নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ভোরের দৃশ্য মাথার উপড় টুকরিতে ঘুরে

২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২


তুমি দুর হতে ছোট্ট করে ইথারে বলে দিলে
রাতে না জেগে ভোরের পাখী হয়ে উঠতে সকালে
তোমার কথা মত নিত্যদিনের অভ্যাস টুকু ভুলে
সকাল সকাল লেপ মুরে নিদ্রার কুলে যাই ঢলে ।

ভোরে জেগে শুনি নি কোন পাখীর কিচির মিচির
মনে হয় ফরমালিন যুক্ত ডাস্টাবিনের খাবার খেয়ে
পলিথিন মিশানো খাদ্যগুনে নীড়ে বসে পাথীগুলি
সারারাত জেগে জেগে ভোরের কথা যায় যে ভুলে ।

আজানের ধ্বনি, ফজরের নামাজান্তে বেলকুনীতে
দাঁড়িয়ে দেখি বস্তির মত টিনের ঘরে গাদা গাদি
হয়ে থাকা মানুষজন কমন স্নানাগার ও শৌচাগারে
যাওয়ার জন্য লোটা হাতে আছে লাইন ধরে দাঁড়িয়ে ।

গার্মেন্টসের কর্মী বোনেরা টিফিনের বাটি নিয়ে হাতে
ভীত হরিণের মত উর্ধস্বাশে ছুটে চলেছে পায়ে হেটে
চিন্তাগ্রস্ত যেতে হবে চারমাইল হেটে চাকরীটা বাচাতে
এক মিনিট হলে দেরী ফটকে আটকিয়ে বারোটা বাজাবে।

উঠেনি সুর্য এখনো পুর্বাকাশে এরি মধ্যে প্রিয় দিন মজুরেরা
চলেছে ধেয়ে নিয়ে কাধে কোদাল আর মাটি টানার টুকরিটা
সাত রাস্তা মোরের দিকে সস্তা দামে নিজেকে বিকিয়ে দিতে
ঠিকাদারের কামলা যোগানদারের কাছে দিনমানের চুক্তিতে ।

বাদিকে তাকিয়ে দেখি রুস্তমের চায়ের দোকানের ঝাপ খোলা
মেদভারে নত রুস্তম ঘুমেরত দশ বছরের টুকাই মার্কা ছেলেটি
চোংগায় দিতেছে ফুক উনুনের কাঠে ধোয়ায় চক্ষু পানিতে ভরে
ছেকতে হবে পরোটা বাস টারমিনালের রাতজাগা যাত্রিদের তরে।

পাখীর কিচির মিচির শুনা হল কৈ ভোরের পাখি হয়ে জেগে উঠে
সারাটি ভোর দেখলাম আর শুনলাম শুধু খেটে খাওয়া মানুষ দলের
পায়ের আওয়াজ আর দি্নের শুরুতেই রাত জাগা ক্লান্তির সমাবেশ
ভালোই ছিল রাত জেগে লিখে ভোর নিদ্রায় গিয়ে দেখা স্বপ্ন আকাশ ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

বিজন রয় বলেছেন: ++++++++++

২০ শে জুন, ২০১৬ রাত ৮:২৪

ডঃ এম এ আলী বলেছেন: দাদা অনেক ধন্যবাদ, প্লাস গুলা হৃদয় টুকরিতে ভরে নিয়ে গেলাম ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২| ২০ শে জুন, ২০১৬ রাত ৮:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে। প্লাস মাস্ট না অবশ্যই হা হা

২০ শে জুন, ২০১৬ রাত ৮:২৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফর ইউর দারুন হাসি ।
ভাল থাকার শুভ কামনা রইল

৩| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



সাধরণ মানুষের জীবনের আলেখ্য; শান্তি ও সুখের পরশহীন জীবনের কঠিন ডায়েরী

২১ শে জুন, ২০১৬ রাত ৩:১১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কবিতাটি পাঠের জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৪| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: সত্তরের দশকের ছাঁচে লেখা আধুনা নগরকাব্য তাও আবার প্রান্তিক মানুষের দিনলিপি নিয়েই। মনে হলো প্রান্তিক জীবনের এক চিলতে সকালের রুটিন

২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: আমি ফিরে যেতে চাই ১৪০০ বছর আগের কালিদাসের ছাঁচে । নগরকাব্য ছেড়ে চলে যাব হিমালয় পাহারে মানস সরোবরে ।
খুব খুশী হলাম এই প্রান্তিক জীবনটা দেখে যাওয়ার জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল

৫| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: কালিদাশের জন্ম কি ১৪০০ বছর আগে হইছিলো নাকি?

২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ডঃ এম এ আলী বলেছেন: গুগল মামা তো তাই বলে ৪র্থ শতকে ভারতের হিমালয়কুলে উজ্জয়িনীতে । ভুল হয়ে গেছে টাইপে ১৪০০ না ১৬০০ বছর আগে হবে ।

৬| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
দূ:খিত বিলম্বিত উত্তরের জন্য ।
নোটিফিকেশন সমসস্যার কারণে
সঠিক সময়ে এখানে অাসা হয়নি
তাই এ বিলম্ব ।
ভাল থাকার শুভকামনা রইল ।

৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সুন্দর কবিতা ছিল ভাই। আমি মাঝেমধ্যে পুরনো ক্িতা পড়ে মুগ্ধতা নিয়ে ফিরিে।

অসাধারণ সব কবিতা আপার। কবিতায় কৃতজ্ঞতা রইল ভাই।

একটা কথা জানতে চাইছিলাম ভাই-

আমি নতুন একটা লেখায় 'সুখের আশে' লিখেছিলাম। বুঝাতে চেয়েছিলাম 'সুখের আশায়' লাইন সামঞ্জস্য রাখতে শর্টে 'আশে' লিখেছিলাম। কিন্তু, শুনছি 'আশে' বলতে 'আশা' বা আশায় বুঝায় না।

বড় বিভ্রান্তিতে পড়ে আছি।
যদি কিছু একটা বলেন তো কৃতজ্ঞ রইবো ভাই।

৮| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতায় শ্রমজীবি মানুষের কষ্টের কথা মমতা মাখানো কথায় ব্যক্ত হয়েছে। ভালো লেগেছে। + +

নাঈম জাহাঙ্গীর নয়ন আপনার কাছ থেকে একটা বিষয়ে ব্যাখ্যা জানার আশায় এই পোস্টে শেষ মন্তব্য হিসেবে একটি প্রশ্ন রেখেছিলেন। কিন্তু ব্লগের নোটিফিকেশন বিভ্রাটের কারণে হয়তো আপনি তার সে প্রশ্নটি দেখেনই নাই, তিনিও তার প্রশ্নের উত্তর পাবার আগেই এ ধরাধাম ত্যাগ করেছেন! ব্লগে এত এত টেকনিক্যাল এক্সপার্ট আছেন, তথাপি এ সমস্যাটির কিছুতেই সমাধান হচ্ছে না! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.