নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
স্কটল্যান্ডের এভারডীন নগড়ীর প্রায় কেন্দ্র স্থলে ৪৪ একর জমির উপর মনোরম ধুতি পার্ক । লেডি মিস এলিজাবেথ ধুতি নামক একজন স্কটিশ নারী তার ভাই ও চাচার স্মৃতি ধরে রাখার জন্য ১৮৮০ সনে ৩০০০০ পাউন্ডে ( যে জমির বর্তমান বাজার মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ৫০০ কোটি টাকার উপরে) উক্ত জমি ক্রয় করে সিটি কাউনসিলের কাছে হস্তান্তর করে দেন সেখানে একটি পার্ক করে সর্বসাধারণের কাছে উম্মোক্ত করে দেয়ার জন্য ।
ডী ( DEE) নদীর কুল ঘেসে পাকৃতিক নয়নাভিরাম পরিবেশে অবস্থিত ভুমিতে ১৮৮৩ সনে প্রয়োজনীয় অবকাঠামো সৃজন করে মনোরম পার্কে পরিনত করে সর্বসাধারণের জন্য উম্মোক্ত করে দেয়া হয় । এই পার্কের বিশেষত্ব হলো পরবর্তীতে এখানে নির্মিত “ডেভিড ওয়েল্স উইনটার গার্ডেন”। এটি বৃহৎ আকারের একটি গ্রীন হাউজ/গ্লাস হাউজ , নিয়ন্ত্রিত জলহাওয়ায় ও তাপমাত্রায় এটিতে রয়েছে বিভিন্ন দুর্লভ গ্রীস্মমন্ডলীয় ফুল, লতাগুল্ফ , ঔষধী ও কেকটাস জাতীয় উদ্ভিদ এর সমাহার । এতে আছে বিভিন্ন প্রজাতির ব্রমেলিয়াড উদ্ভিদ ও জায়ান্ট ক্যাকটি ।
এবার চলে যাই উইনটার গার্ডেনের গ্রীন হাউজের ছবি ব্লগে
২। গ্রীন হাউজ
৩। অভ্যন্তরস্থ ফুল গাছের সমাহার
৪।শীতকালে বাহিরে প্রচন্ড ঠান্ডায় যখন প্রকৃতি বরফাচ্ছন্য তখনো গ্রীন হাউজে ফুলের সমারোহ
৫।গ্রীস্ম মন্ডলীয় ফুলের সমারোহ ( ভিতরে একটি ছোট শিমুল গাছও আছে )
৬।গ্রীস্ম মন্ডলীয় উদ্ভিদ সমাহার ( এমনকি বাংলাদেশি কচুগাছও আছে )
৭। গ্রীন হাউজের ভিতরে কৃত্রিম জলাধারে রঙ্গীন কচ্ছপ
৮।ভিক্টোরিয়ান করিডোরে বিভিন্ন প্রজাতির ফুল ( সারা বছরই কোন না কোন ফুল জন্মায়)
৯।রিফ্লেটিং করিডোরে বিভিন্ন প্রজাতীর ফুল
১০) ওয়েলস করিডোরে বিভিন্ন প্রজাতীর ফুল ও পাতাবাহার
১১। ট্রপিকেল লতাগুল্ফ ও ফুল ( বাংলাদেশী রক্তজবাও আছে )
১২।পাতার উপর হলুদ পাতা তার বুকে সাদা ফুল
১৩।গ্রীন হাউজে গজানো সবরী কলা গাছ ( গাছে পাকা কলা ঝুলে আছে)
১৪। গ্রীন হাউজে বয়ে যাওয়া ছোট খাল
১৫। বাচ্চাদের জন্য দর্শনীয় কিছু দৃশ্যমালা
১৬। গ্রীন হাউজের নান্দনিক পরিবেশে Get Married Wedding spot
১৭। ক্যাকটি ব্লগ -১
১৮।ক্যাকটি ব্লগ-২
১৯।ক্যাকটি ব্লগ-৩
২০। ক্যাকটি ব্লগ -৪
২১।ক্যাকটি ব্লগ-৫
২২। তবে যত কিছুই হোক না কেন বলা, জম্মভুমি রমনা পার্কের কৃঞ্চচূড়া সে যে সকল দেশের সেরা
ছবি : গুগল নেট
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০১
ডঃ এম এ আলী বলেছেন: দাদা অনেক ধন্যবাদ দারুন হয়েছে অনুভুত হয়েছে বলে ।
শুভকামনা রইল ভাল থাকার জন্য ।
২| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫
কল্লোল পথিক বলেছেন:
দারুন সব ছবি++++++++++
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ডঃ এম এ আলী বলেছেন: পথিকদার কাছে দারুন লাগার অনুভুতি
আমাকে পুলকিত করেছে ।
শুভেচ্ছা রইল
৩| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
শায়মা বলেছেন: দারুণ!
দারুন!!
আর দারুণ উপস্থাপনা ভাইয়া!!!!!!!!!!!
ক্যাকটি আর মনোরোম প্রাকৃতিক দৃশ্যে চোখ জুড়ালো, মন ভরালো!!!!!!!
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
আমি জানতাম ক্যাকটাস আপুমনির
কাছে প্রিয় , ভাল না লেগে পারেইনা।
খুবই খুশী লাগছে মন ভরানোর
কথা শুনে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
৪| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট
+ মাস্ট না অবশ্যই
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আপনার মাস্ট দিয়েছে
অনেক আস্তা ছবিগুলির জন্য।
আপনার মোবাইলগ্রফীটা
ভাল করে শিখতে পারলে
ছবি গুলি আরো বড় করতে
পারতাম ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
৫| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ২৩। তবে যত কিছুই হোক না কেন বলা, জম্মভুমি রমনা পার্কের কৃঞ্চচূড়া সে যে সকল দেশের সেরা
অনেক অজানা বিষয় জানা হল আর অবশেষে দেশ প্রেমের চিত্রটি বক্ষ শীতল করে দিল। ভাইয়া, পোষ্টির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই । দেশ প্রেমের বিষয়টি শেয়ার করার জন্য ভাল
লেগেছে অনেক ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫১
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
ছোট্ট কিন্তু নান্দনিক একটি পোস্ট যেখানে সবচেয়ে বেশী রঙ ছড়িয়ে দাঁড়িয়ে আছে এই বাঙলার একটি গাছ !
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার ফুল গাছকে সেরা বলে স্বীকৃতি দেয়ার জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
৭| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭
জেন রসি বলেছেন: চমৎকার সব ছবি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২০
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দরভাবে ছোট্ট ছোট্ কথায় একটি পোষ্ট এর গুলাবলীকে প্রকাশ করে
পোষ্টদানকারীকে অনাবিল সুখ দেয়া সত্যিই অতি প্রসংসার দাবী রাখে।
অশেষ ধন্যবাদের সাথে ভাল থাকার শুভ কামনা রইল ।
৮| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
মনোরম, অসাধারণ
১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অসাধারণ মনে হওয়ার জন্য । বাংলাদেশে এরকম সম্ভাব্যতা নিয়ে পৃথক একটি লিখা দিব, দেখার আমন্ত্রন রইল ।
৯| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭
সাহসী সন্তান বলেছেন: গ্রীণহাউজ জিনিসটা দেখতে খুব ভাল লাগে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি পৃথিবী ধ্বংসের জন্যেও যথেষ্ট গুরুত্ব বহন করছে। কারণ বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ার একটি অন্যতম প্রধান উপকরণ কিন্তু এই গ্রীণহাউজ!
সুতরাং ঐ যে কথায় বলে না, সব সুন্দরের মাঝেও একটা কুৎসিত চেহারা লুকিয়ে থাকে। গ্রীণহাউজটাও ঠিক তেমনই! সে যা হোক, তবে আপনার পোস্টটা কিন্তু অসাধারণ হয়েছে! বিশেষ করে আপনার উপস্থাপনার তারিফ না করে পারা যায় না! অসুন্দর জিনিস নিয়ে সুন্দর কিছু তৈরি করার মধ্যেও এক ধরনের শিল্প মন কাজ করে!
পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য । গ্রীন হা্উজ নিয়ে একটি প্রবন্ধ লিখতেছিলাম, আপনার মন্তব্যের মুল্যবান তথ্য টুকু ভাবিয়ে তুলছে । যাহোক খুব ভাল হল সময়মত এ মূল্যবান তথ্য পেয়ে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: অতি মনোহর দৃশ্যাবলী! চক্ষু শীতল হলো, চারিদিকে এত বৈশ্বিক অস্থিরতার মাঝেও মন প্রশান্ত হলো।
'লাইক' নিঃসন্দেহে।
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আহসান ভাই । ভাইয়ার মন প্রশান্ত হয়েছে শুনে আমারো মন ভরে গেছে । গতকাল ভোর রাতে একটি লিখা পোস্ট করার পরে নিউ ইয়র্ক টাইমস এ চোখ রেখে আতকে ঊঠেছিলাম , টার্কিতে অনেক বছর পরে আবার এ কি শুরু হল । পিলে চমকানো শান্তি বিনস্টকারী মর্মান্তিক সব খবর । মন খুব খারাপ হয়ে গেল ।
যাহোক এখানে আপনার আগমনে মনটা একটু প্রফুল্য লাগছে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৯
পুলহ বলেছেন: সুন্দর পোস্ট। আমি যা বলতে চেয়েছিলাম, আহমেদ জী এস ভাই সেটা কাব্যিক ভাষায় বলে দিলেন।
দানবীয় ক্যাকটাসগুলো দেখে কিছুটা ভয় জাগানো শ্রদ্ধা আসে যেনো।
ক্যাকটাসের ২ নং ছবিটা ৬ নাম্বার এ গিয়ে রিপিট হয়েছে সম্ভবত, সুযোগ মত এডিট করে নিয়েন শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাই।
শুভকামনা আপনার জন্য।
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ পুলহ। ছবিতে ছোট দেখায় বাস্তবে কিছু কিছু ক্যাকটাস সত্যিই দানবীয় আকারের, আর এ নিয়ে বাগান কতৃপক্ষ গর্বও অনুভব করে এগুলি তাদের দীর্ঘ দিনের পরিচর্যার ফসল বলে । ছবি পোস্টের ভুল ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞ । এডিট করে ঠিক করে দেয়া হয়েছে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১২| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫২
নীলপরি বলেছেন: অপূর্ব ছবি ব্লগ । আমিই দেখতে দেরী করে ফেললাম । ++
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । দেরী হল কোথায় , এই ব্যস্ততার যুগে এটাতো খুবই স্বাভাবিক, আমারতো এর থেকেও অনেক অনেক বেশী দেরী হয় । ভাল লাগল প্রসংসা শুনে ।
১৩| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৩
জুন বলেছেন: গাছ পালা ফুল ফল এর ছবি সবসময়ই ভালোলাগে। সুন্দর ছবি ব্লগ।
+
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । গাছ পালা ফুল ফল এর ছবি সবসময়ই ভালোলাগে শুনে খুব খুশি হয়েছি ।
ছবি ব্লগ সুন্দর হওয়ার অনুভুতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানাই ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫১
সুমন কর বলেছেন: ক্যাপশন আর ছবি মিলিয়ে দারুণ হয়েছে। +।