| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ডঃ এম এ আলী
	সাধারণ পাঠক ও লেখক
  
ক্যাকটাস জাতীয় রসাল পাতাগাছের   ফুলেও রয়েছে একরাশ চোখ ঝলসানো  রঙের  উচ্ছ্বাস । কোন কোন ফুল  যেন আকাশ থেকে  এ  ধরায় ছিটকে পড়া  এক গুচ্ছ তারা ।  কোন কোন ফুলের মাঝখানে  রয়েছে বড়সড় বৃত্ত কোনটা  গম্বুজের মত কৌণিক   আবার কোনটায় সুকুমার বৃত্তির  উপর আলোক  উজ্জল  পাপরি । কোনটাতে রয়েছে সবুজ পাতার পটভুমিতে সুন্দর ফুল তথা তারকারাজির ঝিলিক। চিকন চিকন ঝিকিয়ে উঠা রঙ্গীন  পাপড়ি । সামুর ভাই বোনদের সাথে শেয়ার মানসে  ক্যাকটাস  পুস্প রাশির কিছু   ছবি ব্লগে  নীচে দেখানো হল । ফুলের পাশে নাম  ও বংশ পরিচয়  লিখা আছে সংক্ষেপে । 
১) এভোনিয়া কুইনারিয়া
বৈজ্ঞানিক নাম : Avonia quinaria, এটা   Portulacaceae পরিবার ভুক্ত 
উত্পত্তিস্থল : দক্ষিন আফ্রিকা ও নামিবিয়া   ।
 
  
২) হাটিওরা সালিকর্নাইডস- ডেনসিং বোনস
বৈজ্ঞানিক নাম :  Hatiora salicornioides,এটা  Cactaceae  পরিবার ভুক্ত 
উত্পত্তিস্থল : ব্রাজিল   ।
 
 
৩) ইউফরবিয়া –বেসবল প্লান্ট 
বৈজ্ঞানিক নাম :  Euphorbia obese,এটা Euphorbiaceae পরিবার ভুক্ত 
উত্পত্তিস্থল : দক্ষিন আফ্রিকা   ।
 
  
৪) গ্রাটোপিটালাম  বিলাম ( চিহুহু ফুল নামে সমধিক পরিচিত) 
বৈজ্ঞানিক নাম: Graptopetalum bellum,এটা   Crassulaceae  পরিবারভুক্ত
 উত্পত্তিস্থল:  মেক্সিকো  । 
 
  
৫) গ্রাসোলা পেনগোলীন 
বৈজ্ঞানিক নাম Crassula ‘Pangolin Crassula ,এটা :  Crassulaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : মার্কিন যুক্তরাস্ট  । 
 
 
৬) ফ্রিতা পুলচা – ফেইরী এলিফ্যান্ট  ফিট
 বৈজ্ঞানিক নাম : Frithia pulchra ,এটা Aizoaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : দক্ষিন আফ্রিকা  । 
 
 
৭)  সেমপারভিভাম টেকটোরাম
বৈজ্ঞানিক নাম Sempervivum tectorum, এটা  Crassulaceae  পরিবারভুক্ত । 
উত্পত্তিস্থল : ইউরোপের পশ্চিম , মধ্য ও  দক্ষিনেঅআল্পস পর্বতমালা এলাকা  । 
 
 
৮) ক্রাসুলা ক্যপিটেলা কেমপায়ার 
বৈজ্ঞানিক নাম Crassula capitella ‘Campfire’, এটা  Crassulaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : গার্ডেন অরিজিন  । 
 
  
৯) হিউরিনা জেবরীনা 
বৈজ্ঞানিক নাম: Huernia zebrina , এটা Apocynaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মোজাম্বিক, সোয়াজীল্যন্ড, জিম্বাবুই ও দক্ষিন  আফ্রিকা । 
 
  
১০) ক্রাসুলা কেপিটেলা –রেড পাগোডা
বৈজ্ঞানিক নাম: Crassula capitella ,এটা  Crassulaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল :   নামিবিয়া ও সাউথ আফ্রিকা   । 
 
 
১১) কালাঞ্চো টমেনটোসা –পানডা বিয়ার প্লান্ট 
বৈজ্ঞানিক নাম: Kalanchoe tomentosa ,এটা  Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মাদাগাস্কার   । 
 
   
১২) নপালিয়ো, জার্মান এমপ্রেস 
বৈজ্ঞানিক নাম : Disocactus phyllanthoides,এটা  Cactaceae   পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মেক্সিকো   । 
 
  
১৩) ক্রাসুলা মরগান বিউটি
বৈজ্ঞানিক নাম : Crassula ‘Morgan’s Beauty’ এটা  Crassulaceae   পরিবারভুক্ত ।
 
  
১৪) ইপোমিয়া ব্লজিয়ানা
বৈজ্ঞানিক নাম : Ipomoea bolusiana,এটা  Convolvulaceae  পরিবারভুক্ত ।  
মূল  জম্মস্থান : মাদাগাস্কার ও সাউথ আফ্রিকা    । 
 
   
১৫) এডেনিয়াম অবিসাম- ডেজার্ট রোজ  , ইমপালা লিলি 
বৈজ্ঞানিক নাম : denium obesum ,এটা  Apocynaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : দক্ষিন সাহাড়া, সেনেগাল , সুদান  । 
 
    
১৬) ইচাভিয়েরা এগাভাইডস ‘লিপস্টিক’
বৈজ্ঞানিক নাম : Echeveria agavoides ‘Lipstick’,এটা  Crassulaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : বাগানজাত । 
 
  
১৭) এগাভা এটানটা – ফক্স টেইল 
বৈজ্ঞানিক নাম : Agave attenuata ,এটা  Asparagaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মধ্য মেক্সিকো প্লেচু এলাকা   । 
 
  
১৮) এওনিয়াম এলোভারিয়াম
বৈজ্ঞানিক নাম : Aeonium arboretum, এটা Crassulaceae  পরিবারভুক্ত ।  
 
  
১৯) রিবোটিয়া হিলিউসা
বৈজ্ঞানিক নাম : Rebutia heliosa Rausch, এটা  Rebutia heliosa Rausch  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল :  বলিভিয়া  । 
 
  
২০) এওনিয়াম মারডি গ্রাস
বৈজ্ঞানিক নাম : Aeonium ‘Mardi Gras’,এটা  Crassulaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : এটি  Aeonium ‘Velour’ এবং একটি নাম না জানা হাই ব্রিড এর শঙ্কর , Renee O’ Connell   এর সৃজনকারী । 
 
  
২১) সিডাম মাছভমেরিয়াম
বৈজ্ঞানিক নাম : Sedum nussbaumerianum ,এটা  Crassulaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মেক্সিকো
 
  
২২) লফোফরা উলিয়ামসী ( ডেভিলস রুট হিসাবে পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Lophophora williamsii ,এটা Cactaceae  পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মার্কিন যুক্তরাষ্টের টেক্সাস ও মেক্সিকো ।
 
 
২৩) ফায়ার বেরেল কেকটাস
বৈজ্ঞানিক নাম :  Ferocactus gracilis,এটা  Cactaceae  পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল : মেক্সিকো   ।
 
  
২৪) টিটানপসিয়া কেলকেরিয়া( ভেড়ার চিহ্বা  নামেও অভিহিত)
বৈজ্ঞানিক নাম :  Titanopsis calcarea,এটা  Aizoaceae  পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল : সাউথ আফ্রিকা  ।
 
  
২৫) অরবিয়া ডুমেরী 
বৈজ্ঞানিক নাম :  Orbea dummeri,এটা  Apocynaceae  পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল : কেনিয়া, তানজানিয়া, উগান্ডা এবং বুরুন্ডি । 
 
   
২৬) হলুদ কেরিয়ন ফ্লাওয়ার
বৈজ্ঞানিক নাম : Orbea lutea ,এটা  Apocynaceae  পরিবারভুক্ত 
মূল  জম্মস্থান : দক্ষিন  জিম্বাবুই আফ্রিকা, বতসোয়ানা , এঙ্গোলা, মোজাম্বিক ,   । 
 
 
২৭) এচাভেরিয়া সেট অলিভার
বৈজ্ঞানিক নাম :  Echeveria set-oliver,এটা  Crassulaceae পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল :  জানা যায়নি , তবে এটা একটি হাইড্রিড শঙ্কর ।
 
  
২৮) স্টেপালিয়া জায়গানটিয়া ( ষ্টার ফিস ফ্লাওয়ার নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Stapelia gigantean, এটা  Apocynaceae  পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল : দক্ষিন  জিম্বাবুই আফ্রিকা, বতসোয়ানা , এঙ্গোলা, মোজাম্বিক
 
    
২৯) রেট টেইল কেকটাস
বৈজ্ঞানিক নাম :  Disocactus flagelliformis,এটা  Cactaceae পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল : মেক্সিকো  ।
 
  
৩০) ফ্লেমিং কেটি ( ক্রিস্টমাস কালঞ্চ নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম :  Kalanchoe blossfeldiana, এটা  Crassulaceae পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল :  মাদাগাস্কার  ।
 
  
৩১) লয়ার্স টং ( উকিলের জিহ্বা বা ঘৃত কাঞ্চন নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম :  Gasteria bicolour,এটা Xanthorrhoeaceae  পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল :  দক্ষিন আফ্রিকা  ।
 
  
৩২)ডেভিলস ট্রামপেন্ট 
বৈজ্ঞানিক নাম : Tavaresia barklyi ,এটা : Apocynaceae  পরিবারভুক্ত 
মূল  জম্মস্থান : দক্ষীন  জিম্বাবুই আফ্রিকা, বতসোয়ানা , এঙ্গোলা, মোজাম্বিক
 
 
৩৩) ফ্লেমিং কেটি ( ক্রিস্টমাস কালঞ্চ নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম :  Kalanchoe blossfeldiana, এটা : Crassulaceae পরিবারভুক্ত 
মূল  জম্মস্থান : মাদাগাস্কার  ।
 
 
বাংলাদেশে এটা পাথরকুচী নামে সমধিক পরিচিত এবং এটা বাংলাদেশে অনেকেই টবে লাগিয়ে থাকেন । 
৩৪)  এলো ভিয়েরা ( মিরাকল প্লান্ট হিসাবেও পরিচিত ) 
বৈজ্ঞানিক নাম :  Aloe vera, এটা Xanthorrhoeaceae   পরিবারভুক্ত 
উত্পত্তিস্থল : আফ্রিকার  মরুভুমি অঞ্চল ও মাদাগাস্কার । 
  
 
এলো ভিয়েরা  সহজ উপায়ে  বংশ বিস্তার করে , টবে লাগানো হলে এক বছরের মধ্যেই  শিকর থেকে এর চারপাশে অনেক  চারা   গজায় ।  
এটি একটি ঔষধি উদ্ভিদ এবং এর রয়েছে প্রায় ৪০ প্রকার পরিক্ষিত  ঔষধি গুণ । এর নির্যাস হতে পুড়া ক্ষতের জলুনি নিরসম , সানবার্ন নিরসন , মাথায় নতুন চুল গজানো, খুশকী দুর করা , দাত বেথার উপসম  দাতের মারী ক্ষয়রোধ , মুখের কাল দাগ দুর করা , মুখের চামড়ায়  মশৃনতা বৃদ্ধি করা, চামড়া সতেজতা ধরে রেখে বয়স কম দেখানো, ডায়াবেটিক , কোলস্টরেল, বদহজম ও গেসট্রিক এর উপসম, স্টমাক আলসার ও মুত্রাশয়ের ইনফেকশন দুরীকরন প্রভৃতি ঔষধি কাজে এই গাছের নির্যাস ব্যবহার করা হয়ে থাকে । তাই এই গাছটি দেখতে যেমন সুন্দর তেমনি রয়েছে এর বহুমুখী গুণ । এর পরিচর্যাও খুব সহজ , একবার লাগালে সপ্তাহে একটি  টবে এক গ্লাস পরিমাণ  পানি দিলেই যথেস্ট । এর পাতা পানিকে ধরে রাখে দীর্ঘ দিন । 
ছবি  ও তথ্য সুত্র : গুগল নেট
 
২৭ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও  ধন্যবাদ ।
 দারুন অনুভবের জন্য খব খুশী হয়েছি ।
 ভাল থাকার শুভকামনা রইল
২| 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
অরুনি মায়া অনু বলেছেন: সত্যিই ক্যাকটাসের বিশাল সম্ভার এই পৃথিবীতে। ফুলগুলোও অসাধারণ। এই গাছে ফুল ফুটানো একপ্রকার সাধনা যেন। অপেক্ষা করে যেতে হয় বছরের পর বছর। আমারো কিছু ক্যাকটাস আছে। এডেনিয়ামও আছে। এ এক অদ্ভুত রহস্যময় গাছ এডেনিয়াম। এই মরু গোলাপগুলোকে আমার জীবন্ত মনে হয়। পানি ধরে রাখতে কি অদ্ভুত আকৃতি ধারণ করে। তবে ভাইয়া এটাযে ক্যাকটাস পরিবারের গাছ তা জানতাম না।
অনেক কষ্ট করে এত তথ্যবহুল একটি পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ফুল প্রেমিরা অবশ্যই খুশি হবেন অনেক ![]()
 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ, শুনে খুশী হলাম মরুভুমির গোলাপ এডেনিয়াম সহ রকমারী ক্যাকটাসের  সমারহ আপনার সংগ্রহে  আছে জেনে  
 । ঠিকই বলেছেন এডেনিয়াম এক রজস্যময় গাছ ।  এটা মুলত Apocynaceae পরিবারভুক্ত । তবে রসাল( Succulent) পাতা বিশিষ্ট হ ওয়ায় এটা এ ধরনের জগতে সর্বত্রই একটা   ঠাই করে নিয়েছে । ফুলগুলি এর ভুবন মোহিনী,  তাই  সৌখিন ফুল প্রেমীদের কাছে এটা সবসময়ই আকর্ষনীয় । 
শুভ কামনা রইল ।
৩| 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:১৭
ক্লে ডল বলেছেন: চমৎকার!!  মুগ্ধ আমি!! 
আপনাকে ধন্যবাদ এই দারুন পোষ্টের জন্য!!
 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: আপনার মুগ্ধতার কথা শুনে আমিও হয়েছি মুগ্ধ ও আনন্দিত।
ধন্যবাদের সাথে ভাল থাকার শুভ কামনা রইল ।
৪| 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:২৫
আবুল হায়াত রকি বলেছেন: ক্যাকটাস বলতে এতদিন আমার কাছে শুধু কাঁটাওয়ারা গাছ ছিল। আজকে জানতে পারলাম ক্যাকটাসের ফুলও হয়!
অসাধারণ ও মনমূগ্ধকর পোস্ট। সরাসরি প্রিয়তে সংগ্রহ করে রাখলাম। ধন্যবাদ।
 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অসাধারণ ও মনোমুগ্ধকর বলে অনুভুত হওয়ার জন্য । 
প্রিয়তে গেল শুনে অতিশয় প্রীত হয়েছি ।
শুভেচ্ছা রইল 
এসাথে নিরন্তর ভাল থাকার শুভকামনাও রইল ।
৫| 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৫০
কবীর বলেছেন: চমৎকার!
অনেক কিছু জানতে পাড়লাম। ধন্যবাদ
 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:১৯
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও থাকল অনেক আনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা জানবেন ।
৬| 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:২৩
মোঃআনারুল ইসলাম বলেছেন: তথ্য বহুল পোস্ট
 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ৮:১৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, খুবই  খুশী হয়েছি  এখানে এসে দেখার জন্য । 
 তথ্যগুলি সকলের সাথে শেয়ার করে
এ বিষয়ে মতামত জানতে পেরে ভাল লাগছে ।
শুভেচ্ছা রইল । 
৭| 
২৭ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ! সত্যিই অসাধারণ।
 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ৮:২১
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয় শামীম ভাইএর কাছে অসাধারণ 
অনুভুত হওয়ায় আমি অতিশয় মুগ্ধ।
নিরন্তর ভাল থাকার শুভ কামনা রইল
৮| 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ৮:৫৭
অরুনি মায়া অনু বলেছেন: হাঁ এডেনিয়ামে পাতা তেমন থাকেনা বললেই চলে, ফুলেই তার বাহার। তবে আমাদের দেশের আবহাওয়া ঠিক তার জন্য উপযোগী নয়। তবুও মোটামুটি ভালই হয়।
 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ১১:৪০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আবার  আসার  জন্য । এজাতীয় উদ্ভিদ সম্পর্কে আপনার  নিবীড় পরিচিতি ও মমতা দেখে অভিভুত হয়েছি । আপনি ঠিকই বলেছেন এটা একটি পত্রঝড়া ( Deciduous ) গোত্রীয় গাছ  বিশেষ, আমাদের দেশের জন্য  তেমন  উপযোগী নয় ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
৯| 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ১১:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারন ভালো লাগল পোস্ট ।
 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ১১:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । প্রথিতযশা ইতিহাসবিদের কাছে অসাধারণ অনুভুত হওয়ায় প্রিত হলাম । 
ভাল থাকার শুভ কামনা রইল ।
১০| 
২৮ শে জুলাই, ২০১৬  রাত ২:১১
জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন। মুগ্ধ। 
ধন্যবাদ শেয়ার করার জন্য।  ![]()
 
২৮ শে জুলাই, ২০১৬  রাত ২:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, গোয়েন্দা নিয়ে ছিলাম এতক্ষন , এসে এখানে পেলাম ভাল লাগল । 
শুভেচ্ছা রইল ।
১১| 
২৮ শে জুলাই, ২০১৬  সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা ক্যাকটাস গাছও চাই আমার 
 দিতে হবে দিতে হবে
এত সুন্দর পোস্ট পারলে ১০২ + দিতাম
মুগ্ধতায় ভরপুর। থ্যাংকস অনেক অনেক ![]()
 
২৮ শে জুলাই, ২০১৬  বিকাল ৪:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুদ্ধতার জন্য । সানন্দ চিত্তে চাহিদা মত দেয়া হল । এটা দেশের আবহাওয়ায় সহজে পরিচর্যা করা যায় । একটি পাতা থেকে জন্মানো যায় অনেক গাছ । পাথরকুচী নামে দেশে সমধিক পরিচিত ।  ঘরের বারান্দায় রাখা যাবে । গাছে কাটা নেই ।টম এবং জেরীর হাতে কাটা ফুটার কোন সম্ভারনা নেই । 
শুভেচ্ছা রইল ।
 
১২| 
২৮ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:১৪
নীলপরি বলেছেন: তথ্যপূর্ণ পোষ্ট ভালো লাগলো । ছবিগুলোও অপূর্ব । ++
 
২৮ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:২১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনার ভাল লাগার জন্য ।
শুভেচ্ছা রইল ।
১৩| 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন: 
পোস্টে কি ছবি ছিল?  শুধু বর্ণনা দেখলাম।
 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ১:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , প্রথম ছবিটা কভার পেজ পিকচার , তাই এর কোন বিবরণ দিইনি । ভুল হয়ে গেছে ছোট্ট করে একটু বিবরণ দেয়া উচিত ছিল । তবে আপনার সদয় অবগতির জন্য এর একটি  ছোট বিবরণ নিম্মে  দেয়া হল :
ফুল গাছটি হল 
এসকোবাড়িয়া মিনিমা ( বার্ড ফুট ক্যাকটাস নামেও  পরিচিত )
বৈজ্ঞানিক নাম  Escobaria  minima,এটা  Cactaceae পরিবার ভুক্ত 
উত্পত্তিস্থল : মার্কিন যুক্তরাস্টের টেক্সাস অঞ্চল  ।
ভাল থাকার শুভেচ্ছা রইল । 
১৪| 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ২:২৫
ইন্দ্রনাথ বলেছেন: অসাধারণ।
 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ২:৪১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা , অসাধারণ অনুভুত হওয়ায় খুব ভাল লাগছে । 
শুভেচ্ছা রইল ।
১৫| 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ৮:৫৬
শায়মা বলেছেন: ভাইয়া 
এ মাসের আমার দেখা সেরা পোস্ট!
আর কিছু বলার নেই!
প্রিয়তে রাখলাম!!!!!!
 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ৯:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আপুমনি, তোমার এ কমেন্ট 
এখানকার ছোট্ট এ ব্লগজীবনে 
প্রাপ্ত আমার  সেরা কমেন্ট ।
আমি  আপ্লুত , অভিভুত। 
ক্যাকটাসগুলিতো তোমার
টেরাটরিয়ামে গিয়ে আরো
অনেক দৃস্টি নন্দন শিল্পের
জম্ম দেয় । দেখতে চাই 
আরো নয়নাভিরাম
টেরাটরিয়াম । 
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
১৬| 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ৯:২৪
জুন বলেছেন: ক্যকটাস তার আকার ও সৌন্দর্য দিয়ে সত্যি মুগ্ধ করে রাখে।  সাথে ফুলগুলোতো মনে হয় স্বর্গের। 
আমার বারান্দা থেকে দুটো মাত্র গাছের ছবি দিলাম 
  
 
   
 
 
 
২৯ শে জুলাই, ২০১৬  রাত ১০:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ জুন আপু, এখানে এসে দেখার জন্য খবই খুশী হয়েছি । আপনি যে প্রকৃতি প্রেমিক ও ফুল  সৌন্দর্যের পুজারী সে পরিচয়তো অনেক আগেই পেয়েছি । নিজস্ব বাগানে ও বেলকুনীতে দুর্লভ প্রজাতীর এ জাতীয় উ্দ্ভিদের  পরিচর্যার সুফল হিসাবে  মরুভুমির গোলাপ বা ইমপালা লিলির ফুঠন্ত ফুলের সমারোহ সাথে অন্য দুটু ছবি  দেখে অভিভুত হলাম । দীর্ঘদিনের  মমতা মাখানো হাতের নিপুন পরিচর্যা ব্যতিত ইমপালা তথা যে কোন ক্যাকটাসের বুকে ফুল ফুটানো বেশ কঠীন । এ জাতীয় গাছের বুকে ফুল ফুটানোর কৃতিত্বের  জন্য রইল বিশেষ  অভিনন্দন ।
ভাল থাকার শুভ কামনাও রইল এ সাথে ।
১৭| 
৩০ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন মনমুগ্ধকর পোষ্ট।
অনেক কিছু জানতে পারলাম। 
ধন্যবাদ ভাইয়া।
 
৩০ শে জুলাই, ২০১৬  রাত ৮:২০
ডঃ এম এ আলী বলেছেন: মুগ্ধতার জন্য অনেক অনেক ধন্যবাদ । 
শুভেচ্ছা রইল ।
১৮| 
০২ রা আগস্ট, ২০১৬  দুপুর ১:২৬
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ বললেও কম বলা হয়, অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম
 
১৪ ই আগস্ট, ২০১৬  ভোর ৪:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অসাধারণ এবং ভাল লাগার অনুভিতি প্রকাশের জন্য ।  দু:খিত সামুর নেটের ধীরগতির জন্য বিগত কয়েকদিন লগ ইন  করা বেশ কঠিন হয়ে যাওয়ায় উত্তর দিতে বিলম্ব হয়ে গেল । 
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
১৯| 
১৪ ই আগস্ট, ২০১৬  রাত ১:৫৭
সোহাগ সকাল বলেছেন: অসাধারণ পোস্ট। মন্ত্রমুগ্ধ হয়ে শুধু ছবিগুলো দেখছিলাম। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
 
১৪ ই আগস্ট, ২০১৬  ভোর ৪:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: আপনার মুগ্ধতায় আমিও অভিভুত । খুবই ভাল লাগল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২০| 
০১ লা ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০২
সাদা মনের মানুষ বলেছেন: 
 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ২:৪০
ডঃ এম এ আলী বলেছেন: সরি ভাই নোটিশ পাই নাই , তাই আসতে দেরী হল । ধন্যবাদ  ফর ইয়ুর রং  চা ,  এটা আমার প্রিয় চলছে প্রায় ৩০ বছর ধরে । হাতের কাছে একটি কাপ ধরাই থাকে সারাক্ষন , ঠান্ডা হয়ে গেলেও আপত্তি নেই তাতে , লিখার সময় বা হাত বাড়িয়ে পাওয়া গেলেই কাজ সারে , চুমুকেই  বা:  লিখায় মন ধরে । আপনার জন্যও দেয়া হবে একটা তাই কিচেনে যাওয়া হলো এ বেলায়।
 
   
শুভেচ্ছা রইল
২১| 
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:৪৪
খায়রুল আহসান বলেছেন: নানারকমের ক্যাকটাসের নয়নজুড়ানো সব ছবি, অত্যন্ত মনোমুগ্ধকর! পাশাপাশি নাম, বংশপরিচয়, প্রাপ্তিস্থান ইত্যাদি জানতে পেরেও সমৃদ্ধ হ'লাম।  
চমৎকার এ ফুলেল পোস্টে একাদশতম প্লাস। + +
 
২৪ শে অক্টোবর, ২০২২  রাত ২:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: 
পোষ্টটি চমৎকার আনুভুত হওয়া
 পোস্টে একাদশতম প্লাস দানের
জন্য ধন্যবাদ  । 
অপনার জন্য শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬  বিকাল ৫:৩৯
মনিরা সুলতানা বলেছেন: দারুন !!!
এক পোস্ট এ চমৎকার সব ক্যাকটাস এর পরিচয়
পরিশ্রমী পোস্ট এর জন্য ধন্যবাদ।
শুভ কামনা