধ করলেন কেন?

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:



ছন্দময়দের একজন এসে দেখায় কবিতাটি ধন্য হয়েছে। হ্যাঁ ঘোড়ায় ছুটে চলাতেও ছন্দ আছে ।
কবিতা লেখা বন্ধ করিনি । অনেকের কবিতা পাঠের পর মন্ত্যব্য লিখতে গিয়ে মাঝে মাঝে সেখানে মনের অজান্তেই
মন্তব্যটিকে ছন্দাকারে কবিতার মত লিখে ফেলি । কিছু কিছু কবিতা মন্তব্যের ঘরে রেখে আসি। যেগুলি তেমন
ভাল হয়নি তা মুছে সেখান হতে উঠিয়ে ড্রাফটে নিয়ে যাই।সামুর বিভিন্ন পোষ্টের মন্তব্যের ঘরে আমার লেখা
প্রচুর কবিতা রয়েছে। আর ড্রাফটে মনে হয় শ খনেক জমা পরে আছে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.