নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্রের কাছাকাছি বসবাস

২১ শে জুন, ২০১৬ ভোর ৫:২৮


নক্ষত্রের কাছা কাছি বসবাস
কত মন্দ ক্ষুদ্র মন আমার
ঘৃণ্য কিছু কাজ করার জন্য
ইচ্ছুক হয়ে পরি ত্বক তিল
চিহ্ দিয়ে ভবিষ্যদ্বাণী করার ।

কেউ কেউ ভাবে বিশ্বে এখন পাগল অনেক
আছে তাদের আমাদের চেয়ে অনেক বেশী
তাদের এই প্রতিক্রিয়াশীল কষ্টের দাবি নামায়
লেখা কৌশলী সেসব বার্তা দেখে মনটা বলে
আশাহীন মুক্ত চিন্তা বন্ধ করে এখন দাও ঝাঁপ।

যতদিন আমার কাছাকাছি চিন্তাশীলরা আছেন
ততদিন নিজের জান মাল নিয়ে কে আর ভাবে
যতনা অছে ভয় প্রয়োজন তার চেয়ে বেশী নয়
নক্ষত্রের কাছাকাছি থেকে হতে পারি তেজময়।

ভিতরে না থেকে ভাবি অভিন্ন বাইরে থেকে
লেখালেখি না করে শুধু পাঠকই হয়ে যাই
তাদের আদর্শ হিসাবে প্রথম সারাদানকারীর
দায়িত্বটুকু পালন করতে সবেগে আগাই ।

মন্দ কাজের ভয় কখনো আমার জন্য নয়
আমি সব জীবন্ত ফোড়ন এড়িয়ে যেতে চাই
ভালর জন্য সবসময় করতে হয় বীজ বপন
মন্দের মাঝে ভালটুকু করতে হয় অন্বেষণ ।

মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ ভোর ৫:৩৮

তামিম উবায়দা বলেছেন: নাইস

২১ শে জুন, ২০১৬ ভোর ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

২| ২১ শে জুন, ২০১৬ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আমরা পৃথিবীতে আগে এসে গেছি, এখনো অর্ধেক মানুষ নিজের নাম লিখতে পারে না; সুদিন আসবে বিশ্বের বুকে, তখন তাল মিলাতে হবে না।

২১ শে জুন, ২০১৬ ভোর ৫:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর করে কবিতাটিকে অনুভব করার জন্য ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

৩| ২১ শে জুন, ২০১৬ সকাল ৭:২৫

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি কিন্তু আমার।

আপনি যতগুলো কবিতা পোস্ট করেছেন তার মধ্যে এটি অন্যতম উঁচুমানের। আর সুখের কথা এই যে, এটিতে বানান ভুল আছে অনেক কম।

অনেক দর্শণ খুঁজে পেয়েছি এই কবিতায়, আমার কাজে লাগবে।

২১ শে জুন, ২০১৬ সকাল ৮:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা প্রথম প্লাসের জন্য । আপনার প্রসংসাবাণী আমার চলার চলার পথের প্রেরণা । কম্পিউটারে তাকিয়ে থাকতে থাকতে চোখেও এখন আর ভাল দেখিনা , কোথায় যে বানান ভুল রয়ে যায় দেখতেও পারিনা ভাল করে । কেও দয়া করে ধরে দিলে ভুলটা শুধরে নেই সানন্দ চিত্তে । আমি একজন ডক্টর অফ দার্শনিক হয়ে তেমন কোন দর্শণ পাই নাই লিখাটির মাঝে , দাদা কি পেয়েছেন সেটা দাদাই জানেন । তবে খুব খুশী হলাম এই ভেবে যে এর মধ্যে কিছু একটা আছে।

ভাল থাকার শুভ কামনা থাকল ।

৪| ২১ শে জুন, ২০১৬ সকাল ৭:২৮

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, ৩ মাস ৩ দিনে ১২২টি পোস্ট অনেক বেশিই মনে হয় আমার কাছে। সপ্তাহে ১/২টি পোস্টই যথেষ্ট বলে মনে করি। তাতে যোগাযোগটি ফলপ্রসূ হয় বেশি।

২১ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: দাদা আমিও তাজ্জব হয়ে গেছি তিন মাসে ১২২ টি পোস্ট হয়ে গেছে আর মন্তব্যও করেছি ১৫৯৩ টি । আমিতো এ দিকটা এতদিন খেয়াল করে দেখি নাই । কম্পিউটার অন করেই এ সাইটে এসে সময় বাচানোর জন্য নোটিফিকেশন ও লিখালিখিতে চট করে চলে যেতাম। দিনে প্রায় ১৮ ঘন্টা কম্পিউটারে থাকি । মনে নতুন লিখার কোন চিন্তা আসলে তা লিখে ফেলি না লিখা পর্যন্ত অন্য কাজে মন বসেনা । আমার মন্তব্য গুলিও একেবারে ছোট না । কোন কোনটা লিখকের মুল লিখা থেকেও অনেক বড় হয়ে যায় ।
যাহোক, ভাল কথা বলেছেন সপ্তাহে একটা লিখলেই ভাল, এতে যোগাযোগের সময় পওয়া যায় ।
অনেক ধন্যবাদ দাদার মুল্যবান উপদেশের জন্য ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

৫| ২১ শে জুন, ২০১৬ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দরইেছ

২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকার শুভ কামনা রইল ।

৬| ২১ শে জুন, ২০১৬ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: অটঃ........ সেই মহান ব্লগার কোথায়? যে আমাকে অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে?

ওরকম কত দেখলাম আর কতই দেখবো!!!

হা হা হা হা হা .................

কেমন আছেন?

২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৭

ডঃ এম এ আলী বলেছেন: দাদা ভাল আছি ।
উহার আর তো কোন দেখা পাহলাম না ।
দেখা পাইলে দেখতাম তাহারে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

৭| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: আসবে, আসবে আবার আসবে। আসল রূপেই আসবে।

কিন্তু কোন যোগ্যতাই নেই।

২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: আমি তো নতুন , চিনায়ে দিয়েন আমারে

৮| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: সংগ্রাম চলবে

২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: খাইছে আমারে! আমি সংগ্রামে নেই তবে যুদ্ধে যাইতে রাজি আছি।

৯| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে গুলাগুলি মারামারি শিখেন। এছাড়া গতিক নাই!

২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ডঃ এম এ আলী বলেছেন: গুলাগুলি লাইগবনা আপনের কাছ থেকে ভাল করে মাইক্রোফ্রিকোয়েনসিটা শিখে নিব , ঐটা দিয়ে সবগুলোরে কুপোকাত করে দিব হাহাহা !!!

১০| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা ! দীর্ঘ বাট তাল কাটেনি কোথাও !
বিজন রয় এর দ্বিতীয় মন্তব্যে এক মত ।

২১ শে জুন, ২০১৬ রাত ৮:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস ভাই, কবিতাটির বিষয়ে মুল্যবান মতামত দেয়ার জন্য । শিখছি আপনাদের মত গুণীজনদের কাছ হতে , কবিতার মত দেখায় লিখার বয়স আমার মাত্র কয়েক মাস । কবিতা লিখা শিখতে হলে দিতে হবে অনেক পথ পারি । এখানকার গুণী কবিদের কবিতা দেখে দেখে শিখছি ।
শ্রদ্ধেয় বিজয় রয় এবং ও আপনার কথার সাথে আমিও একমত সংখ্যা নয় গুণটিই বড় কথা । কবিতার জগতে নতুনতো ,তাই উৎসাহটাও ছিল একটু বেশী, 'ল অফ ডিমিনিশিং ইউটিলিটি' এর প্রভাব শুরু হয়ে যাবে সহসাই । এছাড়া গেল কয়েকমাস বলতে গেলে হলিডেতে ছিলাম , হাতে একটু সময়ও ছিল । এখন হাতে অনেক প্রফেশনাল লিখা জমে গেছে এত সময় হয়ত আর পাওয়া যাবেনা ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

১১| ২১ শে জুন, ২০১৬ রাত ৮:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর হয়েছে

২১ শে জুন, ২০১৬ রাত ৯:০৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ রাখাল ভাই । একটা প্রস্তাবনা ছিল প্রজাপতি পল্লীর, বিষয়টা আরণ্যক রাখাল ভাই চিন্তায় রাখলে খুশী হব ।

১২| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:১০

আরণ্যক রাখাল বলেছেন: দু:খিত, বুঝতে পারিনি অামি আপনার কথাটা

২১ শে জুন, ২০১৬ রাত ৯:৪১

ডঃ এম এ আলী বলেছেন: গত ১৫ই জুন আপনি আমার' হাজার প্রাণের বিনিময়ে সুন্দরী ললনাদের জন্য একট রেশমী শাড়ি' পোস্টির উপর আপনার করা মন্তব্যের প্রতি উত্তরটি সম্ভবত আপনি দেখেন নি । আমার প্রতিউত্তরটি এখানে হুইহু তুলে দিলাম। আশা করি বুঝতে পারবেন ।
আমাকে ভুল বুঝবেন না যেন ।
আপনার করা মন্তব্যের প্রতি উত্তর :
আপনিতো আরণ্যক আপনাকে একটি কথা খুলে বলতে চাই মন খুলে । প্রজাপতিদের জীবন আজ বড় বিপন্ন । এদের জম্ম হয়েছে শুধু পরের উপকার করার জন্য । ফুল থেকে ফল , পরাগ থেকে মধু, গান হতে কবিতা , জীবন দিয়ে মানুষের বসন ফ্যাশন কতকিছুই না দিচ্ছে । কিন্তু এরা হয় যাচ্ছে পাখী ব্যঙগ বা সাপের উদরে , না হয় অনেকে মারা যাচ্ছে ধানের ক্ষেতে, আমের মুকুলে বিষাক্ত কীট নাশক ছড়ানোর কারণে । তাই প্রজাপতিদের জন্য কি একটা "প্রজাপতি পল্লী" বা "প্রজাপতি অভয়ারন্য" করা যায়না যেখানে হরেক রকমের প্রজাপতিরা নির্ভয়ে থাকতে পারবে । আসুন না সারা দেশব্যপী আমরা একটা কেমপেইন গড়ে তুলি প্রজাপতিদের জীবন রক্ষা কল্পে ।
যাহোক ভাল থাকার শুভ কামনা থাকল ।

আশা করি এবার আর কোন সংসয় থাকবেনা ।

১৩| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:১০

আরণ্যক রাখাল বলেছেন: দু:খিত, বুঝতে পারিনি অামি আপনার কথাটা

২১ শে জুন, ২০১৬ রাত ৯:৪২

ডঃ এম এ আলী বলেছেন: গত ১৫ই জুন আপনি আমার' হাজার প্রাণের বিনিময়ে সুন্দরী ললনাদের জন্য একট রেশমী শাড়ি' পোস্টির উপর আপনার করা মন্তব্যের প্রতি উত্তরটি সম্ভবত আপনি দেখেন নি । আমার প্রতিউত্তরটি এখানে হুইহু তুলে দিলাম। আশা করি বুঝতে পারবেন ।
আমাকে ভুল বুঝবেন না যেন ।
আপনার করা মন্তব্যের প্রতি উত্তর :
আপনিতো আরণ্যক আপনাকে একটি কথা খুলে বলতে চাই মন খুলে । প্রজাপতিদের জীবন আজ বড় বিপন্ন । এদের জম্ম হয়েছে শুধু পরের উপকার করার জন্য । ফুল থেকে ফল , পরাগ থেকে মধু, গান হতে কবিতা , জীবন দিয়ে মানুষের বসন ফ্যাশন কতকিছুই না দিচ্ছে । কিন্তু এরা হয় যাচ্ছে পাখী ব্যঙগ বা সাপের উদরে , না হয় অনেকে মারা যাচ্ছে ধানের ক্ষেতে, আমের মুকুলে বিষাক্ত কীট নাশক ছড়ানোর কারণে । তাই প্রজাপতিদের জন্য কি একটা "প্রজাপতি পল্লী" বা "প্রজাপতি অভয়ারন্য" করা যায়না যেখানে হরেক রকমের প্রজাপতিরা নির্ভয়ে থাকতে পারবে । আসুন না সারা দেশব্যপী আমরা একটা কেমপেইন গড়ে তুলি প্রজাপতিদের জীবন রক্ষা কল্পে ।
যাহোক ভাল থাকার শুভ কামনা থাকল ।

আশা করি এবার আর কোন সংসয় থাকবেনা ।

১৪| ২২ শে জুন, ২০১৬ রাত ১:১৫

কালনী নদী বলেছেন: তাই প্রজাপতিদের জন্য কি একটা "প্রজাপতি পল্লী" বা "প্রজাপতি অভয়ারন্য" করা যায়না যেখানে হরেক রকমের প্রজাপতিরা নির্ভয়ে থাকতে পারবে ।
প্রজাপতি সংঘ!!! i love it.

২২ শে জুন, ২০১৬ রাত ১:৩২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক করলাম ভাবনা
মানুষ নিয়া যত বিরম্বনা
এবার প্রজাপতিদেরে নিয়েই
থাকার কথা আসে ভাবনায়।
কালনী নদীর কুলে শান বাধা
ঘাটের কাছে নিভৃত বন ছায়ে
প্রজাপতি পল্লী বানাব সেথায়
কমলালেবু সাতকরা ফুলের গন্ধে
লনডন থেকেও প্রজাপতিকুল
উড়ে এসে জড়ো হবে মহানন্দে ।
ভাল লাগল ভাইয়ুকে এখানে দেখে।

১৫| ২২ শে জুন, ২০১৬ রাত ১:৩৭

কালনী নদী বলেছেন: ছড়াটা সিত্য অসাধারণ হয়েছে! আরো বড় করে পোস্ট দিতে পারেন। আসলেই কালনীর মনে দড়ছে।

আমার কাছে ব্যাপারটা প্রজাপতি সংঘই বটে।

২২ শে জুন, ২০১৬ রাত ১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ‌এ কাবিতাটি শুধুই আমার প্রিয় ভাইয়ুর জন্যে
যত কথাই বলেন ভাই প্রজাপতি পল্লী একটা
বানাবই আল্লায় যদি বাচিয়ে রাখেন ততদিনে
শেষ জীবনটা কাটাতে চাই প্রজাপতিদের সনে
কালনী নদীর উজানে গাড়ো পাহাড় ঘেরা বনে ।

১৬| ২২ শে জুন, ২০১৬ রাত ২:১৬

কালনী নদী বলেছেন:

২২ শে জুন, ২০১৬ রাত ২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । খুবই ভাল লেগেছে উপরের কবিতাটি ।

১৭| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রায়হানুল এফ রাজ বলেছেন: মন্দ কাজের ভয় কখনো আমার জন্য নয়
আমি সব জীবন্ত ফোড়ন এড়িয়ে যেতে চাই ।
--- আমিও তাই চাই। কবিতা অনেক সুন্দর হয়েছে।
প্রজাপতি পল্লীর জন্য শুভকামনা রইল। প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

২২ শে জুন, ২০১৬ রাত ৯:৪১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রজাপতি পল্লী স্থাপনের জন্য প্রবল জনমত প্রয়োজন হবে । এ লক্ষে সমাজের সকল স্তরের জনগনের সম্পৃক্তায় বাস্তায়নের জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাবনা সামুতে পোষ্ট করব । প্রস্তাবনা প্রনয়নের কাজ চলছে । এক লক্ষ আলেমের স্বাক্ষরের ফতুয়ার মত সামুর অগনিত পাঠকের স্বাক্ষর নিয়ে সরকার ও দেশী বিদেশী সাহায্যদানকারী সংস্থার নিকট পেশ করা হবে ।
প্রকল্প বাস্তবায়নের ও তদারকির দায়িত্ব থাকবে সামুর ব্লগার ফোরাম এর হাতে । সকলের সাহায্যের হাত তো বাড়াতেই হবে ।

ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৮| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:২৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দর

২২ শে জুন, ২০১৬ রাত ৯:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আহমদ ভাই । সুন্দর বলার জন্য রইল কৃতজ্ঞতা ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১৯| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:২৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দর

২২ শে জুন, ২০১৬ রাত ৯:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আহমদ ভাই । সুন্দর বলার জন্য রইল কৃতজ্ঞতা ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২০| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:০৩

সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ সুন্দর আপনার দর্শনানুভূতি। ভাল লাগল।

২২ শে জুন, ২০১৬ রাত ১১:৪১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সুবলদা । খুব খুশী হলাম লিখাটি দেখার জন্য । আপনার প্রসংসাটুকু আমারমত একজন শিক্ষানবিশ কবিতা লিখকের জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

২১| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:০৯

ওলিনোমান বলেছেন: Super real thinking....

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৭

ডঃ এম এ আলী বলেছেন: প্রসংসাবানীর জন্য অনেক ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২২| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:০৯

নীলপরি বলেছেন: অসাধারণ ভাবনা । খুব ভালো লাগলো কবিতা । ++

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য । মনটা ভরে গেল।
শুভেচ্ছা রইল ।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি বেশ হয়েছে!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ।ধন্যবাদ ভাই

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ ।

২৫| ০১ লা জুন, ২০১৭ রাত ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় অসাধারণ ম্যাসেজ দিয়েছেন ভাই। কবিতা মানুষের কাছে অনেক কিছু পৌঁছে দেয়, তা কবিতা পড়ে বুঝাই যায়।
অনেক প্রেরণাদায়ক কবিতা। মন্দের ভয় আমাদের থাকা উচিৎ নয়। কৃতজ্ঞতা রেখে গেলাম ভাই কবিতায়।

আপনার এই(কবিই কবির বন্ধু হবে) কবিতাটিও আমার কাছে দারুণ লেগেছে ভাই-

এক অদ্ভুত আবেগী মোহে তাড়িত হয়ে
কবিতা লিখে সবাই; অথচ ভুলেও
আবেগের মুল কারণ করেনা কেও উচ্চারণ,
পাঠককেই তা করে নিতে হয় অন্বেষন ।

কবি নিজেকে আবৃত রেখে
অন্যের ভাবাবেগ দেখায়, কতোটা উদার হলে
মানুষের চোখে চোখে নেচে ওঠা
আঠালো অক্ষরের ক্ষত-নিরন্তর চোখাচোখি করে,
তবে কবিতার মহাত্বতা কেউ কেউ ঠিকই জেনে যায়
এবং কবিতার ভাব জেনে গেলে
হয়তো অপাঙ্গে কেউ নিজকেই খুঁজে আবার,
দেখে নিতে কবির নিশ্ছিদ্র নিরাপত্তা কতোটা অটুট এখনো।

সংজ্ঞাহীন তুলনামূলক কবিতার কোন অবয়ব থাকে না,
তবে কবিতার ভেতরেও তার ছবি খুজে পাওয়া যায়,
তবে এটা ঠিক এক গাদা ব্যাখ্যাহীন স্বভাব নিয়ে
কবিদের করতে হয় নিরন্তর ছুটাছুটি। এখানে
সামুর পাতায় কবিতা যা দেখি তাতে
দেখতে পাই এখানে এসেছেন কবিতা নিয়ে সবাই,
পকেটে ভরে এনেছেন কিছু না কিছু, কেও নিয়ে
এসেছেন জোনাকির গুঞ্জন,
কারো বা পকেটে আছে ভাবাবেগ তৈরী
কিংবা হত্যার বৈধ প্রত্যয়ন।

কবিতায় কারো খুলে যায় অবারিত শৈশব,
কিংবা অজান্তেই ফিরে যায় কোন এক ভুল কৈশোরে,
তারুণ্যের হৈ চৈ চোখে এসে লাগে সঙ্গী খোঁজে।
কেও কেও আছেন নীজের কথা ভুলে
নির্দ্বিধায় ঢুব দেন অন্য কারো রসালো জলে,
আমার মত অকবিও কবিতার ভাবার্থ খুঁজে
কাটায় সারাবেলা ।
আর যারা রয়েছেন কবিতার সুষ্ঠু রস
আস্বাদন করেন এবং কবিতার মান বুজে
তার ঝাঁপি খুলে চমকে দিয়ে যান কবি ও পাঠককে
অভুতপুর্ব দক্ষতায় মানুষের অনুভুতি অনুরনিত হয় তাতে।
তবে যে করেই হোক সময়ের প্রবাহে হামাগুরি দিতে দিতে দৃপ্ত পদক্ষেপে কবিতার ঝাঁপি নিয়ে
কবি যখন পুণরায় উঠে আসেন মঞ্চে,
তখন একযোগে অবাক হয়ে সবাই দেখেন
কোথায় যেন কবির বুকে রয়ে গেছে
বিশাল ক্ষত চিহ্র একটি । তবে শান্তনা একটাই
কবি আর পড়বেনা কোন গুঞ্জনের কবলে,
কবির পরিচয় শুধু কবিই,
কবিই কবির বন্ধু হবে।
-অসাধারণ লেখেছেন ভাই।

কবিতা : কবিই কবির বন্ধু হবে
লেখক : ড. এম এ আলী

২৬| ০১ লা জুন, ২০১৭ রাত ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় অসাধারণ ম্যাসেজ দিয়েছেন ভাই। কবিতা মানুষের কাছে অনেক কিছু পৌঁছে দেয়, তা কবিতা পড়ে বুঝাই যায়।
অনেক প্রেরণাদায়ক কবিতা। মন্দের ভয় আমাদের থাকা উচিৎ নয়। কৃতজ্ঞতা রেখে গেলাম ভাই কবিতায়।

আপনার এই(কবিই কবির বন্ধু হবে) কবিতাটিও আমার কাছে দারুণ লেগেছে ভাই-

এক অদ্ভুত আবেগী মোহে তাড়িত হয়ে
কবিতা লিখে সবাই; অথচ ভুলেও
আবেগের মুল কারণ করেনা কেও উচ্চারণ,
পাঠককেই তা করে নিতে হয় অন্বেষন ।

কবি নিজেকে আবৃত রেখে
অন্যের ভাবাবেগ দেখায়, কতোটা উদার হলে
মানুষের চোখে চোখে নেচে ওঠা
আঠালো অক্ষরের ক্ষত-নিরন্তর চোখাচোখি করে,
তবে কবিতার মহাত্বতা কেউ কেউ ঠিকই জেনে যায়
এবং কবিতার ভাব জেনে গেলে
হয়তো অপাঙ্গে কেউ নিজকেই খুঁজে আবার,
দেখে নিতে কবির নিশ্ছিদ্র নিরাপত্তা কতোটা অটুট এখনো।

সংজ্ঞাহীন তুলনামূলক কবিতার কোন অবয়ব থাকে না,
তবে কবিতার ভেতরেও তার ছবি খুজে পাওয়া যায়,
তবে এটা ঠিক এক গাদা ব্যাখ্যাহীন স্বভাব নিয়ে
কবিদের করতে হয় নিরন্তর ছুটাছুটি। এখানে
সামুর পাতায় কবিতা যা দেখি তাতে
দেখতে পাই এখানে এসেছেন কবিতা নিয়ে সবাই,
পকেটে ভরে এনেছেন কিছু না কিছু, কেও নিয়ে
এসেছেন জোনাকির গুঞ্জন,
কারো বা পকেটে আছে ভাবাবেগ তৈরী
কিংবা হত্যার বৈধ প্রত্যয়ন।

কবিতায় কারো খুলে যায় অবারিত শৈশব,
কিংবা অজান্তেই ফিরে যায় কোন এক ভুল কৈশোরে,
তারুণ্যের হৈ চৈ চোখে এসে লাগে সঙ্গী খোঁজে।
কেও কেও আছেন নীজের কথা ভুলে
নির্দ্বিধায় ঢুব দেন অন্য কারো রসালো জলে,
আমার মত অকবিও কবিতার ভাবার্থ খুঁজে
কাটায় সারাবেলা ।
আর যারা রয়েছেন কবিতার সুষ্ঠু রস
আস্বাদন করেন এবং কবিতার মান বুজে
তার ঝাঁপি খুলে চমকে দিয়ে যান কবি ও পাঠককে
অভুতপুর্ব দক্ষতায় মানুষের অনুভুতি অনুরনিত হয় তাতে।
তবে যে করেই হোক সময়ের প্রবাহে
হামাগুরি দিতে দিতে দৃপ্ত পদক্ষেপে কবিতার ঝাঁপি নিয়ে
কবি যখন পুণরায় উঠে আসেন মঞ্চে,
তখন একযোগে অবাক হয়ে সবাই
দেখেন কোথায় যেন কবির বুকে রয়ে গেছে
বিশাল ক্ষত চিহ্র একটি । তবে শান্তনা একটাই
কবি আর পড়বেনা কোন গুঞ্জনের কবলে,
কবির পরিচয় শুধু কবিই,
কবিই কবির বন্ধু হবে।
-অসাধারণ লেখেছেন ভাই।

কবিতা : কবিই কবির বন্ধু হবে
লেখক : ড. এম এ আলী

২৭| ২৬ শে মে, ২০২২ বিকাল ৩:৪৭

খায়রুল আহসান বলেছেন: "আমি সব জীবন্ত ফোড়ন এড়িয়ে যেতে চাই" - আমিও তাই চাই।
কবিতার শেষ পংক্তিদুটো চমৎকার হয়েছে।
"প্রজাপতি পল্লী" এর ব্যাপারে আর কোন অগ্রগতি হয়েছে কি?
কবিতায় পঞ্চম প্লাস। + +

২৮| ২৬ শে মে, ২০২২ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন এর মন্তব্যটির জন্য তাকে মরণোত্তর ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.