নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

তোমার সাগরের জল কেন এত লোনা

০৭ ই মে, ২০১৬ রাত ১১:৫৪


তোমার সাগরের জল কেন এত লোনা
কারণ তুমি যে কত বড় পানশে জাননা
আমায় যতই বলনা কেন সোনা সোনা
ভালবেসে শুধুই খাব লবন মাখা চানা।

সাগর দেখার ছলে চলে গেলে মোহনায়
দুর হতে দেখা যায় উড়ন্ত ডানা মেলা
স্কাই হক পাখির মত উল্টে পড়া দেহটা
ক্রমেই হতেছে বিলীন সাগরের জলে।

মনে হয় পৌঁছে যাচ্ছ জীবনের প্রান্ত সীমায়
ফিরে আসার প্রহর গুনি ব্যাথা আর যন্ত্রনায়
একাকীর জীবন মনে বাজে বাঘের গর্জন
যদিও দিনটি ছিল আজ হেপী ভেলেনটাইন।

জান তুমি কি, হয় প্রধানমন্ত্রী না হয় সন্ত্রাসি
না হয় হলে আমার পরিতিক্তার পরিতিক্তা
প্রেমের কাদা জলে ভিজা সাগরের ফেনা
গাংচিল গুলা বলবে ডেকে কেদোনা সোনা।

ঠিক এ সময়টাতেই বলব আমি সুস্বাগতম
তুমি হলে সাগরের ফেনায় ধোয়া পারফিউম
সোনার গহনায় দেহ মোরাবার নাই প্রয়োজন
তোমার ধবল কালো মুখটা নিরবধি অমলিন।

আমার জন্য হৃদয়ে কি এখনো আছে কিছু বাকি
প্রতিশোধ যতপার নাও তুমিতো এটাতেই লাকি
ছ্যাঁকা খাওয়া পথিক পারে কি হতে এতটাই প্রাঞ্জল
নীলপরীর ডানা মেলে যতই হওনা তুমি রূপাঞ্জল।

অশরিরী পরীর মত দেখানো সৌন্দর্যই আসলে খাটি
বরফ ধবল কোমল দেহতেই পশে বাসর ঘরের চুম্বন
আমাদের মিলন তিথী শুধু একটি কথাই যায় বলে
মানুষ মাত্রই ভুল, দু জনার দু জনই নির্মল খাটি ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ রাত ১:০২

রিপি বলেছেন: পাইন্যা !!! এটা মানে কি?
আর ধবল কালো জান টা এতো তাড়াতাড়ি পল্টি মারলো কেমনে? B:-)
ছ্যাঁকার চমৎকার ছায়া কবিতায় বেশ ভালো ভাবে ফুটে উঠেছে।

আমাদের মিলন তিথী শুধু একটি কথায় বলে যায়
মানুষ মাত্রই ভুল দু জনার দু জনই নির্মল খাটি ।

এই লাইন দুটো ভালো লেগেছে।
ভাল মন্দ সব কিছু মিলিয়েই তো আমরা মানুষ।

কবিতায় মোটামুটি হয়েছে। তবে মজার লেগেছে।
আর আপনার আগের কবিতা গুলো পড়ে ডেখলাম কয়েকটা ওগুলো বেশ ভালোই ছিল।
আপনার পোস্ট এর সংখ্যা দেকজে আমি পুরাই টাসকিত। দুই মাসে এত পোস্ট !!!! মাঝে মাঝে একটো মনে হয় ব্রেক নিলে আরো ভালো লিখতে পারবেন। এটা একান্তই আমার মতামত। আশা করছি মন্তব্য পড়ে মনে কোন কস্ট নিবেন না।
পোস্ট এ কিন্তু প্লাস। কারন হাসতে হাসতে মন অনেক ভালো হয়ে গেছে। B-))

০৮ ই মে, ২০১৬ রাত ২:০০

ডঃ এম এ আলী বলেছেন: পাইন্যা আমাদের এলাকার একটি স্থানীয় শব্ধ যা আসলে পানসে শব্দটির অপভ্রংশ । ছন্দের একটু মিল দেয়ার জন্য পানসের পরিবর্তে পাইন্যা শব্দটি প্রয়োগ করা হয়েছে । প্রশ্ন যখন করা হয়েছে তুতি এত লোনা কেন? তখন উত্তরটা ছিল তুমি পানসে বলে চানাচুর যেমন লবন দিয়ে মেখে মজা করে খায় তেমনি তোমাকে মঝা করে উপভোগের জন্যই আমাকে লোনা হতে হয়েছে । কবিতাটিকে একটু ব্য্ংগাত্ক কায়দায় লিখা হয়েছে ।
দীর্ঘদিন বাংলা লিখা হতে দুরে থাকায় লিখার গতি খুব কম , লিখা আগায়না । অন্য কাজে মনটা আবসাদগ্রস্ত হলে কিছুট্ রিলাক্স সেই সাথে মনে কিছু আসলে সামুর পাতায় এসে ঝটপট লিখে ফেলি, প্রথম খসড়াটাই ডেলে দিই এখানে । পরে সময়মত মন্তব্যগুলিকে আমলে নিয়ে প্রয়োজনীয় এডিট করে একটা কিছু দাঁড় করিয়ে আমার বই এর পাবলিশারের হাতে তুলে দিব । প্রুফ রিডিং তারাই করে নিবে , তাই এ দিকটায় এখন তেমন গুরুত্ব দেয়া হচ্ছেনা । তবে মনে কষ্ট নেয়ার প্রশ্নই আসেনা বরং এ গুলি আমার জন্য খুবই প্রয়োজনীয় ।
অনেক ধন্যবাদ এখানে এসে আপনার মুল্যবান সময় দেয়ার জন্য ।

২| ০৮ ই মে, ২০১৬ রাত ১:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন:
অশরিরী পরীর মত দেখানো সৌন্দর্যই আসলে খাটি
বরফ ধবল কোমল দেহতেই পশে বাসরঘরের চুম্বন
আমাদের মিলন তিথী শুধু একটি কথায় বলে যায়
মানুষ মাত্রই ভুল দু জনার দু জনই নির্মল খাটি ।
চমৎকার প্রেমের কাব্য। ধন্যবাদ হে কবি।

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কবি । অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৩| ০৮ ই মে, ২০১৬ সকাল ৮:১৮

শায়মা বলেছেন: দুঃখ দুঃখ প্রেম কাব্য!:)

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: কি আর করা সকলের জন্য তো আর সুখ সুখ প্রেম জোটেনা । কেও পায় কেও পায়না কেও কেও পেয়েও হারায় ।
অনেক ভাল লাগল আপনার মন্তব্যটুকু ।

৪| ০৮ ই মে, ২০১৬ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



কবি যদি শানে-নযুল না বলেন, আমার পক্ষে বুঝা মুশকিল হবে কি আছে কবিতায়!

০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০২

ডঃ এম এ আলী বলেছেন: পায় হারায় বিশ্বাস অবিশ্বাস , তিক্ত-মধুর কিছু কথামালার ছোরাছুরি , কিছু সুখের অনুভুতি অবশেষে ভুল বুঝাবুঝি অবসানে দুজনে দুজনকেই খাটি বলে মানা এই ছিল মুলত কবিতাটির মুল থিম । সঠিকভাবে প্রকাশ করতে পারিনি এ অামারই অক্ষমতা, বুঝাতে অপারগ পাঠককুলে এ দু:খ রয়ে যাবে হৃদয়ে, অনুরোধ পাঠক যেন তা অনুভবে নীজ মহাত্বগুণে ।
ভাল থাকুন এ শুভকামনা থাকল

৫| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০৩

মুসাফির নামা বলেছেন: বেশকিছু পরিবর্তন করছেন,গতকাল প্রচুর ভুল ছিল,এখনও আছে। তারপরও শুভকামনা।

০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন: কবিগুরু বলেছেন কবি যা রচে তাই সত্যি বটে । তবে

ভুলের খাতা শুধরেই ভরে হয়ে উঠে পরের কবিতা ।

কেননা পাঠকের মন্তব্যগুলি ঝলছে উঠে
পরের কবিতায় ।

অনেক ভাল লাগল কবিতা ছাড়িয়ে ব্যকরণটুকু প্রাধান্য পাওয়ার জন্য ।

ভাল ধাকুন এ শুভ কামনা থাকল ।

৬| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:০৪

কালনী নদী বলেছেন: জান তুমি কি, হয় প্রধানমন্ত্রী না হয় সন্ত্রাসি
না হয় হলে আমার পরিতিক্তার পরিতিক্তা
প্রেমের কাদা জলে ভিজা সাগরের ফেনা
গাংচিল গুলা বলবে ডেকে কেদোনা সোনা।
সুন্দর +++

মা দিবসের শুভেচ্ছা জানবেন ভাইয়া।

৭| ০৮ ই মে, ২০১৬ রাত ১০:৫২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । মাকে হারিয়েছি বছর কয়েক আগে বাবাও চলে গেছেন মায়ের পিছে পিছে । তবে মা বাবা আছে হৃদয়ের গহীনেই , চোখে এসে গেল জল ভাললাগার আবেশে । ভাইয়া আপনার জন্যও রইল তোলা মা দিবসের শুভেচ্ছা । কামনা করি ভাসে যেন তা আনন্দ অবগাহনে ।

৮| ০৯ ই মে, ২০১৬ রাত ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখার পরিবর্তন টের পাচ্ছি
হাতে সময় কম বলে হয়ত সব পড়া হয়ে ঊঠে না আর মন্তব্যে আমি চীরকালই অলস ।
মাঝে মাঝে ভাবি আমার পাঠক রা ও যদি আমার মত আলসে হত , তাহলে হয়ত আমার লেখাই হত না আর :P

স্যাডনেস থট এ লেখা গুলি ই নাকি সব সময় সুইট হয় ,সে হিসেবে আপনার লেখা ও ভীষণ মিস্টি , কারন শব্দ চয়নে আপনি অনেক ভিন্নতার পরিচয় দিচ্ছেন ,তবে একই সাথে ভীষণ আটপৌরে ও ।

অনেক কথা বলে ফেললাম ,এখন পানি পানের বিরতি ;)
শুভ কামনা :)

০৯ ই মে, ২০১৬ রাত ২:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আপা এখানে এসে মুল্যবান সময় দেয়ার জন্য । আপনার মুল্যবান মন্ত্যব্য আমাকে ভীষণ উৎসাহ যোগায় । কবিতা লিখার বয়স আমার মাত্র ২ মাস ৭ দিন । জীবনের প্রথম কবিতা একুশের স্লোগান । প্রতিথ যশা একজন সাংবাদিকের একটি কলাম পাঠে ফোনে তাঁকে বলেছিলাম আপনার লিখাটি হয়েছে ভীষন কাব্যিক । একটু কসরত করলেই হয়ে যাবে চমৎকার কবিতা। শুনে তিনি বিদ্রুপই করলেন খানিকটা । কিছুটা সংক্ষুদ্ধমনে তার নিবন্ধের ভাবখানা নিয়ে ‘একুশের চিরায়ত স্লোগান’ কবিতাখানি লিখে ইমেইলে পাঠালাম তার কাছে । তিনি হলেন বিষ্ময়াভুত বললেন তাই কি হয় । দিলেন শুভাশীষ ও অনুপ্রেরনা , তারপর সামুর পাতার কবিতাগুলো দিল সুরসুরী কবিতা লিখার জন্য । এই হলো শুরু । জানিনা কবিতার জগতে বিচরণ করতে পারব কিনা কারণ রয়েছে ব্যকরণ ও ভাষার প্রকট দৈনতা সেই সাথে মাত্রাতিরিক্তভাবে কবিতার লয় ও ছন্দ জ্ঞানের অভাব । তবে সামুর পাতায় অগনিত গুনীজনের কবিতাপাঠে এবং পাঠকের ভাললাগা ও গঠণমুলক পরামর্শ দিতেছে কিছুটা পথের সন্ধান ।
অনেক ধন্যবাদ সাথে ভাল থাকার জন্য রইল শুভ কামনা ।

৯| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: 'ভ্যালেন্টাইন দিবস' কে স্মরণ করে একটি ব্যতিক্রমী কবিতা লিখেছিলেন। তবে ব্যতিক্রমী হলেও, কবিতাটি সুন্দর। + +

০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতার মত দেখায় বেশ পুরাতন একটি লেখা পাঠ করে
অনুপ্রেরণা দানের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.