নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

গগন ভেদী স্বপ্নরা ভেঙ্গে হল খান খান

০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:১৯


মাতাপিতা সন্তানসহ স্বপ্ন ছিল খুব উচা ভবন দেখার
ঘুড়ার পিঠে সওয়ার হওয়া স্বপ্নগুলোর হ্রেষাধ্বনি স্বর
হারিয়ে গেল পাথর ভাঙ্গা গুড় গুরানী শব্দের ভিতর
ঘুম ভাঙ্গলে শুরু হয় কাধে লাঙ্গল নিয়ে পথ চলার।

দেখতে হলে গগন ভেদী ভবন যেতে হবে বহু দুর
তারাই যাবে ধুলা মাটি এখনো গায়ে লাগেনি যাদের
স্বপ্নরা বলে টেনে ধরুন জামা কাপর কিংবা কাঁদুন ফুপিয়ে
কেঁদে কেঁদে সরাসরি মেঘকে ডাকুন নিয়ে যেতে উড়িয়ে ।

উচা ভবনের সন্ধান তরে পথচারীকে জিজ্ঞাসা করুন
পায়ে হাটা লোকজন বলবে ঐযে দুরে চেয়ে দেখুন
পাহাড় বেয়ে বড় বড় পাথর আসছে কেমনে ধেয়ে
ট্রাক, লড়ি কিংবা পাল তোলা বড় বড় নৌকা বেয়ে।

কতক আসছে পুবের মেঘনা নদীর জল ধারা বেয়ে
কিছু আসছে পশ্চিমের ধনি বনিকের ভান্ডার মারিয়ে
ত্যাগী সময় দেখে দেশ পরিচালিকা প্রধানের উঁচু শীর
সময়ের সাথে হয়ে যায় ইউটার্ন প্রস্তাব শিখন্ডির ।

গরিবের গাচোষা রক্ত হয়ে যায় মিকচার মেশিনের জল
সাহসী কর্ণধার কষে ধরে জঞ্জাল খ্যাত গুণীজনের আচল
উদ্যোগী নেতা এগিয়ে চলে দিতে গগনভেদী স্বপ্ন দাপট
রাজা স্বপ্ন দেখেন বিকট আর সকলেই বলে হি টিং ছট।

হাজার গ্রাম ছেড়ে আসা হাজার পল্লীর কাঁটা গাছ মারিয়ে
দিন মজুর কিষান কিষানীর নাড়ি নিংরানো লাঙ্গল ফনা
ফসলের মাঠে রোপিত বীজ পাথরের ভাজে পরে চিল্লায়
আবার তারা হবে সৈনিক করতে লড়াই জীবন মোহনায় ।

পুজীবাদী বিশ্বায়ন ব্যক্তি রাষ্ট্র তিক্ততায় সাহসী প্রতিরোধ
সকলে মিলে কর চিন্তা ট্যাক্স কিভাবে হবে পরিশোধ
স্বপ্ন জানে উৎপাদনের সাথে ভ্যাটের খারাপ আক্রোশ
দারিদ্রের সাথে কনট্রাস্ট করা উঁচু ভবন উন্নয়ন কাপুরুষ।

উচ্চ বিত্তের প্রযোজনা এখন প্রবাহিত উচু ভবন খাতে
হাজার কিষান প্রযোজনা সমাহিত শত ঘাস অনুপ্রাতে
নব নব প্রেতাত্মার আগমনে পুরাতন আত্মার রোদন
উঁচা ভবন দেখার লালিত স্বপ্ন এখন ভেঙ্গে খান খান।

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:




কবিতা কঠিন, বক্তব্য সোজা। শেখ হাসিনা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করছে, শেখ হাসিনা চলে গেলে, উনার নাম বাতাসে মিশে যাবে।

০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:১২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ যতার্থ বলেছেন । শেখ হাসিনা বেশ বড় বড় কিছু ভুল করে চলেছে । বড় ভূল করেছে উচ্চ শিক্ষাকে বানিজ্যকরণ করে । শিক্ষকদেরকে অমর্যাদা করে । অমুল্য সময় বিদেশ ঘুরাফিরা করে । যেখানে একজন সচিব পর্যায়ের কর্মকর্তা গেলে চলে সেখানে বিশাল লটবহর নিয়ে বিলাসী ভ্রমন করে প্রশাসনের কাজের গতিশীলতা বিনষ্ট করছে । সচিবলয়ে ফাইল স্তুপিকৃত হচ্ছে । গুরুত্বপুর্ণ প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে । প্রকল্প ব্যয় অকরণে বৃদ্ধি পাচ্ছে । ঠিকাদারের মুনাফার সাথে কমিশন বানি্জ্য প্রসারিত হচ্ছে । ত্রিশাল ভালুকার মাঝামাঝি স্থানে বন্যামুক্ত উচুস্থানে অন্তর্জাতিক বিমানবন্দরের জন্য স্থান নির্বাচিত হওয়ায় স্থানীয় সর্বস্তরের জনগন তাকে স্বাগত জানিয়েছিল । তার পরেও সেখান থেকে তা সরিয়ে আড়িয়াল বিলে নিয়ে গেছে । যা সারা বছরই থাকে ১০/১৫ ফিট পানির নীচে । চাটুকার আর চাটাদের কথায় চলতে চলতে নীজের অবস্থান কোথায় নিয়ে যাচ্ছে সে তা অনুধবান করতে পারছেনা । নীজের ঘটের বুদ্ধিতে না চলে পরের বুদ্ধিতে নাচলে কি পরিনাম হয তা খালেদা জিয়ার কাছ থেকেও কিছুটা শিখতে পারে ।

২| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


"নীজের ঘটের বুদ্ধিতে না চলে পরের বুদ্ধিতে নাচলে কি পরিনাম হয তা খালেদা জিয়ার কাছ থেকেও কিছুটা শিখতে পারে । "

-তা'হলে, খালেদা জিয়ার নিজের বুদ্ধি ছিল, উনি সেটা ব্যবহার না করে অন্যদেরটা নিয়েছে, এবং বিপদে পরেছেন? এটা কিন্তু জাতীয় প্রবাদে পরিণত হবে

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:
খালেদা জিয়া তিন যুগেরও অধিকাল দলীয় প্রধান হিসাবে থেকেও নিজস্ব রাজনৈতিক বিচক্ষনার অভাবে তার আশেপাশে থাকা কিছু নেতার পরামর্শে অনেক কাজ করেছে এটা সর্বজন বিদিত । প্রকৃষ্ট উদাহরণ তারেকীয় বুদ্ধির কাছে আত্মসমর্পণ।

৩| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। ভালো লাগা রইলো।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৪| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

নীলপরি বলেছেন: শুনে নতুন প্রেতাত্মার আগমনে পুরাতন আত্মার রোদন
স্বর্গের অন্ধকার হতে আসা শব্দে স্বপ্ন ভেঙ্গে হল খান খান।


খুব ভালো লিখেছেন ।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: প্রসংসার জন্য ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৫| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: কবিতায় +++++
:)

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ফর গুড মার্কিং ।

৬| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যের গুরুচণ্ডালী ভাব ভালই লাগলো

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৭| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:৪০

জেন রসি বলেছেন: চমৎকার!

পুঁজিবাদের বিকল্প কি সমাজতন্ত্র? নাকি পুঁজিবাদ উন্নত কোন কনসেপ্ট? আপনার কি মনে হয়?

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:২১

ডঃ এম এ আলী বলেছেন: খুবই কঠীন প্রশ্ন । এক কথায় উত্তর দেয়ার মত বিজ্ঞতা আমার নেই । বিষয়টির খুব তাত্বিক গভীরে যাওয়ার যোগ্যতাও আমার নেই ।
সহজভাবে আমার কাছে যা মনে হয় তাহল সমাজকে ঘিরেই পুঁজির উদ্ভব সমাজকে নিয়েই পুঁজির বিকাশ , পুঁজিকে টিকে থাকতে হলে একটি বিকশিত সমাজ তার প্রয়োজন ।
অনুরূপভাবে সমাজতন্ত্রের টিকে থাকা এবং বিকাশের জন্যেও পুঁজির প্রয়োজন । একটিকে বাদ দিয়ে অন্যটির চলা অসম্ভব ।
মুলত: উৎপাদন ও উৎপাদন ফসলের সুসম বন্টন এ দুটি মুল বিষয়ই পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মুল প্রতিপাদ্য বিষয়, ক্ষেত্র বিশেষে সংগাত ।
উৎপাদন ব্যবস্থা ( তথা উৎপাদনের সকল উপাদান যথা ভুমি , পুঁজি, শ্রমিক , ব্যবস্থাপনা ) এবং বিতরণ ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারলে কার্ল মার্কসের ভাষায় Dooms day of capitalism অত্যাসন্ন ।

কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি । দেখলাম Dooms day of Socialism । USSR ভেঙ্গে গেল চোখের পলকে ( পিছনে গর্ভাচেব জাতীয় কারণ যতই থাকুক না কেন ) অর্থনৈতিক প্রবৃদ্ধি তাদের স্থবির হয়ে পড়ে । তার সহযোগীদের অবস্থাও একই আকার ধারণ করে । ইউরোপের সমাজতান্ত্রিক দেশের মানুষ পাগলের মত ছুটে ইই্‌উ ভুক্ত পুঁজিবাদি দেশ বৃটেন জার্মাণীতে দল বেদে ঝাঁকে ঝাঁকে , যা ঠেকাতে এখন বৃটেন ইউ থেকে বেরিয়ে আসার জন্য গণভোটে রায় দিয়েছে । কিউবাতেও অর্থনৈতিক প্রবৃদ্ধি গত কয়েক দশক ধরে ৪/৫ শতাংশের মধ্য়ে স্থবির হয়ে আছে ।
অপর দিকে ১৯৭৬ এ চীনে পোস্ট- মাও রিফর্মের পরে মুলত তারা মার্কেট ইকনমিতে ফিরে যাওয়ার জন্য তোরজোর শুরু করে এবং ২০০১ সালে World Trade Organization এ যোগদান করে ও পরবর্তীতে পুঁজিবাদী উৎপাদন ও বিতরণ ব্যবস্থার দিকে ক্রমে অগ্রসর হয় । চীনে যেমনি উদ্ভব ঘটে পুঁজিবাদের ( উদাহরন অনেক একটি উল্লেখ যোগ্য উদাহরণ Alibaba Group Holding Limited যার মুলধনী সম্পদের পরিমান কয়েকশত বিলিয়ন ডলার ) তেমনি পোষ্ট- মাও রিফর্মের পরে চীনের GDP প্রবৃদ্ধিটাও চোখে পড়ার মত । যা নীচে দেখা পেতে পারে ।

তবে অনেক Postmodernist sociologist পক্ষই চীনের চীনের এই বিষ্ময়কর অগ্রগতিকে the Demise of the Capitalist World Economy হিসাবে আখ্যায়িত করেন ।
তাই কোন টি যে কোনটির বিকল্প তা সুপস্ট করে বলার সময় মনে হয় এখনো আসেনি ।
তবে আমার মনে হয় একটি আর একটির পরিপুরক হিসাবেই এখন কাজ করছে ।
তবে পুঁজিবাদই হোক আর সমাজতন্ত্রই হোক সঠিক ও উপযুক্ত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা নাহলে তার সুফল দেশ ও জাতি পাবেনা । তাই আমার কথা হল প্রকল্প নির্বাচনে যেন ভুল না হয় , আখেরে এর খেসারত যেন জাতিকে না দিতে হয় অনেক মূল্যের বিনিময়ে ।

অনেক ধন্যবাদ, ভাল থাকার শুভ কামনা থাকল ।

৮| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:৩৬

কালনী নদী বলেছেন: গরিবের গা চোষা রক্ত হয়ে যায় মিকচার মেশিনের জল
সাহসী কর্ণধার ধরে কষে জঞ্জাল খ্যাত গুণীজনের আচল
সংযমী নেতা এগিয়ে চলেন দিতে গগনভেদী স্বপ্ন মাশুল ।



স্বর্থবাদীদের কাছে পুঁজিবাদ একটি উন্নত চিন্তাধারাই বটে। তাই না ভাইয়া?

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:১৬

ডঃ এম এ আলী বলেছেন: কেও বলে
Dooms day of capitalism

কেও বলে
Dooms day of Socialism

আমি বলি দুটারই Dooms Dooms day হওয়া উচিত ।

একমাত্র সহি হল আল্লার বিধান সৎ ও ন্যায়ের পথে চলা
দুনিয়া নিয়া বেশী মাতামাতি না করে কিছু দ্বীনি সঞ্চয় নিয়া
নীজ চিরস্থায়ী আবাসে প্রত্যাবর্তন করা ।

ভাল থাকার শুভ কামনা রইল ।

৯| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:২৫

কালনী নদী বলেছেন: মানবনীতি!

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া এই শব্দটা্‌ই সহি বিকল্প মাথায় শব্দটা তখন আসে নাই ।
এখন কাজে লাগিয়ে দিলাম

একমাত্র সহি হল আল্লার বিধান সৎ ও ন্যায়ের পথে চলা
দুনিয়া নিয়া বেশী মাতামাতি না করে কিছু দ্বীনি সঞ্চয় নিয়ে
মানবনীতিতে অবিচল থেকে চিরস্থায়ী আবাসের দিকে চলা ।

১০| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
অনেক ভাল লাগা রইল

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১১| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:১৫

আবুল হায়াত রকি বলেছেন: খুব সুন্দর করে বাস্তবতাকে ফুঠিয়ে তুলেছেন। ভাইয়া :)

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:৪০

ডঃ এম এ আলী বলেছেন: প্রসংসা বাণীর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
ভাল থাকার শুভ কামনাও রইল এ সাথে ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৩৬

কালনী নদী বলেছেন: ভাই কেমন আছেন? প্রামনিক ভাইকে খুব মিস করছেন? আমিও্ :(

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: না ভাই এই মর্মান্তিক ঘটনায় মনটা খুবই বিক্ষিপ্ত । সারাদিনমান ইন্টারনেট ঘাটাঘাটি করে দুনিয়ার এ প্রান্ত ও প্রান্ত পর্যন্ত যা খবর দেখি তাতে মনটা আরো ভারাক্রান্ত হয়ে যায় । তবে আশ্বস্ত হই পবিত্র কোরানের একটি বাণিতে তাহল দুনিয়ার আনেক জাতি ধংস হয়েছে বাড়াবাড়ির কারণে । আল্লা ভাল করে জানেন কে বা কারা বাড়া বাড়ি করছে । তাই বাড়া বি্ড়ি যে বা যারাই করুক তাদের করুন পরিনতি তারা নিজেরাই ডেকে আনবে ।
প্রামানিক ভাইএর জন্য মনটা খারাপ লাগছে কোন খুঁজ খবর পাচ্ছিনা । তাকে খুব মিস করছি ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:০২

কালনী নদী বলেছেন: বর্তমান সময়ের এসব ঘটনায় আমরা সবাই চিন্তিত ভাই। আমার মনে হয় শুধু গ্যালারিতে বসে খেলা দেখা ছাড়া আমাদের কিছুই করার নেই। আপনি ঠিকই বলেছেন ধ্বংস তাদের জন্য যারা এটাকে ডেকে আনছে সাথে আটোর আচ আমাদের সবাইকে বইতে হবে। এখানে সবাই আপন। কেন যে এমনটা হচ্ছে। যাইহোক ঈদানীং সামু পাগলা আপনির কানাডা সিরিজ নীয়ম করে পড়ছি। এমনটি করে যদি বাংলাদেশ নিয়েও লেখা যেত তাহলে অন্যরাও এদেশকে জানতে পারত। কিন্তু ভবিষ্যত প্রজন্ম বাংলার ইতিহাসে খুজে পাবে কিছু ছদ্মনামদারী ভবিষ্যতের অভিবাবক যারা সর্বদাই ছিল নির্যাতীত। এসব ঘটনায় সবাই মান সম্মান খর্ব হয়েছে যেমন দেশের তেমনি ধর্মের পাশাপাশি ব্যাক্তিগতভাবে আমাদের সবার। মানসিকভাবে সবাই শোকাহত।

প্রামানিক ভাইয়ের কোন খবর পাচ্ছি না, এমন অবস্থায় যদি কোন সুহৃদ তার বর্তমান শারীরিক অবস্থার কথা অবগত করতেন সত্যি অনেক বাধিত হতাম। মন খারাপ করতে নেই ভাইয়া। আপনি অনেক ভালো দেখবেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে।

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । খুব ভাল লাগল আপনার মুল্যবান কথাগুলি পাঠ করে । প্রমানিক ভাই্র খবর জানিয়ে যিনি পোস্ট দিয়েছিলেন তাকে অনুরোধ করেছিলাম পারলে একটু আপডেট দিতে । কিন্তু কিছুই আর জানতে পারছিনা ।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:০০

কালনী নদী বলেছেন: আমার সত্যি এখন উনাকে নিয়ে চিন্তা হচ্ছে। উনার ফেসবুকের লিঙ্কও আমার জানা নেই। :(

দোয়া করি যেন তারাতারি সুস্থ্য হয়ে ওঠেন।

০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন: আমি এ ব্লগে নতুন অনেক কিছুই জানিনা । বুঝতে পারছিনা আর কি বিকল্পভাবে তার শারিরিক কুশল জানা যায়্ । যাহোক অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:০৯

কালনী নদী বলেছেন: শেষ পোস্ট উনার ফেসবুকে একমাস আগে করা :( ফেসবুকে উনি একমাস দরে আসেন নি :(

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:২১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ সংবাদের জন্য ।

১৭| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: এটা কি রাজনৈতিক কবিতা?

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

ডঃ এম এ আলী বলেছেন: দাদা খুশী হলাম আগমনে ,
এটা হল কবিতার গুণ
যে যেভাবে পারে
বুঝ হে সুজন !

১৮| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: শুনে নতুন প্রেতাত্মার আগমনে পুরাতন আত্মার রোদন
স্বর্গের অন্ধকার হতে আসা শব্দে স্বপ্ন ভেঙ্গে হল খান খান
- কবিতার সমাপ্তিটা খুব সুন্দর টেনেছেন।
৭ আর ৮ নম্বর মন্তব্যের উত্তরে যা বলেছেন, তা এক কথায় চমৎকার! মুগ্ধ হ'লাম এমন ব্যাখ্যা পেয়ে। দুটোতেই 'লাইক'।

০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আহসান ভাই । ভাল লাগল আপনার মুগ্ধতার কথা শুনে ।
ভাল থাকার শুভ কামনা রইল

১৯| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪০

রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা ভালো লেগেছে। ++++

০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৪০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ রাজ ভাই । কবিতা ভাল লেগেছে শুনে খুব খুশী হয়েছি ।

২০| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০০

কালনী নদী বলেছেন: পুজীবাদী বিশ্বায়ন ব্যক্তি রাষ্ট্র তিক্ততায় সাহসী প্রতিরোধ
সকলে মিলে কর চিন্তা ট্যাক্স কিভাবে হবে পরিশোধ
স্বপ্ন জানে উৎপাদনের সাথে ভ্যাটের খারাপ আক্রোশ
দারিত্রের সাথে কনট্রাস্ট করা উঁচু ভবন উন্নয়ন কাপুরুষ।

আপনার কবিতা বারবার পড়তে ইচ্ছে করে। খুব সুন্দর।

ঈদানীং নোটিফিকেশন আবার কাজ করছে না। ব্লগের পরিবেশটাও শূন্য গোয়াল হয়ে গেছে। এখানেও রাজনীতি।

০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । কবিতা বার বার পড়তে ইচ্ছে করছে শুনে ভাল লাগছে । আপনি ঠিকই বলেছেন ব্লগে কিছু ন্যাককার জনক বিষয়ের অবতারনা দেখা যাচ্ছে । মনটা বিরক্তিতে ভরে যাচ্ছে । বিষয়টি কতৃপক্ষের নজরে আসা উচিত বলে মনে করি ।
ভাল গুনগত লিখার মানসিকতা অনেকের হারিয়ে যাবে । বিখ্যাত অর্থনীতিবিদ গ্রেসামের একটি তাত্বিক উক্তি মনে করিয়ে দেয় Bad money drives away good money out of circulation এ কথাটি সর্বক্ষেত্রে প্রযোয্য বলেই মনে হয় ।

২১| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩৫

কালনী নদী বলেছেন: কিছু কিছু লেখা দেখে সত্যি রিপোর্ট করতে ইচ্ছে করে। এই যেমন একজন হুজুরের ফটো দিয়ে একজন লেখছে মাদক ব্যবসায়ি তাও মাত্র দুই লাইনে। প্রামানীক দার ছড়া ছাড়া এই খড়া সহজে কাটবে না মনে হয়।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন: যতার্থই বলেছেন । এখড়া তাকে ছাড়া কাটানো ভিষন দায় ্

২২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৩

কালনী নদী বলেছেন: একজন বোনের লেখায় আরেকজন রীতিমত মোবাইল নাম্বার দিয়ে আসছে। বোঝেন কি অবস্থা। আমি সেটাতে রিপোর্ট করে আসছি।

ধন্যবাদ প্রতি উত্তরের জন্য।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: ‌একদম উত্তম কাজ হয়েছে ।
ভাল থাকারশুভ কামনা রইল ।

২৩| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৪৭

কালনী নদী বলেছেন: তোমার প্রেম দিয়ে কর ইসলামে মুরিদ!!! ঈদ মোবারক :) ভাইয়া।।

২৪| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: আপনাকে ঈদের শুভেচ্ছা ।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা বিনিময় থাকল ।

২৫| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

শুভেচ্ছা ও শুভকামনা।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা বিনিময় থাকল ।

২৬| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা বিনিময় থাকল ।

২৭| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৬

সুবল চন্দ্র বর্মন বলেছেন: হে কবিবর, আপনার দর্শন অনুভূতি প্রখর। বস্তবতা, সমাজের নিখুঁত চিত্র জীবন বর্নালীতে অলংকারিত করেছন। শুভাশিস শুভ কামনা রইল। ভাল থাকবেন।

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । খুব ভাল লাগল আপনার প্রসংসাবানী শুণে ।
শুভাশিশ ও ভালথাকার কামনা রইল এ সাথে ।

২৮| ২৪ শে মে, ২০১৭ ভোর ৪:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কত সুন্দর কবিতা আর কত সুন্দর সমাপ্তি!!!

শুধু কৃতজ্ঞতা জানিয়ে গেলাম ভাই। মাঝেমধ্যে এমন একটা দুটো চাই।

২৫ শে মে, ২০১৭ রাত ১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হলাম ।
কবিতা লেখার জন্য যে মনযোগ দেয়া দরকার তা দিতে পারছিনা এ মহুর্তে
তবে আপনার অনুপ্রেরণায় প্রিত হলাম ।
শুভেচ্ছা রইল ।

২৯| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আসলে আমিও মুগ্ধ হয়েছি। আর যদি মুগ্ধ করার মতই হয় তবে মুগ্ধ না হয়ে উপায় কি? আপনার সব গুলো পোষ্টই বার বার পড়তে ইচ্ছে করে। কিন্তু নানা কাজের ব্যস্ততায় হীরে কণাগুলো আহরণের সময় কম পড়ে যায়। অপারগতার অসহায়ত্বে এভাবে আমরা অনেক সময় অসহায় হয়ে পড়ি!

২৫ শে মে, ২০১৭ ভোর ৫:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ফরিদভাই , আপনার প্রসংসাবানীতে আমি মুগ্ধ
সাধ্যমত চেষ্টা করি আমার লেখা পাঠে কেও যেন
না হন বিরক্ত , লিখাটি ভাল লাগলে সেটা পাঠকের মহানুভবতা ।
আপনি ব্যস্ত থাকেন প্রশিক্ষকের গুরু দায়ীত্ব পালনে , এর পরেও
যে সময় করে নিরলসভাবে লিখে যাচ্ছেন সাহিত্য কবিতা ,
মুল্যবান পোষ্ট দিচ্ছেন ইসলামী বিষয়ে , এত কিছুর পরেও সময়
করে দেখে যান পুরান লেখা ,এমন গুণীর প্রতি শ্রদ্ধা জানাই অকাতরে ।

শুভেচ্ছা রইল

৩০| ২৫ শে মে, ২০১৭ ভোর ৫:১৫

রিফাত হোসেন বলেছেন: +

২৫ শে মে, ২০১৭ ভোর ৫:৫১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , প্রসংসামুলক চিহ্ন দেখে ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.